নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
নামে কি যায় আসে। একটি সুন্দর নাম গোলাপের চেয়েও সুন্দর-কারো কারো কাছে। অনেকে না বুঝে শুজে একটা নিক চালু করেন কিন্তু পরবর্তীতে আফসুস করেন কেন আরও সুন্দর নিক সিলেক্ট করলোনা। আবার নামে নামে যমে টানে একটা কথা প্রচলিত আছে। সে যাই হোক এবারও কিছু অদ্ভুত নিক দেখে নেই।
১।
গোলক ধাঁধা
২।
ফ্রাস্ট্রেটেড
৩।
মহাজাগতিক পাগল
৪।
বোধহীন স্বপ্ন
৫।
পজেটিভ ইলেকট্রন
৬।
অশুভ
৭।
মেরি পপিনস
৮।
জেকলেট
৯।
ফারহানা সুন্দর মন
১০।
লইট্যা মাছ
১১।
কমজান্তা দার্শনিক
১২।
যাযাবর চখা
১৩।
গালফেন্ড
১৪।
ব্লু হোয়েল
১৫।
অনন্য দায়িত্বশীল আমি
১৬।
123456789 happy
১৭।
লিওনাডাইস
১৮।
আবিষ্কার
১৯।
হংসুটে
২০।
শতদ্রু একটি নদী
২১।
অজানা দার্শনিক
২২।
অভাগা কাপুরুষ
২৩।
অঘটনঘটনপটীয়সী
২৪।
রহস্যময়ী কন্যা
২৫।
বোববুরগের
২৬।
ভিটামীন সি
২৭।
টোকাই রাজা
২৮।
দ্বিমিক
২৯।
মোঘল সম্রাট
৩০।
স্বামী বিশুদ্ধানন্দ
৩১।
কালো ছায়া
৩২।
রুফিয়াস মিলেনিয়াম
৩৩।
তালাচাবি
৩৪।
শীতলপাটি
৩৫।
গোয়াল ঘর
৩৬।
ক্ষণজন্মা
৩৭।
ফেনা
৩৮।
ন্যায় দন্ড
৩৯।
হবা পাগলা
৪০।
সিগন্যাস
৪১।
নভেল ডি ক্যাসনোভা
৪২।
আউটকাস্ট
৪৩।
জিনিয়াস আইটি কম
৪৪।
বিয়িং হাই
৪৫।
গব্বু
৪৬।
জ্ঞান পাগল
৪৭।
ধূলিকণার অনুনাদ
৪৮।
এ্যান্টনি ফিরিঙ্গী
৪৯।
আমি আসছি
৫০।
প্রাচুর্যের বাবা
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প ক’জন ছাড়া বাকিরা গড়পড়তা।
ধন্যবাদ।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০
বিজন রয় বলেছেন: আমি তো অনেক নাম দিতে পারি। অদ্ভূত আর সুন্দর সব নিক নেম। তারা অনেক পুরানো।
ব্লগারদের প্রতি আপনার একটা টান আছে।
এটা অনেক ভাল একটা ব্যাপার।
শুভসকাল।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল বিজনদা।
নিক নেম দিলেতো ভাল হয়। পরের পর্বের জন্য কাজটা সহজ হয়ে যায়।
কৃতজ্ঞতা আপনার এমন ভাবনায়।
ভাল থাকুন।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২
পদ্মপুকুর বলেছেন: স্যার, আগেরগুলোর লিংক দিয়ে দিন, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদ্ম পুকুর সাহেব,
স্যার বলে লজ্জা দিবেন না। নতুন পর্বে আগেরগুলোর লিংক দিয়ে দেব।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
নজসু বলেছেন:
প্রত্যেকটা নাম কোন না কোন ভাবে অর্থবহ হতে পারে।
তবে, সত্যি বিচিত্র।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো অবশ্যই।
তবে বিচিত্র বলেই ব্লগ এত সুন্দর।
ধন্যবাদ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
ফেনা বলেছেন: হুম ভাল। তবে কি জানেন প্রতিটা নামেরই কিছু না কিছু কারণ বা অর্থ আছে যেইটা তারা বহন করে চলেছেন। যা তাদের চিন্তা বা দর্শনের বহিপ্রকাশ।
ধন্যবাদ।
ভাল থাকবেন।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কারণ ও অর্থতো আছেই, আছে কোন অজানা ইতিহাসও।
ধন্যবাদ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
চাঙ্কু বলেছেন: কত নামরে!!
