নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ছবি-গুগল থেকে নেওয়া- ধ্বংসের আগে।
বাবরি মসজিদ ইংরেজি: Babri Mosque, হিন্দি: बाबरी मस्जिद, উর্দু: بابری مسجد , অনুবাদ: বাবর-এর মসজিদ ভারতের উত্তর প্রদেশের, ফৈজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
সম্পূর্ণ হয়: নির্মাণ – ১৫২৭; ধ্বংস – ১৯৯২ স্থাপত্য শৈলী: তুঘলক
অবস্থান: অযোধ্যা, ভারত (তথ্য-ইউকিপিডিয়া)
ছবি-গুগল থেকে নেওয়া- যখন ধ্বংসযজ্ঞ চলছে।
হিন্দুত্ববাদীদের বিশ্বাস ও ধারনা অবতার/দেবতা ও রাজা রামের রাজত্বের সময় রাজধানী ছিল অযোধ্যা। রামায়নে বর্ণি ত হয়েছে অযোধ্যা রামের জন্মভূমি। কিন্তু সেখানে অদ্যাবধি প্রাচীন কোন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়নি বা আবিস্কৃত হয়নি যাতে প্রমাণ হয় রামের সময় এখানে কোন মন্দির ছিল। প্রমাণ হবেই বা কি করে-রামায়ন ও রাম-তো মানুষের সৃষ্টি। এ নিয়ে বিতর্কের শেষ নেই । রামায়ন হচ্ছে সংস্কৃত ভাষার মহাকাব্য যার রচিয়েতা আদিকবি-বাল্মীকি। আর কয়েক লক্ষ উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালের ছয়ই ডিসেম্বর জড়ো হয়ে পবিত্র দায়িত্ব মেন করে ধ্বংস করে ঐতিহাসিক এক মুসলিমন নিদর্শণ। আকস্মিকভাবে ওই মসজিদ ধ্বংস করা হয়নি এটা পূর্বপরিকল্পিত ছিল। যা সৃষ্টি করে ভারতের বুকে এক কালো অধ্যায়।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় গুড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণ করার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাজার হাজার সমর্থক সমবেত হয়েছেন। আগামী নির্বাচনের আগে মোদি সরকারকে চাপ সৃষ্টির লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত এ সমাবেশে ক্ষতমাসীন বিজেপির কর্মীরা ছাড়াও অনেক কট্টরপন্থী হিন্দু সন্ন্যাসী যোগ দেন। তাঁরা ষোড়শ শতকের মসজিদটির স্থানে এক নতুন মন্দির নির্মাণের দাবি জানান। তথ্য সূত্র- (রয়টার্স, নয়াদিল্লি) প্রথম আালো-১০/১২/১৮ ইং।
তাদের এ দাবি কতটুকু গ্রহণযোগ্য ? মোঘল সম্রাট বাবরের ক্ষমতা গ্রহণের আগে থেকেই অযোধ্যায় মুলিম বসতি ও স্থাপত্য এবং মসজিদ বিদ্যমান ছিল। তাহলে বাবার কেন মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করবেন ? তাই যদি হতো তবে তখনতো ভারতে কোন মন্দির থাকার কথা নয়। কথিত রামমন্দিরের মত সব মন্দির ধ্বংস হয়ে যাওয়ার কথা! এবং সেথায় মন্দিরের জায়গায় মসজিদ শোভা পেত। কিন্তু বাস্তবে তা হয়নি হয়েছে উল্টো মসজিদের জায়গায় গায়ের জোড়ে মন্দির নির্মাণের প্রচেষ্টা বিদ্যমান। নিন্দা জানাই এমন প্রেচেষ্টার।
ইতিহাস কখনো গোপন থাকেনা। মিথ্যা পরিহার করুণ সত্যকে গ্রহণ করুণ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধার্মিকেরা এগুলো করেনা অর্ধমই এর জন্য দায়ী।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি অন্যতম স্তম্ভ এই মসজিদ। সহজে কি ছাড়বে? 2019 সালের নির্বাচন সামনে ; কাজেই এমন সুরসুরি তো দেবেই । বাকিটা ভোট সর্বস্ব রাজনীতিই শেষ কথা বলবে ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই নোংরা রাজনীতি কবে যে দেশ দেশান্তর হতে বিদায় হবে কে জানে ?
মনে হয়না কাজ হবে। জায়গাটা সংরক্ষণ করা উচিৎ যাতে ভবিষ্যতে এ ধরনের কিছু না ঘটে।
ধন্যবাদ দাদা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২
হাবিব বলেছেন: এমন কাজের জন্য আল্লাহ তাদের কি ক্ষমা করবেন?
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ কাকে ক্ষমা করবেন কাকে পুরস্কৃত করবেন সেটা তিনি ই ভাল জানেন।
ধন্যবাদ ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
পলাশবাবা বলেছেন: আল্লাহ আমাদের হেদায়াত করুন। আমরা যেন কোনদিন ভারতীয় দের মত না হই। আমিন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত ধন্যবাদ।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
ডার্ক ম্যান বলেছেন: দিন যতই যাচ্ছে ধর্মের নামে অধর্মের রাজনীতি ততই বাড়ছে
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ভাবে চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
আরোগ্য বলেছেন: আমার তো মনে হয় ভারতের বর্তমান উদ্দেশ্য ইসলাম ধর্ম উচ্ছেদ করা।তাদের কার্যকলাপ তো তাই বলে।যেমন
১.ঐতিহাসিক মুসলিম রাজাদের চরিত্র বিকৃতভাবে প্রদর্শন,
২.পিস টিভি বন্ধ করা ও জাকির নায়েককে গ্রেফতার পরোয়ানা জারি,
৩.সমকামিতা ও পরকিয়া বৈধকরণ,
৪.আবার মসজিদ ভঙ্গের দাবি।
অবস্থা শোচনীয়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন দিন তারা সয্যসীমা ছাড়িয়ে যাচেছ।
আল্লাহ হেফাযত করুন।
ধন্যবাদ ভাই।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
নজসু বলেছেন:
পুরাতন ক্যাচালটা নতুন করে শুরু হলো নাকি?
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে হয় আবার নতুন করে উস্কে দিতে চায়।
ধন্যবাদ ভাই।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
ল বলেছেন: তীব্র নিন্দা জানাচ্ছি।
১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।
ধন্যবাদ।
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২
নজসু বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সকাল সকাল এমন ফুলের মালা
আমি ভুলে গেলাম সকল জ্বালা।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
নজসু বলেছেন:
শুভ সকাল।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি প্রিয় দিলে মোরে লাল গোলাপ
হোক কিছুক্ষণ নিরিবিলি আলাপ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চোখের জল করে টলমল সকল শহীদ স্মরণেে
আমাদের শ্রদ্ধা নিবেদিত তাদের চরণে।
ধন্যবাদ সুজন ভাই পতাকা উপহারে।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
নজসু বলেছেন:
এ গোলাপ শুধু গোলাপ নয় প্রিয় মাইদুল ভাই।
ভালোবাসায় ভরপুর এই গোলাপ।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসার গোলাপে
চিরদিন রবে আলাপে
ভালবাসা,ভালবাসা,ভালবাসা...........
ভাল থাকুন।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: টেস্ট সাকসেসফুল
পোস্টটা সরিয়ে ফেলেছি...
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কাজের মানুষ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে আজও হানাহানি চলছে!! এই আধুনিক যুগে এসেও মানুষ ধর্ম নিয়ে ক্যাচাল করছে।