নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

হাত দু’টি ধর

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২




হাত দু’টি ধর
হেসেছি পুষ্পের হাসি
এই হাত ছেড়নাকো তুমি
মোরা জনম জনমের সাথী
পরাণে প্রেমের ফুল ফুটিয়েছি আমি
একজন প্রিয়জন
তুমি মনে কর।।

হাত দু’টি ধর
হারিয়ে যেতে দিও না আর
ঘাসের বাগিচায় কুয়াশায় ভেজা
নব-প্রেমের স্বপ্ন-ঢেউয়ে
বুকের রক্ত তাজা
একজন প্রিয়জন
চোখের ভাষাটুকু পড়।।

জানেমন জাহানের সবটুকু ভুলেে
এক জীবনে আমাকে ছেড়ে যেওনা
বেঁচে রবে যতদিন ভবে
কথা দাও মোরে ভুলবেনা
একজন প্রিয়জন
জীবনের গান কর।।

হাত দু’টি ধর
হাজার তারায় মেলায়
প্রণয়ের কবিতায় কেন ভুল কর?
তুমি কাছে এলে
বেঁচে থাকার সাধ বেড়ে যায় আরো
একজন প্রিয়জন
পর হয়না কারো।।

হাত দু’টি ধর
মান-অভিমান ভুলে
জড়াই দু’জন স্নেহের বাঁধন
চির জনমের বাসনা
একই ডালে ফুল যেমন আপন
একজন প্রিয়জন
বিশ্বাস হয় বড়।।




ছবি : সমকাল পত্রিকার কালের খিয়া থেকে মোবাইলে তোলা।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

জুন বলেছেন: ভালোলাগলো আবেগময় ভালোবাসার আকুতি ভরা কবিতাটি ।
+

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা পাঠ, মন্তব্য ও + এ উৎসাহিত করলেন জুন আপু।

ভাল থাকুন সব সময়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



দারুন রুমান্টিক কবিতা। +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয় কাওসার ভাই

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন:



যে হাতে তুমি দেখিয়েছ প্রেমের ঠিকানা
যে হাত দিয়ে বাহুডোরে আনন্দে ঝাপটে ধরেছিলে
কখনো ভাবিনি আমি সে হাত ছাড়তে হবে,
আমায় একা করে চলে গেলে পরকালে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো বিরহে বিরহী আমি
অসীম নীলিমায় তোমায় খুঁজি।


কাব্যিক মন্তব্যে ধন্যবাদ হাবিব ভাই।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

রাকু হাসান বলেছেন:
মাইদুল ভাইয়া ,
আপনি তো অনেক রোমান্টিক ;)
দারুণ রোমান্টিক একটি কবিতা দিলেন । সুখপাঠ্য ও আবার ।+ :)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাকু ভাই-

বিজন দা বললেন বেশি বেশি কবিতা লিখতে । তাই আজ এই পোস্ট। তাছাড়া ইদানিং ব্যস্ততায় আমার কবিতা লিখা ও পোস্ট কমে গেছে।

আপনার এমন আন্তরিক মতামত আমাকে মুগ্ধ করলো।

ধন্যবাদ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

স্রাঞ্জি সে বলেছেন:
ব্যস্ততা কাটছে নাকি....

কালের খেয়া মনে হয়...


হাত দুটি অন্যের হাতে গিয়ে যেন অপবিত্র না হয়।

কবিতায় +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্যস্ততা কিছুটা কেটেছে।

ঢাকা থেকে পরশু রাতে আসলাম। অফিসে কাজ কমে আছে এগুলো শেষ করছি।

কালের খেয়ার পড়া হয় তাই ছবিও তুলে রাখি প্রচ্ছদ সুন্দর হলে।

আপনার কি খবর ? কি করছেন ?

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুলভাইয়া,

বেশ রোমান্টিক মনটি আপনার ।

শুভকামনা রইল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ প্রসংশা করলেন ভায়া।

ভাল থাকুন।

ধন্যবাদ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: উ
এই যে
মাইদুল ভাই।


হু, ভাল...

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ভাল থাকুন এটাই প্রত্যাশা।

কোন ছবি পাঠিয়েছেন নাকি ? ছবিটা দেখতে পাচ্ছিনা ?

