নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বিপ্লব যুগে যুগে

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২


বিপ্লবীরা যুগে যুগে আসে
মহৎ কর্মের নিমিত্তে হেতু
ক্ষণজন্মে সব জঞ্জাল সাধন করে
তাপরপর হারিয়ে যায়, যেমন ধুমকেতু।

সংগ্রামের রাজ অগ্নি পথে
চিরকার ঢেলে যায় রক্ত
ক্ষমতা লোভীরা এমনি হয়
নরমের যম শক্তের ভক্ত।

বিপন্ন মনবতার চরম সংকটে
মুক্তির দূত সময়ের বিপ্লবীরা
জয়ের মুকুট ছিনিয়ে আনে
নির্ভীক প্রাণের সংগ্রামীরা।

এসো সাম্যের পতাকা তলে
কর্মীরা সব হাতে রাখ হাত
ভালোবেসে মুক্তির ভোর আনি
পেরিয়ে শোষনের কাল রাত।

এসো তুমি-আমি আমরা মিলে
পৃথিবীর আগামীর অতিথির তরে
সংগ্রামে-বিপ্লবে বিশ্বটাকে
সুন্দর-স্বার্থক করে তুলি জীবন ধরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার আহবান । সবাই মিলে সুন্দর পৃথিবী গড়ি ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মন্তব্য।

ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর কবিতা। শুভ কামনা সরকার ভাইয়া।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও আগমনী শীতের শিশিরে ভেজা লাল গোলাপ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.