নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আসসালামুআলাইকুম
দুপুর ০১।০০ ঘটিকা
ব্লগীয় সংবাদ পড়ছি মোঃ মাইদুল সরকার।
জুন মাসের গরমে সাদা মনের মানুষ ট্রাভেলার মাসুদের মত ঘুরছে তাই বিষন্ন পথিক পদ্ম পুকুরে বৃষ্টিবিন্দু ঝড়ে পড়া দেখছে। ব্লগের দুর্দিনে কাল্পনিক ভালবসা যে কষ্ট করেছেন তা সবারই জানা। তাইতো ব্লগটা ব্লক মুক্ত আর এ কারণেই ব্লগমাস্টার, মাস্টার দা, সামু পাগলীর পদচারনায় আবারও মুখর হয়ে উঠেছে আমাদের প্রিয় সামু ব্লগ।
এদিকে শায়মা ও মনিরা সুলতানার ঢাবিয়ান জীবনে স্বপ্নের সঙ্খচিলের দেখা না পেলেও স্বপ্নবাজ সৌরভ স্বপ্নময় স্বপ্নের পথচারী হতে চায়। এই না ব্যাপার দেখে রাজা সাহেব বলেছেন-সম্রাট ইজ বেস্ট, তাইতো খুশি আমি তুমি আমরা।
ওদিকে খেয়াঘাটে রেজা ঘটক বিদ্রোহী ভৃগুর জন্য অপেক্ষা করছেন। দুঃখহীন পৃথিবীতে মূর্খ বন মানুষ আমি মানুষ বলে দাবি করেছেন। বন্ধু তুহিন প্রাঙ্গনে মোর তাই কি করি আজ ভেবে না পাই। রুপক বিদৌধ সাধু ভাবছেন নীল আকাশে কি সূর্য কলঙ্কে পর্যবেসিত হলো। খায়রুল আহসান ও অপর্না মন্ময় মাকার মাহিতা নয়।
খাজা বাবা অকপটে নজসুর ভাগ্যরেখা বলে দিচ্ছেন তােইতো আরোগ্য হয়েও আনমোনা চঞ্চল হরিনী।কাজী ফাতেমা ছবির জীবনে এসেছে করুনাধারা। বোকা পুরুষ একাল সেকাল ভুলে নিজেকে অখ্যাত নবাব মনে করে চানাচুর খেতে খেতে বকের উড়াউড়ি দেখছে আর শিয়াল ও কুকড়ার ডাকাডাকি শুনছে।
শের শায়েরী অজ্ঞ বালক নয় মেঘ প্রিয় বালক। ঘুটুরি সোনাবীজ অথবা ধুলোবালি ছাই ঘাটতে ঘাটতে নিভৃতার স্বপ্নে হাসান কাল বৈশাখী হাজির। চাঁদগাজী রাজীব নুরকে বলেছে-যুক্তি না দিলে যুক্তি দাও। হাসু মামা এক অশিক্ষিত মানুষ সেটা ভাবতে লাইলা বানুর দায় পড়েছে। নেওয়াজ আলী আর ভুয়া মফিজ শিখা রহমান, রাবেয়া রাহিম এর কবিতা পড়েনি জানেনা রুপম রেজওয়ানের ইতিহাসের পাতিহাস।
তারেক ফাহিম, তারেক মাহমুদ বাংলার মেলায় দাওয়াত করেছে আমি প্রবাসী ওমেরা ও সোহানীকে। নতুন এখন কলাবাগা-১ এ আছে তাই সুপারডুপার পাঠকের প্রতিক্রিয়া জানানোর এখনই সময়। স্রাঞ্জি সে নাকি সিগন্যাস ও কাইকরের খোঁজ জানেনা। ইসিয়াক ও সেলিম আনোয়ারের কাব্যে বিচার মানি তাল গাছ আমার নেই।
রাকু হাসান ও পদাতিক চৌধুরী ফেনায় গা ভরেছেন। শাহরিয়ার কবির মৌমুমুর অচেনা হৃদির অন্বেষনে ভ্রমরের ডানায় ভর করেছেন। মিরর ডল বিলিয়ার রহমানের জন্য ঘুড্ডির পাইলট হতে পারে। পলক শাহরিয়ারের কাছের মানুষ কে ? নীলমনি, নীলপরি, মুক্তা নীল নাকি আমি মুক্তা ?
