নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত ও সুন্দর প্রোপিকের ব্লগারগণ-০১

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮



অনেক অনেক ব্লগার ছিলেন এই ব্লগে এখন আছেন পুরাতন ও নতুন মিলে অনেকে। যারা একসময় ব্লগ মাতিয়েছেন তার আজ কে কোথায় কে জানে ? পুরনো কোন পোস্টে গেলে দেখা যায় বাহারী সব নাম ও প্রোপিক। ব্লগারদের অদ্ভুত ও সুন্দর প্রোপিকগুলো কেন যেন কদিন থেকে খুব টানছে। সেই ভাবটার পূর্ণ রূপ দিতেই ব্লগ সাগরে সাতরিয়ে কিছু তুলে এনেছি আপনাদের জন্য। একেবারে লিংকসহ যাতে ইচ্ছে হলেই ঢু মারতে পারেন, মতামত দিয়ে আসতে পারেন বা অবসরে পড়তে পারেন তাদের লিখনী।

কে জানে একদিন আমরা স্মৃতি হয়ে গেলে কেউ এমনি করে আমাদেরও খুঁজবে এই ব্লগ সমুদ্রে।


১ ।


শিশিরের বিন্দু ২০১৫ সালে সর্ব
শেষ পোস্ট দিয়েছেন।

২।


কাকঁন ২০১৩ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৩।

ছন্দ্বহীন ২০১১ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৪।


শোশমিতা ওনার ব্লগ বাড়ি শূন্য।

৫।


ইসরা007 ২০১৩ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৬।


মুনসী1612 ২০১৬ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৭।


মাহী ফ্লোরা ২০১৪ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৮।


আহমেদ সালাউদ্দিন
২০১৭ সালে সর্বশেষ পোস্ট দিয়েছেন।

৯।


শ্রাবণী
ব্লগবাড়ি শূণ্য করে রেখেছেন।

১০।

নৈশচারী
সর্বশেষ পোস্ট ছিল-২০১০ সালে।

আসলে যেন ব্লগের লেখার শেষ নেই, পড়ার শেষ নেই। ক্লিক করলেই হলো একটার পর একটা ভেসে উঠে লেখা। শুধু কি লেখা-লেখকের সাথে কথোপকথন। মন্তব্য প্রতি মন্তব্য আর আলাপন চলতেই থাকে। ব্লগার ও কবি বিজন রয়-কে ধন্যবাদ তার সর্বশেষ পোস্টের সূত্র ধরেই অনেক অনেক লেখা পড়া হলো। অনেক ব্লগারদের জানা হলো। আসলেই মানুষ থাকেনা কিন্তু থাকে তার কীর্তি থাকে স্মৃতি।
আগামীর নতুন দিনের নতুন ব্লগাদের মাঝে আমরাও হবো স্মৃতিপাঠ। যারা আজ জীবনের রসায়নে বয়ে চলছি জীবন সময়ের স্রোতে।

মন্তব্য ৬৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা ...... অামারটা সুন্দর না? আমারটা নিজের।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরনোদের নিয়েই এবারের কাজটা। সামনে কোন পর্বে নতুনরাও আসবে।

ধন্যবাদ দাদা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

সৈকত জোহা বলেছেন: আমার প্রো-পিকও দারুণ ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর লিস্টে আসবেনা। নায়কের ছবিতো তাই।

ধন্যবাদ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! অভিনব উদ্যোগ।

শুভকামনা প্রিয় মাইদুলভাইকে।


০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ দাদা আপনাকেও।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: এখানে উল্লেখ করা সবাইকে আমি জানি।
আমিও এরকম একটি পোস্ট করবো একদিন।

এখানে বলা কয়েকজনের কবিতা আমার মেষ পোস্টে দিয়েছি।

ভাল কাজ করেছেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি দেখেছি দাদা। কত আগে থেকে আপনি একটিভ।

ভাল থাকুন।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

এখন

ভাবতেছি

আমিও একটা টাঙাই দিমু অদ্ভুতুড়ে প্রোপিক ।

গল্প সঙ্কলনের আদ্যোপান্ত জানতে গিয়ে এদের নিকের লগে মোলাকাত হইছেলু.....

