নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কোথাও এমন ঘটনা ঘটেছে কি ?

০৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫৭




নিলয় ও নিরা অনেকদিন পর বাসা থেকে বের হলো সাথে তাদের ছোট্ট মেয়ে নাজিয়া। সময়টা সন্ধ্যার কিছুটা পরে। স্বামী-স্ত্রী পাশাপাশি হেটে যাচ্ছে আর কথা বলছে মুক্ত বিহঙ্গের মত। সুযোগ পেয়ে দুস্টু নাজিয়া হাটি হাটি পা পা করে সামনে অনেকটা দূর চলে গেল হঠাৎ কোথা থেকে তার পাশে দেখা গেল হাসান আংকেলকে। হাসান সাহেবের হাতের আংগুল ধরে নাজিয়া চলেছে আপন মনে তার রাজ্যের প্রশ্ন তুলে। আসলেই অনেকদিন পর যেন বসন্তের হাওয়া বইছে দুই কপোত-কপতীর মনে।

কিন্তু হঠাৎ বহুদূরের টঙ্গী ব্রিজে চোখ যেতেই আতকে উঠল নিলয় এবং সে থমকে দাড়ালো। নিরা ওকে এভাবে থেমে যেতে দেখে সেও তাকালো সেদিকে। তাদেরকে বিষ্ময়ে হতবাক করে দিয়ে একটি প্রাইভেটকার যেন পৃথিবীর নিয়ম ভঙ্গ করে আকাশের দিকে উড়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি বাস্তব না অবাস্তব তা বুঝে উঠার আগেই তারা শুনতে পেল আশে -পাশের মানুষের ভয়ার্ত আর্তচিৎকার। কারণ গাড়িটা যে ধেয়ে আসছে তাদের দিকে এবং যে কোন সময় আছড়ে পড়তে পারে।

নিরা ও নিলয় দ্রুত একটা দোকানে আশ্রয় নিল। নিরা চিৎকার করে বলে উঠলো আমায়ের মেয়ে! অগত্যা দু’জন ছুটে গেল হাসান সাহেবের বাসায় । নাজিয়া পুতুল নিয়ে খেলায় মগ্ন। ইশারায় নিলয় দম্পত্তি বুঝিয়ে দিল আমরা যাচ্ছি আবার ফিরে আসবো।

ঘটনা যেখানে ঘটেছে সেখানে গিয়ে দেখলো নিলয়ের বোন ও বোনের যা অনেক উৎসুক মানুষের ভিরের মধ্যে কি ঘটে গেল তা জানার চেষ্টা করছে। নিলয়কে তার বোন বলল-এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবেনা। চল চলে যাই। কিন্তু কেন ঘটল, কিভাবে ঘটলো এটা জানার প্রচন্ড ইচ্ছে হচ্ছে। ব্রিজ পার হওয়ার আগেই একজন নিলয়ের কথাটা শুনে বলে উঠলো- আমি বিষয়টা ভিতিও করতে পেরেছি। ব্যস আর যায় কোথায় দশ জোড়া চোখ মোবাইলে অপলক চেয়ে রইল সেই রহস্যময় ঘটনার ভিডিও রেকর্ডিং এর দিকে।

একটা প্রাইভেটকার দ্রুত গতিতে টঙ্গী ব্রিজ পার হচ্ছে। ব্রিজ এর শেষ মাথায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গড়াতে গড়াতে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। উল্পা-পাল্টা ডিগবাজি খাওয়া গাড়ি থেকে আচমকা একটা মোটরসাইকেল বের হলো। কিছুক্ষণ পর ঠিক একইরকম আরেকটা মোটরসাইকেল গাড়ির পেট থেকে বের হয়ে আগেরটার উপর পরে রইল। দেখে মনে হলো মৃত্যুভয়ে দুভােই জড়াজড়ি করে পড়ে আছে। তারপর গাড়িটি নদীর পানিতে গড়িয়ে না পড়ে আস্তে আস্তে উল্টো উপরের দিকে উঠতে থাকে এবং বার বার বাধা পেয়ে প্রচন্ড রেগে গিয়ে শুণ্যে ভেসে উপরের দিকে উঠতে থাকে ও বারবার এদিক সেদিক ছুটোছুটি করে আছড়ে পড়ার অভিনয় করে এবং মধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আংগুল দেখিয়ে অনেকক্ষণ ধরে বৃত্তের মত চক্রাকারে ঘুরতে থাকে নির্দিষ্ট একটা যায়গায় তার পর শুধু অন্ধকার আর কিছুই দেখা যায় না।

বাসায় ফিরতে ফিরতে নিলয় বলে- মোটরসাইকেল দ’টো আসলে মটরসাইকেল নয় অন্য কিছু। এরাই গাড়িটাকে শুণ্যে ঘুরাচ্ছে। তার মুখে এ কথা শুনে বাকি তিন জন যেন চমকে উঠলো। বোন বলল- এ কথা আর কাউকে বলবি না। সবাই যার যার বাসায় ফিরে গেল।

ভোরের আলো মাত্র ফুটে উঠেছে। নিলয় চোখ খুলে দেখে সকাল হচ্ছে। এটা কি তাহলে স্বপ্ন ! বাংলাদেশের কোথাও এমন ঘটনা ঘটেছে কি ? জানার জন্য সে সকাল সকাল ব্লগে পোস্ট দিয়ে অপেক্ষা করতে থাকলো।


ছবি-নিজের তোলা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫২

কল্পদ্রুম বলেছেন: দুঃস্বপ্ন ছিলো মনে হচ্ছে।তাও অপেক্ষা করে দেখুন কোন খবর পান কি না।

০৭ ই জুন, ২০২০ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন যাই বলি বাস্তবে এমন না ঘটলেই ভাল।

ধন্যবাদ।

২| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি যা লিখেছেন, ইহা কি গল্প, রহস্য, কোন ঘটনা? আপনি পোষ্টটাকে কোন ক্যাটেগরীতে ফেলতে চান?

