নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ভাবুন একবার ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১


বাংলা কিছু গান যদি সত্যি সত্যি ফলে যায় কি অবস্থা হবে ভাবনুতো একবার ?

১। কথা যদি শুরু করি / শেষ তো হবেনা
আগুন যদি জ্বলি/নিভানো যাবেনা।
গানের এই পর্যায়ে এসে গায়কের গায়ে যদি সত্যি সত্যি আগুন ধরে যায় কি হবে অবস্থা। ভাবনু একবার ?

২। হায়রে মানুষ রঙ্গিন ফানুস
দম ফুড়াইলে ঠুস
তবুও ভাই কারোরি নাই একটু খানি হুস
গানের এই পর্যায়ে এসে গায়ক যদি সত্যি সত্যি মারা যান কি হবে অবস্থা। ভাবনু একবার ?

৩। বিধি আমার এ চোখ অন্ধ করে দাও .............................
গানের এই পর্যায়ে এসে গায়ক যদি সত্যি সত্যি অন্ধ হয়ে যান কি হবে অবস্থা। ভাবনু একবার ?

৪। বৃষ্টিরে বৃষ্টি আয়না ঝড়ে
ভিজা কাপড়ে লজ্জা করে
গানের এই পর্যায়ে এসে গায়ক যদি সত্যি সত্যি বৃষ্টিতে ভিজে যান কি হবে অবস্থা। ভাবনু একবার ?

৫। পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
গানের এই পর্যায়ে এসে গায়কের যদি সত্যি সত্যি আর চোখের পলক না পড়ে তবে কি হবে অবস্থা। ভাবনু একবার ?

৬। বয়স উন্নিশ বিশ কুড়িরে
চোখে যেন চাক্কু ছুরিরে
গানের এই পর্যায়ে এসে গায়কের চোখে যদি সত্যি সত্যি ছুরি বসে যায় তাহলে কি হবে অবস্থা। ভাবনু একবার ?

৭। বন্ধু তিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না। বন্ধু তিন দিন
গায়ক যদি সত্যি সত্যি তিন তার বন্ধুর দেখা না পান বাড়ি গিয়ে কেমন হবে অবস্থাটা। ভাবনু একবার ?

৮। মন চোর তুমি যে মন চোর
আমার এ মনটা তুমি করেছ চুরি.......................
গায়ক যদি সত্যি সত্যি আপনার মন চুরি করে কেমন হবে অবস্থাটা। ভাবনু একবার ?

৯। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা
পিড়িতের খেতা দিয়া জাইত্তা ধইরা মাইরালা।
গানের এই পর্যায়ে এসে যদি কেউ গায়ককে সত্যি সত্যি দাও দিয়ে আঘাত করে তবে কি হবে অবস্থা। ভাবনু একবার ?

১০। বুকটা ফাইট্টা যায়
বুকটা ফাইট্টা যায়/ বন্ধু যখন বউ লইয়া...............
গানের এই পর্যায়ে এসে গায়কের বুকটা যদি সত্যি ফেটে যায় তা হলে কেমন হবে। ভাবনুতো একবার ?





মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কিছু গানে কিছুই হবে না কেননা এমন হচ্ছেই তো!
আর কিছু রূপক গানে সত্যি হয়ে গেলে বিপদ আর বিপদ..............

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি হয়ে গেলেই তো বিপদ। ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার সব প্রিয় গান। সাথে লিংক দিলে ভালো হত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার প্রিয় গান জানা হলো। ভাল থাকবেন সত্যের ছায়া।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

কুঁড়ের_বাদশা বলেছেন: বুকটা ফাইট্টা যায়/ বন্ধু যখন বউ লইয়া...

আমার প্রিয় একটা গান । :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি, হা হা...........অনেকেরই প্রিয় গান এটি।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়েছে তো! ফিরোজ সাইঁ স্টেজে যখন মারা যান তার গান গাইছিল , "এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইবো রঙ তামাশা...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মর্মান্তিক। তথ্যটা ভুলেই গিয়েছিলাম, মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: এ গানগুলো কোথায় হারিয়ে গেল ! এ সময় এ গানগুলোই ভীষণ জনপ্রিয় ছিল। :P গানগুলোর লিংক দিলে আরো ভালো হতো !!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক সময়ের জনপ্রিয় গান অন্যসময়ে এসে হারিয়ে যাবে এটাই তো নিয়তি। আমরা মাঝে মাঝে পুরান গান মনে করবো আর নস্টালজিয়ায় হারিয়ে যাব। কি বলেন ?

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: পুরাতন জিনিষের দাম সবসময় আছে !! :P আগের গানগুলো মৌলিক ছিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু গান চিরকালীন। কিছু গান সমকালীন। কিছু গান ক্ষনিকের, কিছু গান সব সময়ের। কিছু কিছু মৌলিক গান এখনো হচ্ছে কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না বিভিন্ন কারণে। আপনি ভাল আছেন তো ?

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!! আপনিও ভালো আছেন নিশ্চয় !!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা , এক প্রকার ভাল আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.