নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগার পদ্ম পুকুর (নতুন -পুরাতনদের মেলবন্ধন ও তার শততম পোস্ট)

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭



ব্লগে প্রায় এক যুগ কাটিয়ে দিয়ে টিকে রয়েছেন এমন হাতে গোনা কয়েকজন ব্লগারের মধ্যে পদ্ম পুকুর একজন। কত রথি মহারথিরাই কালের পরিক্রমায় হারিয়ে গেছেন। কিন্তু তেমন প্রতিভাবান না হয়েও নিজ গুনে টিকে আছেন ব্লগার পদ্ম পুকুর সাহেব।

পুকুর ও পদ্ম ফুল ভালবাসেন বলেই তার নিক পদ্ম পুকুর কিনা জানিনা। তবে নিকটি সুন্দর এবং নিকের সাথে সামঞ্জস্য রেখে তিনি মানুষটিও সুন্দর মনের মানুষ।

যে কোন ব্লগার বা যেকোন কিছু নিয়ে কবিতা লিখা আমার জন্য সহজ। ওনাকে নিয়ে কবিতা লিখতে গিয়েও কেন যেন এই লিখাটাই প্রাধান্য পেল। ৩১/১০/১৮ইং দুপুর ১.১০ ঘটিকায় তিনি একটি পোস্ট দেন সামহোয়্যারইন দশকাহন নামে। এটি তার শততম পোস্ট এবং নানা কারণেই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টের মাধ্যমে তিনি নবীন-প্রবীনদের মধ্যে যে মেলবন্ধন ঘটিয়েছেন সম্প্রতি সময়ে এটিই ব্লগে শ্রেষ্ঠ ঘটনা। তাই তাকে সাধুবাদ জানাচ্ছি।

এপর্যন্ত পোস্টটিতে প্রায় ৫০ এর কাছাকাছি মন্তব্য পড়েছে, প্রায় ৭৫০ বার পঠিত, ২৩টি লাইক ও ১১ জন প্রিয় তালিকায় নিয়েছেন। আমি অবাক হই এরকম একটি গুরুত্বপূর্ণ পোস্ট কেন আজকের এই সময় পর্যন্ত ১০০০ বার পঠিত হলনা, ১০০ খানেক মন্তব্য পড়লনা, ৩০ টি লাইক পেল না, ২০ জন প্রিয় তালিকায় নিলেন না।

অনেক কারণের মধ্য একটি হচ্ছে- তিনি বর্তমানে খুব বেশি সময় দিচ্ছেনা না ব্লগে তাই তাকে নতুনরা সেভাবে চিনেনা। মন্তব্যের সংখ্যাও কম-১৭৮৯ যেখানে দুই বছরে আমি করেছি- ৫৯৫৮টি মন্তব্য। উনি মন্তব্য পেয়েছেন-২০৯৫টি সেখানে আমি পেয়েছি-৪৭৪৭টি মন্তব্য। ব্লগটাই এমন যত সময় দিবেন মানুষ তত আপন হবে।

তার সেই সর্বশেষ পোস্টটিতে তার চোখে ১০ টি লেখা সেরা মনে হয়েছে। এবং এই পোস্টগুলো আমার মনে হয় সব ব্লগারেরই পড়া উচিৎ। আমি ২ দিনে সেই ১০টি পোস্ট পড়েছি এবং মন্তব্য রেখে এসেছি।

১। প্রথমটি ব্লগের ১ম পোস্ট। ইতিহাসের অংশ হতে এখানে এখনো অনেকে মন্তব্য করে চলেছেন।

২। এটি ২য় সেরা পোস্ট। প্রাপ্তি নামক এক বাচ্চাকে বাঁচানোর জন্য মানবীয় পোস্ট। খুব কৌতূহল নিয়ে পোস্টে থাকা নাম্বারে ফোন দিয়েছিলাম যে প্রাপ্তি বেঁচে আছে কি না ? কিন্তু নাম্বারটি বন্ধ।

৩। ৩য় হয়েছে এই লেখাটি। সিআরপি ও এর প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর -কে সাবেক আমলার হাত থেকে বাঁচানোর আন্দোলন। যা ব্লগ থেকে বাস্তব আন্দোলনে রূপান্তরিত হয়েছিল।

