| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

এলো নতুন বছর । এলো নতুন দিন। তাই নতুন করে ভিন্ন ভাষায় প্রিয়তম/প্রিয়তমাকে বলুন ভালবাসি!! আর চমকে দিন তাকে, মনের ভিতর পুষে রেখেছেন যাকে।
 ১.বাংলা =আমি তোমাকে ভালবাসি।
 ২.ইংরেজি = আই লাভ ইউ।
 ৩.ইতালিয়ান = তি আমো। 
৪.রাশিয়ান =ইয়া তেবয়া লিউব্লিউ। 
৫.কোরিয়ান = তাঙশিনুল সারাঙ হা ইয়ো। 
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন।
 ৭.জার্মান = ইস লিবে দিস।
 ৮.রাখাইন =অ্যাঁই সাঁইতে।
 ৯.ক্যাম্বোডিয়ান=বোন স্রো লানহ্উন।
 ১০.ফার্সি = দুস্তাত দারাম। 
১১.তিউনিশিয়া =হাহে বাক।
 ১২.ফিলিপিনো = ইনবিগ কিটা। 
১৩.লাতিন = তে আমো। 
১৪.আইরিশ = তাইম ইনগ্রা লিত। 
১৫.ফ্রেঞ্চ = ইয়ে তাইমে। 
১৬.ডাচ = ইক হু ভ্যান ইউ।
 ১৭.অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও।
 ১৮.জুলু = মেনা তান্দা উইনা।
 ১৯.তুর্কি = সেনি সেভিউর ম। 
২০.মহেলি = মহে পেন্দা। 
২১.তামিল = নান উন্নাই কাদালিকিরেন।
২২.সহেলি = নাকু পেন্দা। 
২৩.ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম। 
২৪.হিব্রু = আনি ওহেব ওটচে (মেয়েকে ছেলে) আওটচা (ছেলেকে মেয়ে)। 
২৫.গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু। 
২৬.চেক = মিলুই তে। 
২৭.পোলিশ = কোচাম গিয়ে। 
২৮.পর্তুগীজ = ইউ আমু তে। 
২৯.বসনিয়ান = ভলিম তে।
 ৩০.তিউনেশিয়ান = হা এহ বাদ।
৩১.হাওয়াই = আলোহা ওয়াউলা ওই। 
৩২.আলবেনিয়া = তে দুয়া।
 ৩৩.লিথুনিয়ান = তাভ মায়লিউ। 
৩৪.চাইনিজ = ওউ আই নি। 
৩৫.তাইওয়ান = গাউয়া আই লি। 
৩৬.পার্শিয়ান = তোরা ডোস্ট ডারাম।
 ৩৭.মালয়শিয়ান =সায়া চিনতা কামু। 
৩৮.মায়ানমার = মিন কো চিত তাই। 
৩৯.ভিয়েতনামিস = আনাহ ইউই এম (ছেলে মেয়েকে) এম ইউই আনাহ (মেয়ে ছেলেকে)।
৪০.থাইল্যান্ড = চান রাক খুন (ছেলে মেয়েকে) ফেম রাক খুন (মেয়ে ছেলেকে)। 
৪১.গ্রিক = সাইয়াগাপো। 
৪২.চেক = মিলুই তে।
৪৩.বর্মিজ = চিত পা দে। 
৪৪.পোলিশ = কোচাম গিয়ে। 
৪৫.মালয়ি = আকু চিন্তা কামু। 
৪৬.ব্রাজিল = চিতপাদে।
 ৪৭.হিন্দি = ম্যায় তুমছে পেয়ার করতাহুঁ। 
৪৮.জাপানী = কিমিও আইশিতের। 
৪৯.পাকিস্তান =মুজে তুমছে মহব্বত হায়। 
৫০.ফার্সি = ইয়ে তাইমে। 
৫১.সিংহলিজ = মামা ও বাটা আছরেই।
৫২.পাঞ্জাবী = মেয় তাতনু পেয়ার কারতা। 
৫৩.আফ্রিকান = এক ইজ লফি ভির ইউ (ছেলে মেয়েকে) এক হাত যাও লিফ(মেয়ে ছেলেকে)। 
 ৫৪.রোমানিয়া =তে ইউবেস্ক। 
৫৫.স্লোভাক = লু বিমতা। 
৫৬.নরওয়ে = ইয়েগ এলস্কার দাই। 
৫৭.স্প্যানিশ = তে কুইয়েবু। 
৫৮.ফিলিপাইন = ইনি বিগকিটা। 
৫৯.বুলগেরিয়া = অবি চামতে। 
৬০.আলবেনিয়া =তে দাসরোজ। 
৬১.গ্রীক = সাইয়াগাফু।
৬২.এস্তোনিয়ান = মিনা আর মাস্তান সিন্দ। 
৬৩.ইরান =সাহান দুস্তাহত দোহরাম।
 ৬৪.লেবানিজ = বহিবাক। 
৬৫.ক্যান্টনিজ = মোই ওইয়া নেয়া। 
৬৬.ফিনিশ = মিন্যা রাকাস্তান সিনোয়া।
 ৬৭.গ্রিনল্যান্ড = এগো ফিলো সু।
 ৬৮.আরবী = আনা বেহিবাক (ছেলে মেয়েকে)আনা বেহিবেক (মেয়ে ছেলেকে)।
 ৬৯.ইরিত্রয়ান = আনা ফাতওকি।
 ৭০.ইথিওপিয়ান = ইনি ওয়াডিসাল্লেহ। 
৭১.তেলেগু = নেনু নিন্নু প্রেমিসতুন্নানু।  
৭২.সুরিনাম = মি লোবি যোই।
ছবি- নিজের আঁকা।
তথ্য-সংগৃহীত।
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শুভ দুপুর আকাশ ভাই
ভাষা ভিন্ন হলেও ভালবাসা অভিন্ন। 
একেকজন একেকভাবে প্রকাশ করে তার মনের কথা ও ভালবাসা।
ধন্যবাদ।
ইতিমধ্যে আপনার গল্প পড়ে মতামত দিয়েছি। দু একটা আকার , ও কার ছাড়া বাকি সব ঠিক আছে।
২| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চোখের ভাষা চেয়ে বড় ভাষা আর কিছু নয়
সব দেশের সব নারী পুরুষের এ্টাই জনপ্রিয়
ভাষা। সার্বজনীন প্রেমের ভাষা "চোখের ভাষা"
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকাই চাই।
ধন্যবাদ নূরু ভায়া।
৩| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:০৯
ডার্ক ম্যান বলেছেন: অ্যাঁই তোওয়ারে ভালবাসি
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভালবাসায় সকলে ভাল থাকুক।
ধন্যবাদ।
৪| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিংহলিজ ভাষায়  'মামা ওই  ব্যাটা  আইছেরে --- ' না কি জানি কইলেন? এই  বলে প্রেম নিবেদন করতে গেলেতো নির্ঘাত মাইর খাইয়া আইতে অইবো  
 