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত নামরে
কত দামরে।
ধন্যবাদ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন: ২৩ নং ভালো লেগেছে
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ধন্যবাদ হাবিব ভাই।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১
তারেক ফাহিম বলেছেন: এদের মধ্যে অনেকেই রেগুলার না।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকেতো নাম নিবন্ধন করেই হাওয়া।
ধন্যবাদ ফাহিম ভাই।
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফেনা বলেছেন: "প্রতিটা নামেরই কিছু না কিছু কারণ বা অর্থ আছে যেইটা তারা বহন করে চলেছেন। যা তাদের চিন্তা বা দর্শনের বহিপ্রকাশ। "
সহমত
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই সহমত বাবাজী।
ধন্যবাদ।
১০| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
নীল আকাশ বলেছেন: আমার কাছে ব্লগের সেরা নাম ভাই আমি ৎৎৎ । কি যে চমৎকার লেগেছিল উনাকে উনার ব্লগে যেয়ে জিগ্গেস করে এটার মানে জেনে এসেছিলাম। উনি যা বলেছেন সেটাই লিখে দিলাম.......।
নীল আকাশ: আমি আপনার এই নামের শান-ই-নযুল জানতে চাই? মনে বড়ই খায়েস জাগছে......
আমি ৎৎৎ: ভাই মনের খায়েস মিটিয়ে দিলাম, ( ৎ=পা, ৎ=গ, ৎ=ল.......................) মনে হয়।
ধন্যবাদ ও শুভ কামান রইল!
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ৎৎৎ ভািই এর সাথে মাঝে মাঝে কথা বলি ব্লগে।
উনি এমনটাই উত্তর দিয়েছেন।
ধন্যবাদ।
ভাল থাকুন।
১১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: হাহা মইদুল ভাই দারুন একটি পোস্ট দিয়েছেন । এর মধ্যে বেশ কিছু নিক পড়ে মজা পেলাম । তবে অস্বীকার করব না যে নোংরা নামে র নিক গুলোর পোস্ট পড়তে কেমন যেন গা ঘিনঘিন করে।
শুভকামনা ভালোবাসা জানবেন।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিক ভাল হলে পড়তে আগ্রহ জন্মে। আর নোংরা হলে কেমন যেন লাগে।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
১২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
নীলপরি বলেছেন: কিছু কিছু নিক চোখে পড়ে । আপনি একজায়গায় করে দারুণ কাজ করেছেন ।
++
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝেই কিছু নিক চোখে পড়ে।
ধন্যবাদ আপু।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
আরোগ্য বলেছেন: কাজকর্মে নাকি নামের প্রতিফলন ঘটে?
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও সেটাই জানি।
আপনি যেই নিক নিয়েছেন- আর অসুস্থ হবনে না, হলেও তাড়াতাড়ি সেরে উঠবেন।
ধন্যবাদ ভাই।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: নাম দেখে যায় চেনা..........!
তাই কি???
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। সবার জন্য না।
ধন্যবাদ জাকির ভাই।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: কারন ব্লগাররা বিশ্বাস করে- নামে না, কর্মে পরিচয়।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
ধন্যবাদ।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি, মনে কিছু নিয়েন না । এই পোষ্টের উদ্দেশ্য কি ? যদি কিছু মনে না করেন আর প্রশ্নের উত্তরটা দেন তাহলে বাকী কথা টুকু বলব ভাইয়া।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওমেরা আপু,
পোস্টের তেমন কোন উদ্দেশ্য নেই। ব্লগারদের আনকমন ও অদ্ভুত নিকগুলো একত্রিত করে সবাইকে জানানো ও বিনোদন দেওয়াই একমাত্র উদ্দেশ্য।
এতে কারো আপত্তি থাকলে সামনের দিকে আর এই নিয়ে পর্ব করবোনা।
আপনার মনে কোন প্রশ্নে এলে বলতে পারেন।
ধন্যবাদ।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার প্রোপিকটা সুন্দর।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
ওমেরা বলেছেন: না ভাইয়া আপত্তি ঠিক না তবে বলছিলাম কি , আসলে আপনি তো এই পোষ্ট নিয়ে কষ্ট করেছেন ঠিকই কিন্ত এখান থেকে আমি কি পেলাম মানে পাঠকেরা কি পেল ? এই পোষ্টে শিখার কিছু নেই মজাও তেমন পাইনি। জমা হয়ত পেতাম যদি নামগুলো নিয়ে মজার কিছু লিখতেন। এতে হয়ত আপনার আর একটু কষ্ট হতো কিন্ত পোষ্ট সার্থক হতো।
ভাইয়া আমি আমার কথা বল্লাম আপনি আপনার মত পোষ্ট দিবেন। আপনি যদি আমার কথায় কষ্ট নেন ভাইয়া আমি তার চেয়েও বেশী কষ্ট পাব ভাইয়া।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই ঠিক বলেছেন।
তবে সবক্ষেত্রে শিক্ষনীয় কিছু থাকেনা। বিনোদনও খুজে মানুষ। যদি তাও না পায় তবে পোস্ট পড়বে কনে ?