৪। বাঙ্গালী নেটে কি করে কোন ওয়েব সাইটে যায় তারই তালিকা। এটি রয়েছে ৪র্থ স্থানে।

৫। মেহের নামের এক জন্মসূত্রে এক ফিলিস্তানীর বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে মোসাদের হাতে করুন মৃত্যু। বিবেক নাড়া দেওয়া এই পোস্টটি আছে ৫ম স্থানে।

৬।লালটিপ নামক সিনেমার রিভিউ + বর্ণনা কি করে মানুষের মনে স্থান করে নেয় তারই প্রমান। এটি আছে ৬ষ্ঠ স্থানে।

৭। ড. মুহাম্মদ জাফর ইকবালকে নিয়ে লেখা পোস্ট আছে ৭ম স্থানে। পোস্ট সরিয়ে ফেলা হয়েছে কিন্তু একটি লিংকে লেখাটি পড়া যায়।

৮। একটি মাত্র পোস্ট দিয়ে ও যে ব্লগে অমর হওয়া যায় তারই বয়ান এটি। এটি আছে ৮ মে।

৯। একটি পর্ণসাইটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া নিয়েই পোস্ট। এর স্থানে ৯ এ।

১০। ব্লগের প্রথম দিকে রেজিষ্টারকৃত সম্ভবত ১ম ব্লগারের পোস্ট। তেমন কিছু না লিখেই হিট পোস্ট। এটি আছে ১০ এ।

এই ১০টি বিষয় জানা জরুরী অত্যন্ত এই সামু ব্লগে-সামহোয়্যারইন দশকাহন

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাইদুল ভাই, আমার হিসেবে সামুর প্রথম রেজিস্টার করা নিকটা ইমরান ভাইয়ের(http://www.somewhereinblog.net/blog/emran)
দেবরা, শাহানা, নোটিশবোর্ড নিকগুলো তার পরে খোলা।

আর খাতাকলমে প্রথম পোস্টটা ব্লগার দেবরার“ইমরান ব্লগ স্রষ্টা” হলেও সার্ভারের হিসেব মতে ওটা নয় নাম্বার পোস্ট বিজয় দিবস - দেবরা
এটা তিন নাম্বার পোস্ট আর আপনারটা 30259567তম পোস্ট। ;)

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ওয়াও দারুন তথ্য। তা এতদিনে আসার সময় হলে আমার ব্লগে।

ধন্যবাদ, ভাল থাকুন।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাকু হাসান বলেছেন:

পাঠের প্রতিক্রিয়া ভাইয়ের মন্তব্যে খুব চমকে গেলাম । দারুণ । আপনার ব্লগের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধাতা রেগে যাচ্ছি । দায়িত্ববোধও মুগ্ধ করলো । সেই পোস্ট দেখে আমি গিয়েছিলাম সেই সব লিংকে তবে মন্তব্য করিনি । হ্যাঁ,পোস্টটি আরও পঠিত হতে পারতো । উনি শততম পোস্টে এই বিষয়ে লিখে দারুণ একটি কাজ করেছেন । অনেক ধন্যবাদ ভাই ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাকু ভাই

আশা করি ভাল আছেন। সত্যি পদ্ম পুকুর সাহেব দারুন কাজ করেছেন।

অনেক কিছু জানার আছে। আপনার মতামতে মুগ্ধ হলাম।

ধন্যবাদ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


উনি কি নিয়ে লিখেন?

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি কি ওনার কোন লেখাই পড়েন নি ?

অনেক কিছু নিয়েই লিখেন- সমসাময়িক বিষয়, দেশ, ভ্রমণ, যাপিত জীবন, বিভিন্ন সমস্যা নিয়ে লেখেন।

ওনার ব্লগে ঢু মেরে দেখতে পারেন।

ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




'কিন্তু তেমন প্রতিভাবান না হয়েও...' বাক্যটা পড়তে ভাল লাগছেনা। 'কিন্তু তিনি নিজ গুণে টিকে আছেন...' এটা লিখলেও চলে।

