নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় সংবাদ (রম্য-রঙ্গ-১৯)

১০ ই জুন, ২০২০ দুপুর ১২:২৯




বিজ্ঞাপন- আপনি জানেন কি গড়লই প্রথম নিয়ে এল এদেশে প্রষন্ন প্রহরে যাযাবর জোনাকীরঙ্গভূমির রঙ্গমেলায় দেশ প্রেমিক বাঙালীর রেড ইন স্কাই শপে আসুন আর সুখী মানুষ হতে চোখ রাখুন ব্লগ পর্দায়।
বিজ্ঞাপন বিরতীর পর আবারও ফিরে এলাম সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

গোপন সূত্রে খবর পাওয়া গেছে-ইতি সামিয়ার পর সুমন কর বিজন রয় এর সাথে মোস্তফা সোহেলের কথাকথিকেথিকথন বন্ধ। হাসান রাজুমা.হাসান কবে রাশিয়া নিয়ে কথা বলবে তা জানা যায়নি। বোকা মানুষ বলতে চায়-নেক্সাস বিহীন জন রেসীর সাহসী সন্তানেরা বিজয় ছিনিয়ে এনেছে। শুনলেন কাউসার চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।

এদিকে গোর্কী পাঠে মগ্ন প্রবাসী পাঠকপ্রফেসর শঙ্কুর জোকস পড়ে গিয়াসউদ্দীন লিটনকিরমানী লিটন অজ্ঞান তাই দেখে হাসছে মির্জা বড়ির বৌরানীল সাধুর বিবেকহীন জ্ঞানী বাক্য শূণ্য সারমর্ম নয় তা বুঝতে পরেছেন নুরুন নাহার লিলিয়ান

অবাক করা খবর হলো-ডি মুন এর উদাসী স্বপ্ন ধরা পড়েছে নিরীক্ষক৩২৭-এ। পল্লব সালেকিন অগ্নি সারথীর হাত ধরে ভোরের সূর্য পেড়িয়ে মেটালক্সাইড কে জানিয়েছে বাধা মানিনা

দেশের খবর জানাচ্ছেন মি.বিকেলঅরন্য রাখাল নেই, নেই মুচীসাত সাগরের মাঝি তাই বেড়েছে জাতীর বোঝানূর মো নূরু সত্যপথিক শাই্য়্যান ক্যাবলা কান্ত নয় যেমন নয় আমি সাজিদ শ্রাবন আহমেদ

কালো যাদুকরের হাতে বন্দি বানেছা পরী। এদিকে জনমদসীকে মুক্তি দিয়ে জাতির শ্বশুর মহাসমন্বয়ে হয়েছেন অদ্বিতীয় আমি। জানা গেছে সচেতন হ্যাপী এখন কালনী নদীর তীরেহাসান মাহবুবঠাকুর মাহমুদ চোরাবালিতে আটকে গেছেন। প্রফেসর সাহেব গেছো দাদার কান্ড দেখে নীচু তলার উকিলের পরামর্শে ডেকে এনেছেন শান্তির দেবদূতকে


কল্পদ্রুম নাকি দেখেছেন ইব্রাহীম আই কে ত্রিশঙ্কু হয়ে ইমন জুবায়েরকে পাঠ করছেন আর ভাবছেন অদ্বিত সরল পাঠদূর্যেোধন নির্বাক কাকতাড়ৃয়া তাড়াতে টারজান০০৭কে খুঁজছেন। চিরচেনা বন্ধু শুভর উপর ডার্ক ম্যানের ছদ্মবেশী ভূত পালিয়েছে নতুন নকীবকে দেখে। তাইতো রাফার আলোকিত পৃথিবীতে জ্বলে উঠেন অনল চৌধুরী

কৃষিজীবী মেঘনা পাড়ের ছেলে পাখিটাকে উড়িয়ে দিল। রুদ্র নাহিদমাঈনউদ্দিন মইনুল নুরুলইসলা০৬০৪ ঠিকানায় যে পার্সেল পাঠিয়েছেন তা ভুলে খুলে ফেলেছে ক্ষুদ্র খাদেম

করোনার এ সময়ে আহমেদ জী এস, মলাসইলমুইনাহেনা ভাই ড. এম এ আলী ড. অমিতাভ অরন্যের শরনাপন্ন হয়েছেন। করোনা মুক্ত পৃথিবীতে ব্লগের জন্য দিশে হারা রাজপুত্র না হয়ে অনন্য দায়িত্বশীল আমি হওয়া সকলের প্রয়োজন।