ধন্যবাদ আপু মূল্যবাদন মতামত দেওয়ার জন্য।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
শিখা রহমান বলেছেন: অনেকগুলো নিকের সাথেই পরিচয় নেই। তবে বেশ কিছু নিক মজার লেগেছে।
পোস্টের জন্য ধন্যবাদ। শুভকামনা।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিখা আপু,
অনেক দিন পর আমার ব্লগে আসলেন।
স্বাগতম।
একটু হলেও মজা পেয়েছেন তাতেই ভাল লাগলো।
ধন্যবাদ।
২০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সহমত।
ধন্যবাদ।
রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত ছদ্মনামে লিখতেন।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
ছদ্মনাম নেওয়া যার যার ব্যাপার।
যারা সাহসী তারাতো আসল নামেই ব্লগিং করছেন।
২১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার প্রোপিকটা সুন্দর
থ্যাংকু
তা আমার নামখানা কি
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই আনকম।
দেখতে হবে আগের পর্বে আপনার নাম এসেছে কিনা ?
না আসলে ভবিষ্যতে আসতে পারে।
ধন্যবাদ।
২২| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ! বাহারি নামের আয়োজন।
নামের সাথে লিংক থাকলে বুঝা যেতো এগুলোর মধ্যে কত নিক ঘুমিয়ে ব্লগের অন্তরে
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিংক দেওয়াটা অনেক ঝামেলার। তাই শুধু নিকগুলো দিলাম।
ধন্যবাদ ভাই।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল আছেন তো মাইদুল ভাই?
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই । আলহামদুলিল্লাহ।
গ্রামের বাড়ি থেকে ঘুড়ে আসলাম।
আপনি ভাল আছেনতো ?
২৪| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: আমি এর থেকেও তোমাকে মজার নেম লিস্ট দিতে পারি......
তবে সেসব নিক আর সামু(ইহ)জগতে নাই সেসব এক দুদিনের মাঝেই ভবলীলা সাঙ্গ করে ভুত হয়ে আমার ব্লক লিস্টে বন্দী হয়ে আছে
দেখো এইবার
মোলম্যান নিরাপদ সন্দেহজনক
এ্যংরি বার্ড নিরাপদ সন্দেহজনক
পাবলিক ডিমান্ড নিরাপদ সন্দেহজনক
ভুলে যাওয়া নাম নিরাপদ সন্দেহজনক
দিন যায় কথা থাকে নিরাপদ সন্দেহজনক
প্রতিশোধ নিরাপদ সন্দেহজনক
রবিন্দ্রনাথ ঠাকুর নিরাপদ সন্দেহজনক
ছান্তিনিকেতন নিরাপদ সন্দেহজনক
দ্য লায়ন নিরাপদ সন্দেহজনক
ছাগীমা নিরাপদ সন্দেহজনক
ধূলো জমা চিঠি নিরাপদ সন্দেহজনক
পিঙ্ক ফ্লয়েড নিরাপদ সন্দেহজনক
ডাই হার্ড নিরাপদ সন্দেহজনক
আক্কাস আবুল নিরাপদ সন্দেহজনক
আজকের নায়ক নিরাপদ সন্দেহজনক
টাইগার পাস নিরাপদ সন্দেহজনক
শায়মা’স কিচেন নিরাপদ সন্দেহজনক
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ শায়মা আপু লিষ্ট দেওয়ায়।
তবে শেষেরটা বিপদজনক তাই ব্যান করা হয়েছে।
২৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: ভাবছি অদভোদ নামের একখানি আইডি খুলুম,তাহলে যদি আপনার পোষ্টে স্থান পাওয়া যায়।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে মনেতে স্থান করে আছে তারতো আর লিস্টে স্থান করার কিছু নেই।
আপনি স্বনামেই খ্যাতি ছড়ান।
ভাল থাকুন প্রিয় তারেক ভাই।
২৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবাই কি এখনো ব্লগে আছেন???অনেকেই নাই। মনে হয় ব্লগের পাতা ছেড়ে দিয়েছেন অনেকে
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে সাথে অনেকেই হারিয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে।
২৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের বড়াই করো নাকো
নাম দিয়ে কি হয়?
নামের মাঝে পাবে নাকো
সবার পরিচয় !!
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবু মনে হয় এই পরিচয়
ক্ষণিকের নয়।
ধন্যবাদ দাদা।
২৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০
সৈকত জোহা বলেছেন: অঘটনঘটনপটীয়সীকে অনেক মিস করি । ফেসবুকে তার সাথে অল্প কিছুদিন চ্যাটে কথা হয়েছিল। ২০১৪ ছিল সময়টা ।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাকে মনে পড়ে যায়
এই হীম সন্ধ্যায়।
ভাল তবুও মনে রেখেছেন।
ইদানিং ব্যস্ত নাকি ? পোস্ট করেন না!