এখনকার ব্লগে লেখক বেশি, পাঠক কম। তাই হয়তো পোস্টটা তেমন আশানুরূপ পঠিত হয় নি।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ আপু।
আসলে ওটা ওনার নিজের কথা। তাই এভাবে বলতে পেরেছি।
প্রতিভা না থাকলে কি এতদিন ধরে এখানে আছেন।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার জন্য শুভ কামনা সব সময়।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ প্রবাসী ভাই। ভাল থাকুন সবসময়।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সম্মানীয় ব্লগারকে অভিনন্দন জানাই ।

ধন্যবাদ আপনাকে বিষয়টি এভাবে পরিবেশন করার জন্য।

অনিঃশেষ শুভেচ্ছা দুইজনকেই।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়। আপনার জন্য শুভকামনা।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

পদ্মপুকুর বলেছেন: আপনি স্যার আমাকে লজ্জাতেই ফেলে দিলেন। আপনি আমার পোস্টে বলে এসেছিলেন যে আমাকে নিয়ে লিখবেন। ওই পর্যন্তই ঠিক ছিলো। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ এবং বাস্তবে কিছুটা নিভৃতচারী। ব্লগার অনল চৌধুরীরর কোনো এক লেখাতে আমি মন্তব্য করেছিলাম যে বিপ্লবী লেখাযেহেতু উনার নিকনেমের মধ্যেই আগুন রয়েছে, লেখাও ওরকমই হবে এ রকম একটা প্রতিমন্তব্য উনি করেছিলেন. বিষয়টা আসলেও কিছুটা সত্যি। নামের একটা প্রভাব লেখাতে পড়ে। আমার নামটা শুনলেই যেমন শান্ত নিরব ভাব চলে আসে, আমার লেখাগুলোও তেমনি, নিরবে নিভৃতে চলে যায়, কারো চোখে পড়লে পড়েন, নতুবা নয়।

যাই হোক, আপনি আমাকে নিয়ে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ এবং সত্যিকারার্থে এটা এক ধরণের বড় পাওয়া। কোনোদিন দেখিনি, কথা হয়নি, তবুও আপন... ভালো থাকবেন।


@ পাঠকের প্রতিক্রিয়া,
বোঝা যাচ্ছে যে আপনি নতুন চেহারায় পুরান পাপী। আমি আমার পোস্টে আজকেই একটা সংযোজনা দিয়ে এসেছি। আসলে আমি স্মৃতি হাতরিয়ে লিখেছি। কিন্তু আপনি এই সিরিয়ালটা কিভাবে বের করেন?

@ চাঁদগাজী
আমার এই পোস্টে আপনাকে নিয়ে প্রচুর কথাবর্তা হইছিলো, আপনিও বেশ কয়েকটা মন্তব্য দিয়েছিলেন। যদিও পোস্টে আপনার নামটা সিম্বলিক ছিলো।

@ কথাকথিকেথিকথন,
উদ্ধিৃতি দেওয়া কথাটা মাইদুল ভাইয়ের নিজের না, ওটা আমিই আমার ব্লগে বলেছিলাম, উনি শুধু কোট করেছেন।

সবাইকে ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যতক্ষণ না লিখতাম ততক্ষণ ভাবনা মাথায় থেকেই যেত।
ভাবলাম আজ যেহেতু বন্ধ আছে অফিস তখন দুপুরের খাবার খেয়ে একটু জিরিয়ে লিখে ফেললাম।

আপনি যে খুব শান্ত প্রকৃতির তা আপনার মন্তব্য , লেখা পড়লেই বুঝা যায়। এবং প্রচার প্রসার বিমুখ মানুষও।
ঢাকায় পড়াশুনা শেষ করে, ভাল চাকরী করছেন এটা আরপনার চেষ্টার ফল । দোয়া রাখবেন। ভাল থাকুন।
সবার প্রশ্নের উত্তর দেবার জন্য ধন্যবাদ জানবেন।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

