নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মৌমুমুর খোঁজে---------------

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩০




অনেক অনেক দিন হল - রাত দিনের চক্রাকার আবর্ত চলছে নিয়ম অনুসারে। কিন্তু মানুষের মন কোন নিয়ম নীতি মানেনা। কখন কার মন ভাল থাকে, কখন খারাপ থাকে বুঝা মুশকিল। তাইতো কি কারণে যেন ব্লগার মৌমুমু আপু সেই যে গেলেন আর ফিরে এলেন না।

এর আগেও তিনি ডুব দিয়েছিলেন কিন্তু আবার ব্লগে ভেসেও উঠেছেন। এবার আর সে লক্ষণ দেখা যাচ্ছেনা।

আমরা তার প্রেমের ও বিরহের কবিতার স্বাদ নিতে পারছিনা। ইংরেজী নতুন বছর এলো-তিনি ব্লগে এলেন না। বাংলা নতুন বর্ষও দ্বার প্রান্তে তবুও তার দেখা নাই।

তিনি কারো অপেক্ষায় আছেন এটা তার লেখায় ও কবিতায় প্রবলভাবে প্রকাশ পায়। তিনি যাকে যান তাকে যেন পান সেই কামনাই করি।
এবং তিনি তার চাওয়া পেয়ে গেলে ব্লগে সমহিমায় ফিরবেন এটাই আশা।

সর্বশেষ অর্কমানিকের লেখা-আজ তোমার বিয়ে নামক পোস্টে মন্তব্য করেছেন ০৪ জানুয়ারি/১৮ ইং তারিখ।

তার সাথে যদি কারো যোগাযোগ থাকে তবে ব্লগে আসার জন্য বিনীতভাবে বলা হলো।

আর সকল ব্লগাদের জন্য একটি কথা বলি- যে কোন কারণে আপনারা যদি কখনো ব্লগ ছেড়ে চলে যান তবে একটিমাত্র পোস্ট অত্যন্ত নিজ ব্লগ বাড়িতে রেখে দিবেন। যাতে অন্যরা আপনার খোঁজ -খবর নিতে চাইলে, সেখানে কিছু কথা রেখে আসতে পারে। অন্যথায় কিছু করার থাকেনা শূণ্য ঘর থেকে শূণ্য হাতে ফিরতে হয়।

মৌমুমু আপুর ভাললাগার ফুল কাঠগোলাপ ও আমারা অপেক্ষায় রইলাম তার ফিরে আসার-




ছবি : মৌমুমুর প্রপিক ও মোবাইলে তোলা কাঠগোলাপ।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: সময়ের বিবর্তনে হয়তো অনেকে হারিয়ে যান।আবার কেউ কেউ কর্মব্যস্ত হয়ে পড়েন।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা বাস্তব ও সত্যি।

কিন্তু দুঃখ হচ্ছে-ব্লগ ও ব্লগাররা যে কি পরিমাণ মিস করছে সেটা তারা বুঝতে পারেননা তাদের ব্লগ বাড়ি শূণ্য করে ফেলার কারণে।

ধন্যবাদ সোহেল ভাই।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

রোকনুজ্জামান খান বলেছেন: তাই নকি .
আপু ফিরে আসুক
সেই কামনাই করি।
ভালো থাকবেন ।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরাও তাই চাই।

ধন্যবাদ।

আপনিও ভাল থাকুন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সব পুরনো ব্লগাররা ফিরে আসুন।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবেই হবে ব্লগ চাঙ্গা

রবেনা কারো হৃদয় ভাঙ্গা।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬

তারেক_মাহমুদ বলেছেন: সামু পাগলার খোজ চেয়ে একটা পোষ্ট দেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনিতো আড্ডাঘরের খোঁজ খবর নেন মাঝে মাঝে।

তাই পোস্টের কি প্রয়োজন ?

ধন্যবাদ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আড্ডাঘর জিনিসটা কি?

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু পাগলা নামের আপু ব্লগে একখান আড্ডাঘর নামে পোস্ট দিয়েছেন- ইহার বর্তমান সংখ্যা ০৪।

সেখানে প্রতিদিন বিভিন্ন বিষয়ে আড্ডাচলে আমাদের।

লিংক-আড্ডাঘর

আপনিও অংশগ্রহণ করুণ।

ধন্যবাদ প্রান্ত ভাই।



৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারছি, আপুর ফিরে আসার কামনা করি।আশাকরি আপু নিজে পোষ্টটি লক্ষ্য করবেন।
শুভেচ্ছা নিয়েন।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার কথা সত্য হোক। তিনি পোস্টটি পড়ুন ও ফিরে আসুন।

ধন্যবদা ভাই।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: অনেক ব্লগার আছেন। তারা কেউই হারিয়ে যায়নি। অনেকে রাগ অভিমান করে সরে গেছেন। ব্লগার ধরে রাখতে হয়।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিমান ভুলে নতুন করে ফিরে আসুন।
কে কার জন্য কত টুকু করে, আমরা চেষ্টা করছি ওনি ফিরে আসুন।
ধন্যবাদ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


এরা নীরবে কোথায় চলে যান?

কিছুদিন ব্লগের বাইরে থাকার দরকার হলে, সবাইকে জানিয়ে গেলে ভালো হয়!

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানিয়ে গেলেতো ভাল।

মাঝে মাঝে উকি ঝুকি দিলেতো বুঝা যায় আছেন।

একেবারে গেলেতো সমস্যা।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্তমান কঠিন সময় পার করছে সকল ব্লগ অঞ্চল
কাঠখোট্টা অঙ্গনে লেগেছে ভাঙ্গন,
এর জন্য দা্য়ী কিছু আভাজন,
দরকার তাদের বিয়োজন।
আছেন কোন স্বজন?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: যা দিনকাল পড়েছে,

কে কবে কখন কেটে পড়ে বলা যায়না।

সকলে মিলে মিশে থাকি, একে অন্যের খোজ রাখি।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যে চলে গেছে তার জন্য সমবেদনা,।

নতুনদের ধরে রাখার জন্য, ব্লগাররা কি কিছু করছে???