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না স্রাঞ্জি আপনার প্রোপিক পাল্টানোর প্রয়োজন নেই।

হেলাল হাফিজকে নিয়ে দ্রুতই পোস্ট দিন।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

আরোগ্য বলেছেন: কে জানে একদিন আমরা স্মৃতি হয়ে গেলে কেউ
এমনি করে আমাদেরও খুঁজবে এই ব্লগ সমুদ্রে।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতেও পারে এমনাটা।

খুব ভাল লাগলো আমারই কথা দিয়ে আমাকে করা এই মন্তব্য।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো চেষ্টা
চলতে থাকুক নিরন্তন ।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাকে কোন ছবি উপহার দিলেননা যে !

আপনার এই সবাইকে ছবি উপহার দেওয়াটা খুব উপভোগ করি।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এর পরের ভার্সনে আমার ছবি না আসলে কিন্তু খবর আছে, বলে রাখলাম কিন্তু।

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথা দিলেতো কথা রাখতেই হবে।

ধন্যবাদ কা ভা ভাই।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

বাকপ্রবাস বলেছেন: কারো কারো দেখি লিষ্টে নাম আসার সাধও জাগে, তয় নাম আসতে চাইলে আজকে থেকে নাই হয়ে যেতে হবে, আগামী ৫/৬ বছর পর কেউ একজন পোষ্ট দিবে, শিরোনাম হবে আপনে কোথায়?

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত সাধ জাগে মোর মনে
জাননা তুমি এই ক্ষণে.........।

ভাল থাকুন।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সময় করে আপনার ব্লগে যাব আগামীকাল।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সৈকত জোহা বলেছেন: এ স্টাইলে ছবি তুলতে পারলে, নিজের ছবি দিব

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা করুন হয়ে যাবে আর তখনই না হয় লিস্টে অন্তর্ভূক্তি করবো। কি বলেন জোহা ভাই ?

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নেয়ামুল নাহিদ বলেছেন: বাঃ একেবারেই নতুন ভাবনার লেখা :)

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজই ভাবনা এলো আজই পোস্ট দিলাম।

ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


কয়েক লাখ ব্লগার রেজিষ্ট্রেশন করেছেন, কিন্তু গড়ে ১০০০ জন সক্রিয় আছেন এখন, মনে হয়

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতে পারে।

সময় সব ঠিক করে দেয় কে কি করবে ?

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: :(

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বড়ই অদ্ভুত, বড়ই সুন্দর।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ফেনা বলেছেন: ভাই আমারটা সুন্দর না!!!

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই সুন্দর। ঢেউ এর উপর আপনি শুয়ে আছেন।

বর্তমানদের লিস্ট করলে ভাবা যাবে।

ধন্যবাদ।

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

নজসু বলেছেন: ব্লগার কেন ব্লগ ছেড়ে চলে যান?
ব্যস্ততা?
নাকি কোন অভিমান।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ ব্যস্ততায়, কেউ অভিমানে, কেউ রাগে, কেউ বিরক্ত হয়ে কারণ যেন শেষ নেই।

ধন্যবাদ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারটা দিবেন কবে :-B

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিতো নতুন আগে পুরনোদের লিষ্ট শেষ হোক।

ধন্যবাদ।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: অন্যরকম পোষ্ট।
ভালো পোষ্ট।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্যরকম ভাললাগা।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



স্মৃতিগুলো উঠে এসেছে স্নিগ্ধ মুগ্ধতায়। সুন্দর প্রচেষ্টায় ধন্যবাদ।

পরের কোনো পর্বে অামি না থাকলেও অাপত্তি নেই, কাভা ভাইকে কিন্তু রাখতে হবে। তার রসাত্মক মন্তব্য ভাল লাগলো। তাকেসহ অাপনার জন্য শুভকামনা।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন নকিব বলেনেছ-