০৭ ই জুন, ২০২০ সকাল ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টের শেষেতো বলাই আছে এটা স্বপ্ন। তাই এটা স্বপ্নের বর্ণনা মাত্র কোন ঘটনা, গল্প বা রহস্য নয়।

ধন্যবাদ।

৩| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের একটা স্বপ্নকে পোষ্ট হিসেবে দেয়া অনেকটা ছেলেমানুষী, মনে হয়। আপনার মনে হয়নি, আমি সামুর মতো ব্লগে এই ধরণের ছেলেমানুষী পোষ্ট কেন দিচ্ছি?

০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব সময় যে-গল্প, কবিতা, রাজনীতি, অর্থনীতি, সিরিয়াস পোস্ট দিতে হবে তার ই বা কি মানে ? ব্লগ খেড়োখাতা আপনার মন যা চাইবে তা নিয়েই পোস্ট দেতে পারেন (ব্লগীয় নিয়ম মেনে)।

এটাকে যদি স্বপ্ন না বলে গল্প বলে চালিয়ে দিতাম অনেকে হয়তো বাহ বাহ দিত।

আমাদের মত ইয়ংদের হয়তো মাঝে মাঝে ছেলে মানুষী ভাল লাগে আর তা আপনাদের মত বয়স্ক লোকদের বিরক্ত লাগে।

৪| ০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "এটাকে যদি স্বপ্ন না বলে গল্প বলে চালিয়ে দিতাম অনেকে হয়তো বাহ বাহ দিত। "

-সামুর পাঠকদের সম্পর্কে আপনার এই ধারণা?

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুর সব পাঠকের জন্য এক ভাবনা নয়। ভিন্ন জনের জন্য ভিন্ন ভিন্ন ভাবনা।

একেক জন সম্পর্কে একেক রকম ধারনা।

ভাল থাকুন।

৫| ০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: “স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্রভূপ,
অর্থ তার ভাবি ভাবি গবুনন্দ্র চুপ।

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই একজনের স্বপ্ন দেখে আরেকজন যদি ভাবে , সেই ভাবনার কোন কুল কিনারা করা যাবেনা।


ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: মানুষ যে কত অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে!!!!

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ যে কত অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে!!!! আসলেই এই স্বপ্ন দেখার শেষ নেই।

৭| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯

নেওয়াজ আলি বলেছেন: লকডাউনে ঘুম বেশী স্বপ্নও । বাস্তবে মরণ।

০৭ ই জুন, ২০২০ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বপ্ন কি আর লগ ডাউন মানে।

ধন্যবাদ।

৮| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৫

পদ্মপুকুর বলেছেন: শেষ লাইন শেষ না হওয়া পর্যন্ত একটু ধন্ধে ছিলাম- কি হচ্ছে! ভাগ্যিস এটা স্বপ্ন।
তবে বছর দুয়েক আগে কুমিল্লার ওখানে কাছাকাছি একটা ঘটনা ঘটেছিলো। ঢাকা চিটাগাং হাইওয়ে ধরে একটা বেবিটেক্সি আসছিলো। কুমিল্লার ওই এলাকায় যে বেবিটেক্সিগুলো চলে, সেগুলোতে ঢাকারগুলোর মত সিকিউরিটি গ্রিল আটকানো থাকে না।

গলি থেকে একটা কমবয়সী ছেলে প্রচণ্ড গতিতে মোটরবাইক নিয়ে মূল সড়কে উঠতে চাইছিলো। ওই সময়েই বেবিটেক্সিটা তার সামনে এসে পড়ে এবং কিভাবে যেনো সে মোটরবাইকসহ বেবিটেক্সির প্যাসেঞ্জার কেবিনে এপাশ থেকে ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটা কিভাবে ঘটেছিলো ব্যাখ্যা করা মুশকিল, কিন্তু হয়েছিলো। ছেলেটা প্রচণ্ডরকম আহত হলেও আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলো।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ।

ইচ্ছে করলে এটা একটা গল্প বানাতে পারতাম। স্বপ্নটাকে স্বপ্ন হিসেবে রেখে পোস্ট দেয়াতে মুরুব্বি বলেছেন- ছেলে মানুষী কেন করছি ব্লগে ?

আসলে অনেক মিরাকল ঘটনা ঘটে বাস্তবে। অনেকে বেচে যায়, কেউ কেউ মরে যায়। অভিজ্ঞা শেয়ারে কৃতজ্ঞতা।

ইউটিউবে এমন অলৌকিক বেচে যাওয়ার ভিডিও দেখে অবাক হয়েছি।

ভাল থাকুন।

৯| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:২১

পদ্মপুকুর বলেছেন: এবং আপনিও তার উত্তরে বলেছেন- স্বাধীনতা (ব্লগ) তুমি যেমন ইচ্ছে তেমন আমার কবিতা লেখার খাতা....। আমিও তাই মনে করি।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর এ জন্যই আমরা একটা নির্দিস্ট ছকে ব্লগে আটকে থাকিনি।

ফিরতি মন্তব্যে ধন্যবাদ।

সুস্থ থাকুন ভাল থাকুন করনাকালের এই সময়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.