তারেক_মাহমুদ বলেছেন: পদ্মপুকুর ভাইয়ার সর্বশেষ পোষ্টটি পড়ে আপনার মত আমিও অভিভূত ।আপনাদের দুজনের জন্যই শুভ কামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ তারেক ভাই।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারকে নিয়ে আপনার এ পোস্টটা পড়ে খুব ভাল লাগলো। এ উদার উদ্যোগের প্রশংসা করছি। তবে-
"কিন্তু তেমন প্রতিভাবান না হয়েও তিনি নিজ গুণে টিকে আছেন..." - এ কথাটার সাথে আমি মোটেই একমত নই। অবশ্য পদ্মপুকুর নিজেই এ কথাগুলো স্বয়ং তিনিই বলেছেন বলে জানিয়েছেন, তথাপি আমি এ কথায় বিশ্বাস করিনা। তিনি যে
একজন প্রতিভাবান ব্যক্তি, সেটা তার লেখনির মাধ্যমে প্রকাশ পায়। আর তার চেয়ে বেশী প্রকাশ পায় তার মন্তব্য এবং প্রতিমন্তব্যে।
পোস্টে প্লাস + +

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কতটা উদার হলে একথা বলা যায় ওনার লিখা না পড়লে বুঝা যেত না।

সহমত।

ধন্যবাদ।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: অনেক অভিনন্দন।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

ফেনা বলেছেন: প্রতিভাবানরা সবসময় নিজেদের খুব সাধারনই মনে করেন। এবং এই সাধারণ হয়ার কথা জোড়দিয়েই বলে থাকেন। এই তাদের বিনয় প্রকাশের মাধ্যম।
শুভকামনা সবার জন্য।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন ছুয়ে যাওয়ার মত মন্তব্য। সহমত। ধন্যবাদ।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

নজসু বলেছেন: আপনার মাধ্যমে একজন পুরাতন গুণীণ ব্লগারকে জানতে পারলাম মাঈদুল ভাই।
উনাকে শ্রদ্ধা আর আপনাকে ধন্যবাদ জানাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবেই থাকি আমারা একে অন্যের তরে।

ধন্যবাদ।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই আমি লজ্জিত ঐ পোস্ট না পড়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সামনে পোস্টটি পুনরায় তুলে ধরার জন্য।
ইনশাআল্লাহ, উল্লেখিত সবগুলো পোস্ট পড়ার চেষ্টা করবো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই লজ্জার কি আছে ?

ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য।

অবশ্যই পড়ে নিবেন।

ধন্যবাদ।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: অভিনন্দন

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: এভাবেই ব্লগ টিকে থাকুক/জমে থাকুক.......

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হ্যা দাদা এভাবে টিকে থাকুক ভালবাসায়।

ধন্যবাদ।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন কর বলেছেন: এভাবেই ব্লগ টিকে থাকুক/জমে থাকুক.......

খাঁটি কথা

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ।

আপনার আগমনে ভাললাগা।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

নাইম রাজ বলেছেন: অভিনন্দন জানাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

স্বাগতম ও ধন্যবাদ।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,



নামের একটা প্রভাব লেখাতে পড়ে। বলেছেন "পদ্ম পুকুর" নিজেই ।
আর সে কারনেই তার লেখার জলেও ছায়া ফেলে যায় পদ্মের পাপড়ি ।

ব্লগ পুকুরে একযুগ কাটিয়ে দেয়া একজন সহব্লগারকে নিয়ে আপনার লেখা ব্লগীয় সৌহার্দ্যতারই গন্ধ ছড়িয়ে গেলো ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আহমেদ জী এস বলেছেন-

নামের একটা প্রভাব লেখাতে পড়ে। বলেছেন "পদ্ম পুকুর" নিজেই ।
আর সে কারনেই তার লেখার জলেও ছায়া ফেলে যায় পদ্মের পাপড়ি ।


সত্যি তিনি নিভৃতচারী। মতামতে কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: উনার লেখাটা পড়েছি.......বেশীরভাগ লেখাই আমি সামুতে আসার অনেক আগের.....সেজন্য সব কয়টাই পড়তে হবে......।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঠিক তাই। পড়ে ফেলুন। অনেক কিছু জানা হবে।

ভাল থাকুন । ধন্যবাদ।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আমি ভাইয়ার ভক্ত :D

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

বাহ বেশ।

ধন্যবাদ সোহেল ভাই।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একজন স্যার বলেছেন, প্রতিভা ছাড়া কোন মানুষ নাই। প্রতিভা আছে বলেই মানুষ বেচে থাকে। যার নাই সে আত্মহত্যা করে। কারন তার কাছে কোন বাচার জ্ঞান নাই।
আরো বললেন সবাই এখানে মেধাবী। না হলে এতো ধাপ পার করে তোমরা এইখানে আসতে পারতে না।


