নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
নদী ভাঙ্গে দু‘কুল
ঝড়ছে কেয়া ফুল
কোনদিন যেন নাহি ভাঙ্গে
বিশ্বাসে মোরানো এ ভুল
তোমার মায়াবী চোখের পানে চেয়ে
একটা জীবন কেটে যাবে।
তোমার চোখে ভোরের আলো
এ ভুবন লাগে কত ভালো
না হয় আমি হলাম অন্ধ
হয়না যেন তোমার চক্ষু বন্ধ
তবু অন্ধজনের মূল্য নাই
এই দুনিয়া তোমার মাঝে দেখতে পাই।
পাথরে খোদাই করা
খোদার মেহেরে গড়া
তোমার আখি যুগলে
বুনো জ্যোস্নার খেলা
প্রজাপতি জোনাকির ভীরে
বসন্ত বন্ধনা পুষ্পের মেলা
এমন মায়াবী চোখের পানে চেয়ে
একট জীবন কেটে যাবে।
©somewhere in net ltd.