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

মোস্তফা সোহেল বলেছেন: কথা দিয়ে কথা রাখার লোক কম।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলেতো বলতে হয়-যে জন কথা দিয়ে কথা রাখেনা, তার সাথে নেই লেনা দেনা।


ধন্যবাদ সোহেল ভাই।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

স্রাঞ্জি সে বলেছেন:


এখন পড়তেছি...... কালের খেয়া।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: এবার দেখা যাচ্ছে, আগেরটাও।

আমিও প্রায় প্রতি শুক্রবার কালের খেয়া পড়ি।

দুপুরে ঘুমানো হয়না ?

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

সৈয়দ ইসলাম বলেছেন:
মাইদুল ভাই,
কবিতাটা ভাল লেগেছে। এটা তোমার জন্য

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি কিউট ইদুর! একেবারে বিড়ালের মত দেখা যাচ্ছে।

ধন্যবাদ। কিন্তু ইদুর আমার পছন্দ নয়।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:
ঈদুরটা ব্যাগে প্রবেশ করলো কিভাবে? B:-)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা কি ফটোশপের কারসাজি না কি অর্জিনাল ছবি সেটাইতো জানিনা ।

হয়তো কোভাবে ঢুকেছে বা ওটাকে ঢুকিয়ে ছবি তোলা হয়েছে।

কেমন আছেন সৈয়দ ইসলাম ভাই ?

আপনাকে দেখলেই সৈয়দ হকের কথা মনে আসে !

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

আরজু পনি বলেছেন: হাত ধরা ব্যাপারটাতে অনেক আবেগ, ভরসা থাকে।
কবিতায় ভালোবাসা বেঁচে থাকুক।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন আপু। আসলেই তাই।

ভালবাসা বেঁচে থাকুক।

ধন্যবাদ।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:
জ্বি না... খুব কমই ঘুমা হয়..

কালের খেয়া প্রতি সপ্তাহে কিনা হয়... একটা কথা কি জানেন পত্রিকা আমি খুব কমই পড়ি। শুধু কালের খেয়ার জন্য পত্রিকা কিনা হয়। B:-/

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি প্রতিদিন ২-৩টা পত্রিকা পড়ি সবই অফিসের।

আর শুক্রবারে কালের খেয়ার জন্য সমকাল কিনি। আর ঘুম মিস করি। শুক্র শনি ছাড়া দুপুরে ঘুমানো দিবাস্বপ্ন এখন।

কালের খেয়ায় কোন লেখা পাঠিয়েছিলেন ?

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

সৈয়দ ইসলাম বলেছেন:
সেটা তো অনেক ভাল, তবে সেটা হওয়া সম্ভব না। আমি এক নালায়েক আর সৈয়দ শামসুল হক ছিলেন একজন মহান লেখক ও শৈল্পিক সৃষ্টিকারী ব্যক্তি।

আমি চমৎকার আছি, আপনি কেমন আছেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও চেষ্টা করে যান।

এইতো ভালই আছি।

চমৎকার থাকুন। ধন্যবাদ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজীব ভাই কেমন আছেন ? প্রতিদিন আপনার লেখা দেখি, পড়ি।

প্রায় প্রতিদিন আপনার পোস্ট থাকে আলোচিত পাতায়। খুব সুন্দর সময় যাচ্ছে আপনার। দারুন ব্লগিং করছেন।


ধন্যবাদ।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

নজসু বলেছেন: হাতে হাত রেখে চলা অব্যহত থাক আজীবন।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই হোক ভাই।

ধন্যবাদ।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: একবার হাত ধরতে পারলে আর কখনই ছাড়বে না আশা করি। শুভ কামনা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনই বিশ্বস্ত ও ভাল মানুষের হাত ধরুন যা আর কখনো ছাড়তে না হয়।

ধন্যবাদ

ভাল থাকুন প্রভা আপু।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১

এ.এস বাশার বলেছেন: রমান্টিক কবিতা..... পড়ে সুখ পেলাম মাইদুল ভাই.....

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কৃতজ্ঞতা বাশার ভাই।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.