ব্লগার পদ্ম পুকুর ও অবশ্যই মেধাবী। তা না হলে এতোদিন টিকে থাকতেন না।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর যু্ক্তি দিয়েছেন মামুন ভাই।


ধন্যবাদ।

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

হাসান রাজু বলেছেন: পোস্টটা আমি প্রথম দিনই পড়েছি। দেয়া লিংকগুলোতে ঢু দিয়ে দেখেও এসেছি। কিছু পোস্ট দেখি আমার আগে পড়া । তাতেও একটা ভাল অনুভূতি তৈরি হয়েছে । কিন্তু একবার বলা হয়নি "ধন্যবাদ ভাই, ভালো লিখেছেন" ।
আপনাকে ধন্যবাদ। ফেলে আসা সুযোগটা আবার মনে করিয়ে দেয়ার জন্য। ধন্যবাদটুকু আপনাদের আধিকার।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

বাহ এভাবেও যে কেউ ভাবতে পারে জানা ছিলনা। ব্লগ বলেই সম্ভব।

ধন্যবাদ রাজু ভাই।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনক ধন্যবাদ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাঁর লিখা পড়েছি, খুব চমৎকার লিখেন।
আপনাদের দু'জনের জন্যই অনেক অনেক শুভ কামনা।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ার পর মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ জানবেন।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৮

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই আবারো এলাম আপনাকে ধন্যবাদ জানাতে।সত্যি বলতে আপনার কল্যাণে পদ্ম পুকুর স্যারের পোস্টে গিয়েছি এবং দশকাহন পাঠ করার সৌভাগ্য লাভ করেছি।
আর আপনার কল্যানেই ইমন জুবায়ের স্যারের লেখা মাঝেমাঝে রাতে পড়ি।
এরকম আরো পুরনো লেখকের ব্লগ তুলে ধরলে কৃতজ্ঞ হব।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।

চেষ্টা করবো ভাই।

ভাল থাকুন।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

নীল আকাশ বলেছেন: কি মাইনুল ভাই, অহরিত ভাইয়ের পোষ্ট তো ঘুরে এসেছেন! ভুল কিছু বলেছি আমি???????

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাই। ঠিক বলেছেন।

ওনার লাস্ট পোস্টের গল্প পড়ে আমি মুগ্ধ।

এত ভাল গল্প লিখেন কিন্তু আলোচিত পাতায় কেন আসেনা সেটাই বুঝিনা।

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০১

মনিরা সুলতানা বলেছেন: আমি পদ্মদাদার লেখাটা পড়েছি ;
আপনার মেল বন্ধন পোস্ট এ ভালোলাগা।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবদা। আপুমনি।

ভাল থাকুন।

২৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: না ভাই। ঠিক বলেছেন। ওনার লাস্ট পোস্টের গল্প পড়ে আমি মুগ্ধ। এত ভাল গল্প লিখেন কিন্তু আলোচিত পাতায় কেন আসেনা সেটাই বুঝিনা। - আমি গল্প লেখা শুরু করি অহরিত ভাইয়ের একটা গল্প পড়ে। কি যে দারুন লেখা সেটা ! আমি শুধুই মুগ্ধ হয়ে পড়ি আর পড়ি। পারলে এটাই পড়ে আসুন - তোমাকে ভালোবাসতে Click This Link
আমার জীবনে এর চেয়ে সুন্দর প্রেমের গল্প পড়িনি। উনি খুব সহজ ভাষায় লেখেন, কি যে ভালো লাগে পড়তে.......। উনি অনেক দিন হলো লেখেন না, কত অনুরোধ করে এসেছি আবার লেখার জন্য.........
লেখার বা পড়ার ব্যাপারে আমি খুবই চুজি। আমাকে যে কোন লেখা দিয়ে মুগ্ধ করা সহজ নয়!
ভালো থাকবেন আর শুভ কামনা রইল!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

বেশ কিছুদিন ব্লগে আসা হয়নি। গ্রামের বাড়ি গিয়েছিলাম।

অবশ্যই গল্পটা পড়ে আপনাকে জানাবো।

আসলেই ওনার মত লেখকের প্রয়োজন সামু ব্লগে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.