নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

=তাপসি=

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

তাপসি, কত হৃদয় পুড়িয়েছ প্রেমের অনলে
কত জোড়া চোখ জলে ভাসিয়েছ গোপনে
তুমি জানলেনা, কত সংসার ভেঙ্গেছে অবিশ্বাসের অভিশাপে।

তোমারে না পেয়ে হারায়েছে যুবকের যৌবন
মাদকের নির্মম ছোবলে
অতপরঃ পদার্পন অপরাধ জগতে।

তাপসি, এত এত তরুণের সুখ হনন করে
নদীর মত সাগর সন্ধানে কোথা মিলিয়েছ
ওদের বিরহী মন বারে বারে প্রশ্ন তোলে
এই জনমে তুমি কতটা সুখী হয়েছে ?
তুমি কি সত্যি সুখ পেয়েছ ?

০১/০৩/২০০৯ইং।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাপসি কাব্য পাঠে মুগ্ধতায় ফিরলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অশেষ ধন্যবাদ সুজন ভাই।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: তাপসী কাব্য শোনাবেন বলেছিলেন।
পড়লাম।তাপসীরা নির্মম হয় কেন বলুন তো?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: একজন তাপিসর পিছে যখন যুবকেরা প্রেমের জন্য লাইন দেই তখন সেই তরুনী অহংকারী হয়ে উঠে। প্রেম করে একজনের সাথে প্রেমের নামে অভিনয় করে ১২ জনের সাথে।

অবশেষে সবাইকে কচু দেখিয়ে প্রতিষ্টিত কাউকে বিয়ে করে। ওরা খনও খনও নির্মম হয় বাস্তবতার কারণে কখনও বা মনের খেয়ালে।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২

সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুক তাপসীরা...

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাপসীদের ফাঁদে পা দেবেননা।


ধন্যবাদ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: তাপসীদের খুব ভালো বলা যাবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই না।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

ফারহানা শারমিন বলেছেন: ভাল লাগল।পারলে তাপসদের নিয়েও কিছু লিখবেন আশা করি।শুভ কামনা রইল

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন।

তাপসরাও বাদ যাবেনা। লিখব তাদের নিয়েও।

ধন্যবাদ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

মনিরা সুলতানা বলেছেন: একজন তাপসী কত জনের হবে ???
তাকে থাকতে দিন না , নিজের মত ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত ।

আসলেই একজন তাপসি কত জনের হবে।

এজন্যই তাপসীরা কারো কাছেই ভাল হতে পারেনা। সবাই তাকে চায়।

ধন্যবাদ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাপসী মানে কি?

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাসপি একজন তরুণীর নাম।

আর যে নারী তপস্যা করে তাকে তাপসী বলে।


ধন্যবাদ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া অতীব মুগ্ধ হইয়াছি। :)

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্য আমাকেও মুগ্ধ করল বাদশা ভাই।


ভাল থাকুন।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তাপসীরা বুঝে না ভাই!!

খুব সুন্দর বলেছেন কাব্যে

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝে না সে বুঝেনা।


ধন্যবাদ।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

জাহিদ অনিক বলেছেন:

না পেয়ে শেষে অপরাধ জগতে!
এটা খুব নেতিবাচক।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাও এক প্রকার বাস্তবতা। তবে সবার ক্ষেত্রে নয়।


ধন্যবাদ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ধ্রুবক আলো বলেছেন: তাপসীরা সুখীই হয়। এর জন্য মাদক কোনো সমাধান না।

ভালো লাগলো +।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাইতো সুখী হতে চায়.............

না মাদক কোন সমাধান নয়, অপরাধে জড়িয়ে যাওয়াও সমাধান নয়।


সুন্দর থাকুন ধ্রুবক আলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.