মাহমুদুর রহমান সুজন ল পড়ছেন তারই সাইনবোর্ড ঝুলিয়ে ফয়সাল রকিকে স্নিগ্ধ মুগ্ধতায় আবিষ্ট করেছেন। জাহিদ অনিক, রুবী ইয়াসমীন ও বেবিজামানের কবিতায় পাঠক বৃদ্ধি পাচ্ছে তাইতো সোনালী ডানার চিল উড়ছে ব্লগে।
বিজ্ঞাপন বিরতি......
ছবি ক্রেডিট নিজের।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিজ্ঞাপন বিরতীর পর দেখা পাবেন।
ধন্যবাদ।
২| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:১১
ভুয়া মফিজ বলেছেন: চাঁদগাজী রাজীব নুরকে বলেছে-যুক্তি না দিলে যুক্তি দাও। নাকি যুক্তি না দিলে মুক্তি দাও?
ভুয়া মফিজ শিখা রহমা, রাবেয়া রাহিম এর কবিতা পড়েনি শিখা রহমা??? তবে কথা সত্যি। কিন্তু জানেনা রুপম রেজওয়ানের ইতিহাসের পাতিহাস। এইটা ঠিক না, সে আসলে জানে!!!
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনারটাও ঠিক আছে তবে বোল্ড করা শব্দগুচ্ছ ব্লগারদের নিক তাই এটাই ব্যবহার করেছি যুক্তি দাও...। পোস্ট টা ঠিক ১।০০ সময় দিয়েছিতো তাই তাড়াহুড়োয় টাইপো হয়েছে ঠিক করে দিয়েছি।
ইতিহাসের পাতিহাস নামে একজন ব্লগার আছেন.....।আর এটাতো ফান অন্য কিছু নয়। হা..।হা..হা...।
ধন্যবাদ।
৩| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: কিছু বলতে হবে? কি বলবো মনে পড়ছে না।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ কিছু বলতে হবে না।
৪| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। সংবাদগুলো রসময় ছিল কিছু কিছু নাম বোল্ড হতে সময় পায় নাই
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বোল্ড করেছি জনাব। সময় কম ছিল ০১ টার সংবাদ ০১ টায় পোস্ট দিয়েছি তো তাই।
ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: ভাই আপনার জন্য এক পোটলা জিলাপি আমার তরফ হতে । শুভেচ্ছা ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিকেলে মুড়ি জিলাপী সাথে মসলা চা মন্দ হবেনা ভাই। আসেন এক সাথে খাই । ধন্যবাদ।
৬| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন বিস্ময়কর সংবাদ পাঠ
বিজ্ঞাপন বিরতির পর্ আবার তবে আসতে হয়
+++++
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিজ্ঞাপন বিরতির পরে সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করায় ধন্যবাদ কবি।
৭| ০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ অনেক মজার হয়েছে
০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ছবি আপু। সাথেই থাকুন।
৮| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭
রাকু হাসান বলেছেন:
ভাই কিভাবে সম্ভব ! এই পোস্টটি ব্লগীয় সম্প্রতির সেতু বন্ধন হিসাবে কাজ করবে । ভিন্নধর্মী। দরকার আছে এমন পোস্টের ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে রঙ্গ-রম্য না হলে পানসে লাগে তাই এই আয়োজন।
ধন্যবাদ মূল্যায়ন করার জন্য।
৯| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন লেখা সাজিয়েছেন ।
বিচার মানি তালগাছ আমার কেন যে আমার হবে না তালগাছের উপর অপ্সরা ছিলো তো। তাছাড়া কাল্পনিক ভালোবাসার সাইনবোর্ড এ নাম লিখে রেখেছি তাজা কলমে এটা সবার জানা ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় আপনার নিজস্ব একটা স্টাইল আছে, পাঠক সেটাই ভালবাসে।
ধন্যবাদ ও শুভকামনা কবির জন্য।
১০| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৭
