নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
যারা বলে বিবাহ করিব না-তারা কেন বলে ?
আসুন জানিয়া লওয়া যাক সম্ভাব্য কারণ :
কেউ প্রেম করিয়া ছ্যাক খাইয়াছে, তাই এই মন্ত্র যপিয়া যাইতাছে-
এ জীবনে বিবাহ নয় বাপু, এ জীবনে বিবাহ নয়।
কারো কারো প্রতিভা আছে ভীষণ। কিন্তু কোথাও প্রতিভার স্বাক্ষর রাখিতে না পারিয়া শেষ কালে রাগ করিয়া পণ করিয়াছে-বিবাহ নয়।
কেহ বা আবার বলিয়া থাকেন-সংসার সাগরে ঝাঁপ দিয়া কেহ কি কূলে উঠিতে পারিয়াছে ? না সংসার করিয়া কেহ সুখী হইয়াছে-এই বলিয়া চির কুমার থাকিবার বাসনা প্রকাশ করে।
কেহ কেহ আবার ঘোর তোর নারী বিদ্বেষী। নারীর কোন কিছুই তাহার ভাল লাগেনা কোন কালে। প্রয়োজন হইলে সে মরিয়া যাইবে কিন্তু কোন নারী কে গ্রহণ করিবেনা। অতএব নো বিবাহ।
কেহ আবার একলা চল একরা চল, একলা চলরে এই নীতি অবলম্বন করিয়া বিবাহ করিতে ইচ্ছুক নহে।
যাহারা সমকামী তাদের কথা আর কি বলিবো-তাহারাতো বিবাহ করিবার যোগ্য নহে।
দুর্ঘটনায় কারো পুরুষত্ব যদি শেষ হইয়া যায় তাহারোও বিবাহ না করিবার জন্য মুখে ফেনা উঠাইয়া ফেলে।
কারো বিশেষ অঙ্গ যদি দুর্বল হয় যে দারাইতে পারেনা-তবে সেতো ঘোর বিবাহ বিরোধী হইবেই। তাই বলে- বিবাহ করিব না, বিবাহ করা ভাল নহে।
আর কিছু কিছু তরুণ দার্শনিক সাজিয়া মিছে মিছি কহে বিবাহ করিলে জীবনে কিছু করিতে পারিবোনা। বিবাহতো বোকারা করিয়া থাকে।
যাহারা লিভ টু-গেদারে অভ্যস্ত হইয়া পরিয়াছে, তাহারো বিবাহ প্রথার বিরুদ্ধে মন্দ যুক্তি দেখাইবে এটাইতো স্বাভাবিক।
সেই পুরাতন কথা বলিয়া শেষ করি-
বিবাহ হইল দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন।
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই তূর্য্য ভাইজান।
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি তিন-তিনটা বিয়ে কইরা পইরা গেছি ফান্দেরে
আমি আর বিয়ে করবো না-ভাই,
কেন বলি- শোন তাই,
যে মেয়েটি লম্বা, তারে
রাইতের বেলায় দেখায়,
তারে লাগে কারেন্টর খাম্বা
যে মেয়েটি খাটো তারে
তাকে লাগে একটু ভাল।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি তিন-তিনটা বিয়ে কইরা, পইরা গেছি ফান্দেরে
বিয়ে আর করবো না-ভাই,
কেন বলি- শোন তাই,
যে মেয়েটি লম্বা, তারে
রাইতের বেলায় দেখায়,
তারে কারেন্টর খাম্বা
যে মেয়েটি খাটো তারে
তাকে লাগে একটু ভালো।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ মজা করে উত্তর দিয়েছেন তো।
তো কবি, কবে বিবাহ করছেন ? নাকি আগেই কাজটা সেরে ফেলেছেন।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, বিয়া হইল দিল্লিকা লাড্ডু হা হা হা
আগে জানলে বিয়ে করতাম না ভাই.....
তবে একটা ছেলে পাইছি, এটা কই পাইতাম! আহ! ছেলের মুখে তাকিয়ে যেন স্বর্গ পাই....
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাইজান, বিয়ে না করেতো উপায় নাই।
বিয়ে করতেই হবে। নয়তো বংশধর আসবে কোথা থেকে।
ছেলেকে নিয়ে দারুণ সুখী হোন, ভাল থাকুন।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭
কালীদাস বলেছেন: বিবাহ হইল দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন।
হ
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই তাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিবাহ হইল দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন।" খাইয়া পস্থানোই ভালো, কী কন?