ধন্যবাদ।
২৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬
জগতারন বলেছেন:
অঘটনঘটনপটীয়সী-কে আমিও অনেক মিস করি।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই যে একজন আরেকজনকে মনে রাখে
ব্লগে এটাও কম পাওয়া নয়।
ধন্যবাদ।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..............................................................................................................................
এটা যদি কারও প্রপিক হতো, কেমন লাগত ?
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই, কারো পছন্দ হলে এটাও প্রোপিকে স্থান পাবে।
ধন্যবাদ।
৩১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
ইয়োডা বলেছেন: কেন নিজের সময় নষ্ট করলেন ? আমিও ক্লিক করে ,কমেন্ট করে সময় নষ্ট করলাম । কোনো মানে পেলাম না পোস্টের ।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা হলেতো বড় দুঃখের কথা।
আপনার এখানে ক্লিক না করাই ভাল ছিল।
ধন্যবাদ।
৩২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নামে কী-বা আসে যায়? কর্মই আসল।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষতো তার কর্মেই বাঁচে।
ধন্যবাদ।
৩৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
কিশোর মাইনু বলেছেন: মজার পোস্ট।
আমারো অদ্ভুদ নাম নেওয়া দরকার ছিল মনে হচ্ছে এখন।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না কিশোর এমনিতেই তোমার নাম সুন্দর।
অনেক দিন পর তোমাকে দেখে ভাল লাগলো।
ভাল থাক
ধন্যবাদ।
৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
কিশোর মাইনু বলেছেন: পড়ালেখার কারণে বিজি ছিলাম।
আমাকে দেখে ভাল লেগেছে যেন আনন্দিত।
আপনিও ভাল থাকবেন।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল থাকও তুমিও।
তোমার অনার্স এখনো শেষ হয়নি?
আগে পড়ালেখা পড়ে অন্য কিছু।
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
অলিউর রহমান খান বলেছেন: বিচিত্র সব নাম। অবাক না হয়ে থাকা মুশকিল! প্রতিটি নামের পেছনে হয়ত হাজারো কারণ রয়েছে। ধন্যবাদ আপনাকে বিচিত্র সব নাম তুলে ধরার জন্য।
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্য ধন্যবাদ অলিউর।
ভাল থাকুন।
৩৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
কিশোর মাইনু বলেছেন: নাহ।।।
মাত্র ২য় বর্ষে। ফাইনাল এক্সাম দিয়া ৩য়-তে উটমু। শেষ হতে হতে জানুয়ারী।
ততদিন পর্যন্ত খুব একটা এক্টিভ থাকা সম্ভব না।
দোয়া করবেন।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই দোয়া রইল।
ভাল কর পড়।
মাঝে মাঝে ব্লগে এসো।
তোমার বাড়িতো চট্টগ্রাম। পড়ালেখা করছ ঢাকায়। আমি কিন্তু চট্টগ্রাম থাকি।
৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪
কিশোর মাইনু বলেছেন: বাহ!!!
কিন্তু চট্টগ্রাম থাকেন বলতে???
বাড়ি কি চট্টগ্রামে না?!?!?
কোথায় থাকেন চট্টগ্রামের?!?!?
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাড়ি কুমিল্লা।
চাকরি করি চট্টগ্রাম। থাকি আগ্রাবাদ।
ধন্যবাদ। ৩/৪ দিন ব্লগে থাকতে পারবনা।
ধন্যবাদ।
৩৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯
জাতির বোঝা বলেছেন:
সুপ্রভাত!
আপনি কেমন আছেন, মহাশয়?
আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই।
আপনি একজন উত্তম লেখক।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল ভাই।
বেশ আনন্দিত হলাম।
আমি উত্তম তাই বলিয়া আপনি অধম নহেন।
আপনিও ভাল লিখেন।
ধন্যবাদ।
৩৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩০
সচেতনহ্যাপী বলেছেন: আমি নেই দেখে দুঃখ পেলাম
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখলাম।
দুঃখ পাওয়ার জন্য আমিও দুঃখিত।
ভাল থাকুন।
৪০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
জাহিদ অনিক বলেছেন:
৪৯ নাম্বারটা সেই !
এপিক !
কঠিন কাজ করেছেন ভাইজান
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই কিছু নিক এপিক!
মন্তব্যে প্রীত হলুম।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
খারাপ না।
তবে এরা বেশীর ভাগই সক্রিয় নন।