|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ঈমান বিক্রি করে দিয়েছে মুসলিম
চুমোয় ভরিয়ে দেয় বিধর্মীর হাত
অজেয় আলেপ্পো আজ ধ্বংশলীলায় প্রকম্পিত
কচুকাটা মুসলিম দেহ দেখে সভ্যতা লজ্জিত।
ধর্মকে গালি দিয়ে ছোঁড়ে যে বুলি-
তাতেই নাকি দুনিয়ার চরম উন্নতি ?
বেদ্বীনের কোমল আস্তিনে ঢাকা পড়েছে দালালের মুখ
অতীত-ঐতিহ্য সবকিছু জলাঞ্জলি দিয়ে খোঁজে সুখ।
দ্বীন থেকে সরে গেছে আমাদের চেতনা
মরীচিকার পিছে  পিছে অযথা ঘুরছি মিছে
ইসলামের সোনালী দিনের মত সালাউদ্দিন আউয়ুবী বিস্মৃত ইতিহাস
তাইতো অজানায় অবহেলায় পরে থাকে স্বপ্নহীন স্বজাতীর লাশ।
বোমা বুলটের বৃষ্টি ঝড়ছে অনবরত
আমাদের বিরুদ্ধে বিধর্মীরা ষড়যন্ত্রেরত
বিজ্ঞের হাসি হেসে ধর্মান্ধ বলে আখ্যায়িত করে
অথচ বিবেক বেধে রেখে হাসি একলা অন্ধকার ঘরে।
রোহিঙ্গাদের মত যদি-
বিপন্ন না হতে চাও
হে মুসলিম এখনও সময় আছে হও হুঁশিয়ার
দেখাও তোমার শক্তি-সাহস, ধার ও ভার।
 ২২ টি
    	২২ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ বিজন দা।
ভাল থাকুন।
২|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৩|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:৪৬
আটলান্টিক বলেছেন: আপনি ভূত এফএম শুনেন মাইদুল ভাই?
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১১
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: আগে নিয়মিত শুনা হত। এখন অনিয়মিত।
বিশেষ করে ডর শেষ হয়ে যাওয়ায় আর তেমন শোনা হয়না।
আপনিও নিশ্চয় শোনেন। এবং হরর গল্প লিখার চেষ্টা করেন নাই নয় কি ?
আমিও ভৌতিক গল্প লিখবো তবে তা হবে সত্য ঘটনা অবলম্বনে।
৪|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:০২
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:০২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি যদি ভাল হয়ে থাকে, আপনার ভাল লেগে থাকে, তবে ধন্যবাদ।
৫|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৪
আটলান্টিক বলেছেন: জ্বি ভাইয়া ডর মাত্র ১৭০ টা পর্বে শেষ হয়ে যাওয়ায় আমিও কষ্ট পেয়েছি।আমার কখনো মনে হয়নি যে ডরে কোন মিথ্যা ঘটনা বলছে।এখন ভূত এফএম খুব শুনি।
 আপনার ভৌতিক গল্পের অপেক্ষায় আছি ভাইয়া।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ডর কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই নিয়ে আমি একটা পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু পরে আর দেওয়া হয়নি।
এত জনপ্রিয় একটা অনুষ্টান কেন এভাবে বন্ধ হয়ে গেল জানিনা ?
গল্প লিখবো বলে ভাবছি কিন্তু কবে নাগাদ লিখা হবে বলতে পারছিনা।
ততদিনে আপনার নতুন গল্প নিশ্চয় পাব তাই না আটলান্টিক ভাই ?
৬|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৭
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:১৭
তারেক_মাহমুদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে মাইদুল ভাই, বক্তব্য পরিষ্কার বোঝা যাচ্ছে।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২৫
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝতে পারার জন্য ও প্রশংসার জন্য ধন্যবাদ তারেক ভাই।
৭|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫০
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই কাব্যকথায়।
 মুসলিমদের মধ্যে লোভ আর ক্ষোভ দুটোর মাত্রাই বেশি, ঐক্যের খুবই অভাব, মতাদর্শের ভিন্নতা, সবকিছুই সামগ্রিকভাবে দায়ী পিছিয়ে পড়ার জন্য।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্য ও সঠিক মন্তব্য করেছেন।
ধন্যবাদ ও শুভকামনা।
৮|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৪৪
এম এম করিম বলেছেন: সত্যকথন। 
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৮
২৮ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ১:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম ও ধন্যবাদ।
৯|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৪১
২৮ শে জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৪১
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লিখেছেন +।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৮
২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রশংসায় কৃতজ্ঞতা।
ধন্যবাদ।
১০|  ২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৪
২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৪
কবীর বলেছেন: মনবতার জয় হোক !
ভালো লিখেছেন ।
শুভ কামনা রইল ভাই।
  ২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৯
২৮ শে জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা কবি, মানবতার জয় হোক।
আপনি ভাল থাকবেন।
ধন্যবাদ।
১১|  ২৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৪:২১
২৯ শে জানুয়ারি, ২০১৮  ভোর ৪:২১
আবু তালেব শেখ বলেছেন: সার্থের জন্য মুসলমান রা আজ কেন? অনেক আগে থেকেই বিভক্ত। একটা নারীর জন্য রাজ্য ত্যাগ করতে পারে কিছু অর্থের জন্য নিজের জাত ভাইকে বিধর্মীদের হাতে সমর্পণ করতে দিধা করেনা। দ্বীন থেকে সরে গিয়ে বেদ্বীনের সাথে হাত মেলায়।
  ২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৪
২৯ শে জানুয়ারি, ২০১৮  সকাল ৯:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অতি সত্য কথা বলেছেন।
তাইতো আজ আমাদের এই দুরাবস্থা।
আল্লাহ্ মুসলিমদের আরও দ্বীনদার হওয়ার তৌফিক দান করুন।
ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৬
২৮ শে জানুয়ারি, ২০১৮  সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: সুদিন আসুক।
কবিতার মূল সুর বুঝতে পেরেছি।