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ওটা বলে আর মার খাওয়ার দরকার নেই। 
সেটা সুন্দর ও মধুর সেটাই বলুন।
ধন্যবাদ।
৫| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৯
হাবিব  বলেছেন: 
বিশাল কালেকশন.......
পরিশ্রমী কাজ করেছেন.......
শুভকামনা মাঈদুল ভাইয়ের জন্য
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ হাবিব ভাই।
সুন্দর দেখে যে কোন একটা বলুন ভাবীকে।
৬| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৪
আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ পাঠ, মন্তব্যে।
৭| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট চান রাক খুন  ![]()
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আগে নিন। তার পর কথা।
৮| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ও পোস্টের টাইটেলের [sb কেটে দিন
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
দিয়েছি কেটে।
ভুল বের করেছেন দারুণ ঘেটে।
৯| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: রাগ, ঘৃণা প্রকাশ করার কিছু নাই?
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অবশ্যই আছে। 
কার উপর রাগ দেখাবেন?
১০| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: এতোবার কেন বলেন...এতো ভাষায় কেন বলেন...মানুষ কি ভাববে?? 
 
১৪৩ হলো? 
 
 
  
  ![]()
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কেউ কিছু ভাববেনা।
বলুন যতবার খুশি
হাসুন যতবার খুশি।
বেঁচে থাকুন ভালবাসায়।
১১| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন: 
এত ভালবাসির দরকার নাই । 
ভালবাসা ভাল না ।
 
০৬ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভালবাসা ভাল নয়
এ কথা যে কয়
সে কি প্রতারিত হয়েছে ?
১২| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
সুমন কর বলেছেন: আগেও এমন পোস্ট সামুতে এসেছে.... ![]()
 
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
জানতাম না।
জানলাম।
ধন্যবাদ।
১৩| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:২৪
হাবিব বলেছেন: আরবীতে আনা না বললেও হবে, মেয়েদেরকে ওহিব্বুকি, ছেলেদেরকে ওহিব্বুকা
 
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ স্যার।
১৪| 
০৬ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:১০
আরোগ্য বলেছেন: ভালো পোস্ট মাইদুল ভাই । সময় মত কাজেই লাগবে।
হাবিব স্যার উহিব্বুকা আর উহিব্বুকি হবে।
 
০৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হুম।
কাজে লাগান।
ধন্যবাদ।
১৫| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০২
নজসু বলেছেন: 
ভিন্ন ভিন্ন ভাষা, অথচ আবেগ একই রকম।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হ্যা ভাইজান। ভিন্ন ভাষা কিন্তু আবেগ একই । ভাবতেই কেমন কেন লাগে।
ধন্যবাদ।
১৬| 
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন: জানা হলো অনেক কিছু।পোষ্টে ভালো লাগা।ধন্যবাদ
 
১৩ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাই আপনাকেও পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৪
নীল আকাশ বলেছেন: শুভ সকাল মাইদুল ভাই,
ভালোবাসার প্রকাশ একেক ভাষায় একেক রকম। সবচেয়ে গভীর হলো নি:শব্দে ভালোবাসার আদান প্রদান।
আর সেই ভালোবাসাই শ্রেষ্ঠ যেটা প্রিয় মানুষকে মুখ ফুটে বলতে হয় না..............
[ছবি - নিজের আঁকা হবে। ঠিক করে দিন।]
স্বাধীনতা যুদ্ধের নিশ্পাপ যুদ্ধ শিশুদের উপর একটা গল্প দিয়েছি আজকে। পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম.........
ধন্যবাদ আর শুভ কামনা রইল।