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনরা টিকে থাকার জন্য লড়াই করবে।

আমরা অনুপ্রেরণা দিতে পারি।

খোজ খবর নিতে পারি। কিন্তু মূল কাজ করতে হবে নিজেকে।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপু ফিরে আসুক-এই কামনা থাকল।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কামনা বাস্তব হোক।
ধন্যবাদ ভায়া।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে মৌমুমু এর স্বমহিমায় প্রত্যাবর্তন কামনা করছি।
অন্যথায় কিছু করার থাকেনা। শূন্য ঘর থেকে শূন্য হাতে ফিরে আসতে হয় - কথাটা সুন্দর বলেছেন, ঠিক বলেছেন।
এরা নীরবে কোথায় চলে যান? কিছুদিন ব্লগের বাইরে থাকার দরকার হলে, সবাইকে জানিয়ে গেলে ভালো হয়! চাঁদগাজী এর এ মন্তব্যটার সাথে আমিও একমত।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা চাই উনি ফিরুক, স্বমহিমায় ফিরুক।

বলে কয়ে গেলে ভাল।

অন্যথায় আমরা এভাবে স্মরণ করবো।

ভাল থাকুন।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: অনেকেই হারিয়ে যায়............!!

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: হারানো বিজ্ঞপ্তি আর নিখোজ সংবাদে
কখনো কখনো কি সব ফিরে পাওয়া যায়......................

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




মৌমুমু হয়তো আবার আসবেন, কৃষ্ণচুড়ার মৌতাতে মাতিয়ে ।
তাঁর মতো হয়তো আসবেন অনেকেই ।

সামু যে একটা বাঁধাবন্ধনহীন সত্যিকারের পরিবার তা আপনার এই লেখা আর ব্লগারদের মন্তব্যেই ফুটে উঠেছে ।
ডুব দেয়া সহব্লগারেরা এর নেশা , এর মায়া কাটাবেন কি করে ?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সত্যি এ বড় মায়ার বাধন
সহজে ছেড়া যাবেনা করেও সাধন।

ফুলের মৌ মৌ ঘ্রাণ নিয়ে ফিরে আসুক মৌমুমু।

ধন্যবাদ।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



কৃষ্ণচুড়ার ফাগুন রাঙা কোনও এক প্রভাত বেলায় দেখবেন, মৌমুমু ফিরে এসেছেন আবার।

হারিয়ে যাওয়া কাউকে স্মরন করে সুন্দর একটি পোস্ট দেয়ায় ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের সবার চাওয়াকে পূর্ণ করে
মৌমুমু ফিরুক ব্লগ আলো করে।

সুন্দর মতামত।

ধন্যবাদ।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: মৌমুমু ফিরে আসুন।হ‍্যাপী ব্লগিং।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হারিয়ে যাওয়া ও পুরনোরা ফিরে আসুক
ব্লগ হোক সুন্দর সুখের।

ধন্যবাদ।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুম, কিছু পরিচিত ব্লগার না আসলে মিস করা হয়।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মিস করছি আমরা সবাই

ধন্যবাদ অয়ন ভায়া।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: মৌমুমু সামুতে আবার ফিরে আসুক.....! :)

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ফিরে আসুক।

ধন্যবাদ।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: নিয়মিত ব্লগারদের অনুপস্থিতিতে ব্লগ অলস হয়ে পড়ে মনে হচ্ছে।

মৌমুমু আপুর ফিরে আসার কামনা।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন ।

ধন্যবাদ।

২০| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: উনি ফিরে আসুন ।

ব্লগার মলাসইলমুইনার ব্লগে সব পোষ্ট সরানো দেখছি । ওনাকেও দেখছি কোথাও মন্তব্য করতে । কারণ বুঝতে পারছি না ।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৌমুমুর ফিরে আসার কামনা ব্যক্ত করায় ধন্যবাদ আপু।

মলাসইলমুইনা ভাইয়ের আবার কি হলো। দেখি ওনার ব্লগে ...................

ধন্যবাদ।

২১| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৭

মৌমুমু বলেছেন: আমি সত্যি অবাক হয়েছি যেদিন আপনার এই পোষ্ট টা পড়েছিলাম। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়েছে আপনার এবং সবার মন্তব্য পড়ে। সবাই আমাকে এভাবে মনে করবেন ভাবিনি কখনো। অনেক দিন ব্লগে ঢুকতে পারিনি। তারপর ভি পি এন দিয়ে ব্লগে ঢুকলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় একবছরেরও বেশি হলো এই পোষ্টটী কিন্তু আমি কেন এত দেরিতে দেখলাম!!! কিছু সম্পর্ক মনের আর আত্মার। আসলেই আমি লাকি..।
ভালো থাকবেন..

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক অবশেষে আপনাকে আবার ব্লগে পেলাম। তাও আবার এই পোস্টে।

এই পোস্টটি যে আপনি পড়েছেন জেনে ভাললাগলো।

ব্যক্তিগত মান-অভিমান, সুখ-দুঃখ থাকবেই। তবুও আমাদের ব্লগীয় ভালবাসা যেন না ফুরায়।

আমরা ভাল আছি। কিন্তু সামুর এই দুর্দিনে অতটা ভালও নেই বলা চলে।

সুখে থাকুন, ভাল থাকুন। মাঝে মাঝে ব্লগ লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.