নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী রঙ্গ

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩০



খবর রটেছে যা চটেছে গাজী সাবের ব্লগ
টাইমমত এলার্ম দেয়নি আজ সাতটার ক্লক
আমেরিকা ছাড়ছে বিশিষ্ট চাদগাজী
এ খবর প্রচার করলো কোন সে পাজী।
সেতো আমেরিকা ছাড়বে না পরলে বোমা
এমন কথা বলিস না ভাই পাবিনা ক্ষমা
করোনায় বিশ্বমোরল পায়নিকো এতটুকু ছার
তাই বলে বাংলাদেশ কেন পাবে পাড়
মগজহীনদের এমন কথায় ভেঙ্গে পড়ে আকাশ
তারপর ডাকডাক গুড়গুড় ষড়যন্ত্রের প্রকাশ।
তােইতো চাদগাজী রেগেমেগে হয়ে গেছে টং
এটাতো আর নতুন নয়, নয় তার কোন ঢং
তাইতো কখনো অসি হাতে কখনো মসি হাতে
ব্লগে সর্প হয়ে দংশন করে দিন কিবা রাতে।
ভৃগুর সাপুড়ে কবিতা ধরিয়েছে মাথায় আগুন
আর মন ভোলাতে পাড়বেনা বাংলার ফাগুন
এ-রাজনীতি বুঝে, ও-অর্থনীতি জানেনা
সবাই যে সবটা বুঝেনা একথা সে মানেনা।
তর্কবাগীশের সাথে কেন ভাই করিস তবু তর্ক
এ ভয়েতে পালিয়ে বেঁচেছে ব্যাটা অর্ক
বুঝিনা তার এত জ্বালা -যাতনা কিসে
সবাইকে জ্বালিয়ে মারে মন্তব্যের বিষে।
জিংজিং, ম্যাওপ্যাও আর সব কত কি
সমালোচনার সময় ঢালেন যত ঘি
মতের মিল না হলে করবে দাতে কুটোকাটা
তবুও কেউ কেউ বিদ্রোহ করে দেখায় বুকের পাটা
আহা ব্লগের এই প্রানভ্রমরাকে কেন এত খোঁচানো
যোগ্য শিষ্যটিকে তেল না দিয়ে কেন এত বোচানো।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই এটাকে রঙ্গ হিসেবে নিয়ে আমোদিত হইতে পারেন কিন্তু সিরিয়াসভাবে নেয়ার জন্য না করা হইলো।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগ বোরিং হয়ে গেছে: বেশীরভাগ পোষ্ট ভুল ধারণার উপর লেখা, মানহীন, অপ্রয়োজনীয় বিষয়, পুরাতন ভাবনা, অন্তসার শুন্য। আসলে, ভুল জেনারেশনের সাথে সময় কাটছে।

২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

একেক জনের চিন্তা ভাবনা একেক রকম হবে এটাই স্বাভাবিক।

এখন মনে হতে পারে ভুল জেনারেশনের সাথে সময় কাটছে কিন্তু আর কদিন পরই মনে হবে ব্লগে এরা না থাকলে আসলে এত ভাবনা চিন্তা, বিষয় ,বৈচিত্র আসতো না।

ভাল থাকুন। আর এ প্রজন্মের চিন্তাধারা বুঝার চেষ্টা করুন।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন:   দারুণ লেখা ,বেশ ।

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭

রাফা বলেছেন:

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দু:খিত দুটি মন্তব্যেই কিছু নেই। তাই ০১ টি ডিলেট করে দিলাম।

কি বুঝাতে চেয়েছেন বুঝা গেলনা কোন সংখ্যা, চিহ্ন, শব্দ না থাকায়।

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৩

প্রেক্ষা বলেছেন: চাঁদগাজী সাহেব যখন "ম্যাওপ্যাও" শব্দটা উচ্চারণ করে তখন বেশ ভালোই লাগে।

আমেরিকা ঘুরতে গেলে ওনার সাথে অবশ্যই দেখা করা লাগবে।উনি যদি আবার বলে বসে এই ম্যাওপ্যাও টা আমার সাথে দেখা করতে আসছে ক্যান এই ভয়ে আছি।

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভায়া তখন আপনাকেও ম্যাও প্যাও বলবে না, অনার করবে।

ভাল থাকুন। ধন্যবাদ।

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: এই ব্লগের শ্রেষ্ঠ ব্লগার চাঁদগাজী।
যারা ব্লগ থেকে চলে যাবার তারা যাবেই। বছরের পর বছর ধরেই তো দেখছি, আসছে। যাচ্ছে। একদল লোক ব্লগে আসবে। আবার যাবে। অল্প কিছু লোক ব্লগে থেকেই যায়। তারাই আসল ব্লগার।

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শ্রেষ্ট কিনা জানিনা তবে ভীষন এ্যাটিভ ও ব্লগ সচেতন মানুষ।

ধন্যবাদ।

আসলেই আসবে যাবে এরই মাঝে কেউ কেউ রয়ে যাবে।

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

প্রেক্ষা বলেছেন: আহারে আমি ভাইয়া না তো....আপু

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! তাতে বা কি হলো।

আজকাল বোনকে ভায়া বা ভাই আকসার বলছে।

কথায় কথায় অনেক মেয়েও অন্যকে মেয়েকে ভাই বলে। যেমন- না ভাই পারবনা। আজ নয় কাল আসিস....।

ভাল থাকবেন আপু।

৮| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৮

আবদুর রব শরীফ বলেছেন: গাজী সাহেবকে ইদানিং দেখছি না, চোখ নিয়ে বড্ড সমস্যায় আছেন ৷

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

মাঝে মাঝে ওনার চোখে সমস্যা হয়। এটা ছাড়া উনি বেশিটা সময় ব্লগে ব্যয় করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.