পদ্মপুকুর বলেছেন: এদিকে আমাদের ভার্চুয়াল সংবাদদাতা সামু জানিয়েছেন মান্নাদের নিখিলেশ প্যারিসে থাকলেও মোঃ মাইদুল সরকার গঠন করেছে সামহ্যোয়ারইন ব্লগে। তাঁর মন্ত্রী পরিষদে আছেন বিশিষ্ট ব্লগাররা।
পোস্টে অসংখ্য প্লাস।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! ব্লগাররা মিলে যদি কফি হাউসে আড্ডা জমানো যেত তবে দারুণ হতো। সামুর কল্যানে প্রতিদিনই এখানে যে আড্ডা, আলোচনা, সমালোচনা চলে এর বিকল্প আর কোথায় পাব।
+এ ধন্যবাদ জানবেন গুণী।
১১| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালইতো। ধন্যবাদ দাদা।
১২| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১১
সাইন বোর্ড বলেছেন: অনবদ্য প্রয়াস, মুগ্ধ হলাম পড়ে ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সেই মুগ্ধতা মেখে নিলাম চোখে মুখে।
১৩| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:২৬
মুক্তা নীল বলেছেন:
মাইদুল ভাই ,
রম্য মজার হয়েছে । নীল একটু বেশি হয়ে গেছে --
এটা অবশ্য আমার কথা না ব্লগের প্রিয় একজন
গুরুজনের কথা ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ মুক্তা নীল আপু।
নীলের ছোয়ার ব্লগটাও হোকনা স্বপ্নময় নীল।
ভাল থাকবেন।
১৪| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: এক পোষ্টে সমস্ত ব্লগারদের বন্দী করে ফেলেছেন।
জাস্ট গ্রেট।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম তারই চেষ্টা করা হয়েছে।
ভাল বলেছেন ভাই।
ধন্যবাদ।
১৫| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬
খায়রুল আহসান বলেছেন: সংবাদ বিচিত্রা বেশ মজার হয়েছে। শেষের দুটো লাইন সবচেয়ে ভাল হয়েছে।
০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
বিচিত্র সংবাদে মজা পেয়েছেন জেনে ভাল লাগলো।
সংবাদের বাকি অংশে অগ্রিম আমন্ত্রন।
১৬| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৭
মীর আবুল আল হাসিব বলেছেন: কেমনে কী???
মাথা ঘুরছে.............. আমার..........
০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনি এমনি সাজিয়ে ফেললাম হাসিব ভাই।
ধন্যবাদ।
১৭| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
কেমন শিশুতোষ শিশুতোষ ব্যাপার স্যাপার, ইন্টারেষ্টিং মনে হয়নি
০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি আদৌ কিছুতে মজা পান ?
ইট ইজ ভেরি ভেরি ইন্টারেষ্টিং।
ধন্যবাদ।
১৮| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিভা কে লুকিয়ে রাখা যায় না
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: একদম হাছা কতা। ধন্যবাদ ভাই কিতা হুনাইলেন।
১৯| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... গভীর গবেষণার ফল। ক্রিয়েটিভ!
অনেক অনেক শুভেচ্ছা!
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গবেষণা আর কই করতে পারলুম..........যাক আপনাদের ভাল লাগাই প্রাপ্যতার পূর্ণতা।
২০| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে...
আমার সঙ্গে ছোট ভাই রাকুর গা ফেনায় ভরে গেছে...
দারুণ রম্য হয়েছে। ++
শুভেচ্ছা প্রিয় মাইদুল ভাইকে।
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় পদাতিকদার আগমন সবসময়ই ভাললাগে। ধন্যবাদ।
২১| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:০২
সোহানী বলেছেন: বিজ্ঞাপন বিরতীর পর দেখা পাবেন।........... বিরতী কি শেষ হয়েছে?? চলুক এমন রম্য!
নতুন রম্য বটে !!
