নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

হাতে আঁকা কিছু ছবি-০৪

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮


মাঝে মাঝে ছবি আঁকি এটা পুরোনো কথা। কথা দয়েছিলাম হঠাৎ হঠাৎ ছবি ব্লগে দিব। আরও কিছু ছবি একেছি- আমি জানি আমার ছবিগুলো এতটা সুন্দর হয়না আবার খারাপও না। পেশাদার শিল্পী হওয়ার বাসনা নেই তবে স্বপ্ন ছিল একসময়। অনেক কিছুই আমরা পারি কিন্তু কোন কিছুতে বিশেষজ্ঞ নই। আর এ কারনেই আমাদের প্রতিভাগুলো বিনষ্ট হয়।

তবুও ভাল লাগার কারণে আঁকাআকি ছাড়তে পারিনা।

-

-

-

১।


ঝিলি মিলি বটের উদাসী পাতা
মনে পড়ে পুরোনো কথা।

২।

হারিয়ে যায় আশা
তোমার চোখ আর ভালবাস।

৩।


তুমি রঙিন পাহাড়ী ফুল
তাইতো আমার এত ভুল।

৪।


মসজিদেতে আযান হলো ভাই
চল সবাই নামাজ পড়তে যাই।

৫।


ফুলতো ঝড়েই যাবে এই তো রিতী
তবু থেকে যায় মনে কিছু স্মৃতি।

৬।


দু’টি মনে লেগে গেছে জোড়া
নাও তুমি উপহার ফুলের তোড়া।

৭।


চাই না দামী সোনা দানা
গাছের পাতা দিয়ে কর গহনা।

৮।


তোমার কানের দুল বলে
চল ভিজি বৃষ্টি-জলে।

৯।


চড়ে ভালবাসার ভেলায়
মেতে উঠি প্রেমের খেলায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

ওমেরা বলেছেন: আমি আর কি বলব আপনি তো বলেছেন ,” বেশী ভাল না আবার খারাপ না মানে মোটামুটি “ জী ঠিক তাই ।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রকৃত সত্য বলার জন্য ধন্যবাদ ওমেরা আপু।

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: ছবি আর কাব্য কথা দুটোই ভালো লাগলো । ++

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরি আপুর আগমন
শুভেচ্ছা স্বাগতম।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ ভালই আকেন আপনি মাইদুল ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শখ বলে কথা।

ধন্যবাদ অনুপ্রাণিত করায়।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

হাবিব বলেছেন: ভালো লাগলো । ++

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ স্যার।

স্যারের প্লাস বলে কথা।

ভাল থাকুন।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

নজসু বলেছেন: আপনার হাতে আঁকা রজনীগন্ধার একটা ছবি মনে হয় আমি উপহার পেয়েছিলাম।
আপনার আঁকার হাত খুব সুন্দর।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা জনসু ভাই রজনীগন্ধ্যাই পাঠিয়েছিলাম।

প্রশসংসায় কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

জুন বলেছেন: আপনার হাতে আঁঁকা ছবিগুলো ভালোই হয়েছে ।
আমি মাইক্রোসফটে একেছিলাম এই ছবিগুলো মাইদুল সরকার ।
দেখতে পারেন সময় পেলে :)
[link|view this link

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার আগমনে ভাললাগা।

এর আগেও আপনার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়েছি।

সময় করে এবশ্যই যাব।

ধন্যবাদ। খুব ভাল থাকবেন।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা ।মাত্র আমার লেখায় আপনার কমেন্টের উত্তর দিলাম এই আঁকা নিয়ে ।
কবিতা ছবিটা সুন্দর সুন্দর !! ভালো আছেন নিশ্চই ?

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার আগমন ভাললাগার প্রত্যাশা বাড়িয়ে দিল।

আসলে এটা শখ ছড়া আর কিছু নয়।

ভাল আছি আপনাদের দোয়ায়।

ভাল থাকুন এই কামনা করি।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

মুক্তা নীল বলেছেন: কাব্যকবিতা সাথে আপনার সুন্দর হাতের অলংকরন। অনেক আগের দিনের কথা মনে করিয়ে দিলেন। প্রফেশনালভাবে শিখলে হয়তো আপনি আরও এগিয়ে যেতেন। ধন্যবাদ সহ শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু প্রফেশনালভাবে আর শিখা হলনা।

মাঝে মাঝে ইচ্ছে জাগে।

অনেক আগের দিনে কি আপনি ছবি আকতেন ?

শুভকামনা অফুরান।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! কি অসাধারণ শিল্প কীর্তি । একরাশ মুগ্ধতা প্রিয় মাইদুল ভাই । +++

শুভকামনা ও ভালোবাসা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় পদাতিক দা

আপনার প্লাস ও মন্তব্যে ধন্যবাদ।

ভাল থাকুন এই প্রত্যাশা।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য রেখে যাওয়ার জন্য ও অনুভূতি প্রকাশে ধন্যবাদ ভাইয়া।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই আমি কিন্তু বেশ ভাল আঁকতে পারি।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও তাই নাকি ?

আপনার আঁকা ছবি দেখার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ ভায়া।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: আমাকে দিয়ে জীবনে কিছুইমহলো না।
ছবি আঁকতে পারি না।
গান গাইতে পারি না।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একজন ভাল ব্লগার, চাকরিজীবী, স্বামী, বাবা হয়েছেন আরও চাই।

তাহলে চেষ্টা করুন।

ধন্যবাদ।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

সাইন বোর্ড বলেছেন: নিয়মিত অাঁকলে অারো ভাল হওয়ার সম্ভাবনা অাছে ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় পাইনা আর ইচ্ছেও করেনা। মাঝে মাঝে আকতেই ভাল লাগে।

ধন্যবাদ।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট ছোট্ট কথায় বেশ সাজিয়েছেন আপনার আঁকিবুঁকি !!
ভালোলেগেছে :)

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি যখন বলেছেন ভাল লেগেছে তখন বেশ লাগলো।

ধন্যবাদ আপু।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

অলিউর রহমান খান বলেছেন: আমি ও এক সময় ছবি আঁকা আঁকি করতাম। বেশ ভালই পারতাম, বিশেষ করে প্রকৃতির ছবি। অনেক বছর হলো আঁকা আঁকি বাদ দিয়েছি কিছু কারণে।
আমার সব থেকে ভালো লেগেছে আপনার ছবির সাথে সামঞ্জস্য রেখে কেপশন গুলো।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক দিন পর তোমার আগমন বেশ ভাল লাগছে।


ধন্যবাদ অলিউপর।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:

মাইদুল ভাই কেমন আছেন??৷


সব ছবি দেখতে ভাল না লাগলেও তিন নংটা আমার পছন্দ হয়েছে দারুণ।

আচ্ছা এক নং ছবিটার এই দশা কেন। গাছ কি উপর থেকে নীচে বেয়ে আসছে... =p~

আশা করি সামনে আকাঁ ছবিগুলো মন আরো ছুঁয়ে যাবে৷

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল আছি।

তুমি কেমন আছ ?

মাঝে মাঝে ব্লগে এসো। নয়তো মিস করবো খুব।

সমস্যা কাটিয়ে উঠো ধন্যবাদ।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: চেষ্টা চলুক........মন্দ নয়।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনাদের উৎসাহ পেয়েই আঁকছি দাদা।

ধন্যবাদ।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

জাহিদ অনিক বলেছেন:

বটের পাতায় তোমার আমার লাল নীল সংসার-
ভালো লাগলো আপনার ছবিগুলো মাইদুল ভাই

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতাময় লাইনটাও ভাল লাগলো অনিক ভাই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.