স্মৃতিগুলো উঠে এসেছে স্নিগ্ধ মুগ্ধতায়। সুন্দর প্রচেষ্টায় ধন্যবাদ।

এত সুন্দর করে বেলেছেন যে মন ভরে গেল।

ধন্যবাদ।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

সুদীপ কুমার বলেছেন: ব্যতিক্রমী উদ্যোগ।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঠিক ধরেছেন সুদীপদা।

ধন্যবাদ।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

সৈয়দ ইসলাম বলেছেন:

মাইদুল ভাই,
আমারটা সুন্দর না? দাঁড়াও তোমার খবর আছে! আমার পুরাতন নিক ফেলে নতুন নিকে নতুনত্ব খোঁজছি! আর তুমি কিনা! আসলেই তোমার খবর আছে! X( X((

আগে চা লও! পরে দেখতাছি!

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সৈয়দ ভায়া -
এমন একটা কাপে চা দিলে, পান করতে পারছিনা। ভয় লাগছে কখন আবার গুলি বেরিয়ে আসে।

আপনারটাও সুন্দর।

২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

রাকু হাসান বলেছেন:

পোস্টের সুবাধে আগের কিছু নিকের সন্ধান পেলাম ।ছবিগুলো তো অবশ্যই তো সুন্দর ।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রাকু ভাই।

২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেকেই সময়ের অভাবে ফেবুর প্রভাবে ব্লগে আসার সময় করে উঠতে পারে না । ধন্যবাদ পোষ্টের জন্য

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাও হতে পারে। ধন্যবাদ।

২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার প্রো-পিকটাও কিন্তু সুন্দর! আপনার কী মনে হয়? সুন্দর না?

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। তবে লিস্টে আসার মত না।

ধন্যবাদ অনেক দিন পর আগমন ভাললাগলো।

২৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন: দারুণ একটা কাজ করেছেন । ++

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগামী পর্বগুলোতে পাশে থাকবেন।

ধন্যবাদ দিদি।

২৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আখেনাটেন বলেছেন: এইসব নাম ও প্রোপিক এই প্রথম দেখছি মনে হয়। তবে সুন্দর সবগুলো।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনেরা যাতে পুরাতনদের চিনে তাইতো এই প্রচেষ্টা।

ধন্যবাদ।

২৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার প্রোপিক ভালো না আমি জানি। তাইতো সবাই পিচ্ছি পুচকি বলে :((

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি ছোট তাই আদর করে সবাই পিচ্ছি বলে।

সুন্দর হোক আগামীর পথ চলা।

২৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

এস এম ইসমাঈল বলেছেন: ব্লগ সাগর হাতড়ে হারানো মনি মুক্তা আহরণের আইডিয়াটা বেশ ভাল।আমার প্রোপিক টা একটু দেখেন, নতুন আইডিয়া পাবেন। অনেক ভাল থাকবেন, ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিতো অনেক বছর ব্লগিং করছেন। ভাল থাকুন।

মতামতে ধন্যবাদ।

২৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: ৭ এবং ৮-এর সাথে কিছুদিন ব্লগিং করা হয়েছিল................আরো কিছু দিতে পারতেন।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হারিয়ে যাওয়ার আগে যা দিয়েছেন তাই এখন সম্বল।

ভাল থাকুন দাদা।

৩০| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন: হুহ!
আমার প্রোপিক সবচেয়ে বেশি সুন্দর B-)
:P
=p~

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা সক্রিয় আছে তাদেরটা যখন দিব আপনারটাও আসবে।

ভাল থাকুণ।

৩১| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ , চমৎকার সংগ্রহ আপনার।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্য হলাম আপনার মন্তব্য পেয়ে।

সুখে থাকুন।

৩২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই কিছু লিখেন। শুধু হাসলেই হবে।

ধন্যবাদ।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: কাভা ভাই, আরজু আপু সহ এই পর্যন্ত যারা এখন ব্লগে ফিরে আসেন নি তাদের নিয়ে একটা পোস্ট দিন।
এই বারের পোস্টে কাভা না থাকলে কিন্তু আপনার খবর আছে!!!

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখা যাক। ২য় কিস্তি করলে অবশ্যই রাখবো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.