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। আজ বাকিটা পাবেন আশা করছি।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
২২| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:০৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসম অসম
মাঝে মধ্যে এরকম খাসা পোস্ট দেয়া প্রয়োজন । + একটা দিসি বেশি দেয়ার মত অপশন থাকলে বেশি দিতাম।
তয় রিটিং ১০০/১০০ দিলাম ।
১০ ই জুন, ২০২০ সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই না থু:ক্কু মামা আপনার মন্তব্য মনটা ভইরা গেছে। আহ শান্তি।
ধন্যবাদ।
২৩| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:২৫
মা.হাসান বলেছেন:
সমৎকার হৈসে।
মাঝে মাঝে এই রকম পোস্টের দরকার আছে।
১০ ই জুন, ২০২০ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আছে বৈকী। ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
২৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১০:৩৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার চমৎকার মন্তব্য বেশ লাগছে। ধন্যবাদ দিদি।
২৫| ১০ ই জুন, ২০২০ রাত ১:৪৭
রুদ্র নাহিদ বলেছেন: এ দেখি বিরাট কারবার!!
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। বিরাট কারবারে আপনার উপস্থিতি ভাল লাগলো।
২৬| ১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫১
হাসান মাহবুব বলেছেন: জোস!
১০ ই জুন, ২০২০ সকাল ৯:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ গুণীজন।
২৭| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫
মোস্তফা সোহেল বলেছেন: অনেক কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ।
১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ সোহেল ভাই। মাত্র সংবাদের বাকি অংশ পোস্ট দিলাম -আপনিও যে আছেন সেখানে।
ভাল থাকুন।
২৮| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট আমার খুবই ভালো লেগেছে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা। মন খারাপের দিন শেষ হোক দ্রুত।
২৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: হা হা সবচেয়ে মজার ঘুটুরী সোনাবীজ! হা হা হা
সোনাবীজ ভাইয়ার মত এমন এক ভালোমানুষকে ঘুটুরী বানিয়ে দিলে!!!!!!!!!!
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শায়মা আপু ভুল বুঝেছেন ঘুটুরী ওনাকে বানাইনি। ঘুটুরী নামে একজন ব্লগার আছেন। তিনি সোনাবীজ ভাইকে ঘেটে দেখছেন কতটুকু ভাল বা মন্দ এই আর কি হা.হা.হা.............।
ধন্যবাদ।
৩০| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার রম্য সংবাদের জন্য মাই্দুল ভাইকে
ধন্যবাদ। কিন্তু খবরে তার কোন খবর নাই !!
কেন?
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিতো খবর পড়ছি তাই আমার কোন খবর নেই।
ধন্যবাদ নুরু ভাই।
৩১| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:২১
মিরোরডডল বলেছেন: “বোকা পুরুষ একাল সেকাল ভুলে নিজেকে অখ্যাত নবাব মনে করে চানাচুর খেতে খেতে বকের উড়াউড়ি দেখছে আর শিয়াল ও কুঁকড়ার ডাকাডাকি শুনছে”
মজার
১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে ব্লগারদের নিক দিয়ে লাইন মিলানোটা কঠিন ছিল তারপরও আপনাদের ভাল লেগেছে এটাই স্বার্থকতা।
ধন্যবাদ আপনাকে।
৩২| ১১ ই জুন, ২০২০ সকাল ১০:০০
নতুন নকিব বলেছেন:
সুন্দর বিনোদন। +
১১ ই জুন, ২০২০ দুপুর ১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিনোদনে মন্তব্য রাখায় ধন্যবাদ প্রিয়।
৩৩| ১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৩০
নীল আকাশ বলেছেন: পোস্টের জন্য অনেক কষ্ট করেছেন।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কষ্ট করার মজাও পেয়েছি এত লাইক, কমেন্ট, মল্যায়ন। হা.......।হা....।হা......।
ভাল থাকুন নীলদা।
৩৪| ২০ শে জুন, ২০২০ রাত ১০:৩৫
আমি তুমি আমরা বলেছেন: বাহ, ভাল লেগেছে। আমিও একবার এভাবেই চেষ্টা করেছিলাম।
২১ শে জুন, ২০২০ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৮
ঢুকিচেপা বলেছেন: বাহ্ এটাতো চমৎকার একটা পোস্ট ছিল। আজকে নতুন পোস্টের লিঙ্ক ধরে এলাম।
ছোটবেলায় দেখতাম মামা সিনেমার নাম দিয়ে এমন করতো। এটা আমার কাছে খুব কঠিন লাগে।
আপনারটা দারুণ হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিংক ধরে পোস্ট পড়ে মন্তব্য করায় ধন্যবাদ জানবেন প্রিয় ভাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: !!!!!!