সংবাদ শেষ হলো। সাথে থাকার জন্য ধন্যবাদ।


ছবি ক্রেডিট নিজের।
যারা সংবাদের প্রথম পর্ব মিস করেছেন তাদের জন্য লিংক-ব্লগীয় সংবাদ (রম্য-রঙ্গ-১৮)

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: হা হা মজার সংবাদ.... :P

১০ ই জুন, ২০২০ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

পড়েছেন জেনে ভাললাগলো।

ধন্যবাদ আপু।

২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: অনেক মজা লাগলো করোনা মুক্ত সংবাদ পড়ে =p~
টিভি খুললেই তো শুধু ভাইরাসের গল্প মাইদুল সরকার।
+

১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

করনালাগে যাতে ব্লগবাসী একটু হাসতে পারে তারই চেষ্টা।

+ ও মন্তব্যে ধন্যবাদ পর্যটক আপু।

৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০১

কল্পদ্রুম বলেছেন: রম্যতে নাম দেখিয়া রোমাঞ্চিত।পোস্টে যোগ চিহ্ন।

১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়েছেন জেনে ভাল লাগলো আর যোগ চিহ্নে কৃতজ্ঞতা।

৪| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং করাই ছেড়ে দিবো। অনেক সহ্য করেছি। আর না। এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে এত দিন জেনারেল করে রাখবে।
এর মধ্যে ইসিয়াক ভাইকেও জেনারেল করা হয়েছে? উনার অন্যায় কি? সে আমাকে নিয়ে পোষ্ট করেছে?

১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

না না রাজীব ভাই রাগ করবেন না, ব্লগ ছাড়বেন না।

আমরা আছি আপনার সাথে।

ভাবুনতো আপনাকে নিয়ে ব্লগাররা গল্প , কবিতা, চিঠি পোস্ট করছে এটা কি কম পাওয়া?

৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

কল্পদ্রুম বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং করাই ছেড়ে দিবো। অনেক সহ্য করেছি। আর না। এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে এত দিন জেনারেল করে রাখবে।
এর মধ্যে ইসিয়াক ভাইকেও জেনারেল করা হয়েছে? উনার অন্যায় কি? সে আমাকে নিয়ে পোষ্ট করেছে?

আপনাকে নিয়ে তো আরো কয়েকজন লিখেছে।সবার কি একই শাস্তি!

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না না সবার জন্য এক শাস্তি হবে কেন ? সবাই তো আর নিয়ম লঙ্গন করছে না।

ধন্যবাদ।

৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই,
সামহোয়্যারইন ব্লগে অনেক ব্লগার ব্লগারদের নাম উল্লেখ করে কিছু না কিছু লিখেন তাতে কখনো আমার নাম থাকে না। আমি পরিক্ষা পাশের রোল নাম্বারের মতো আমার নাম খুঁজি! অবশেষে নাম না পেয়ে কিছুটা আশ্চর্য যে হই না তা নয় তবে স্বস্তি পাই এই ভেবে সমগ্র জীবন হিট লিস্টে হোক আর ফিট লিস্টে আমার নাম শির্ষ দশে চলে এসেছে, ব্লগে কারো লেখাতে নাম আজ নাই বা আসুক।

আপনার লেখা যথার্থ, আফ্রিকার জঙ্গলে সত্যি সত্যি চোরাবালি দেখার সুযোগ হয়েছে। আমরা বেশ কিছু চোরাবালি বালি ও পাথর দিয়ে ভরাট করেছি। হাসান মাহবুব ভাই আমার পছন্দের মানুষ, হাসান মাহবুব ভাইয়ের বিষয়ে জানিনা তবে আমি প্রায়ই চোরাবালিতে আটকে যাই, ব্লগার চোরাবালিকে আমার শুভেচ্ছা। আর আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগারদের নামের তালিকা নিজের নাম দেখতে পেলে সবাই আনন্দিত হয়। কিন্তু কেন আপনার নাম লিস্টে থাকেনা জানি না।

হতে পারে অনেক নামে ভীরে ভুলে আপনার নামটা বাদ পড়ে যায় অন্য কারণও হতে পারে।

আপনার আফ্রিকা ভ্রমণে চোরাবালির তথ্য জেনে ভাললাগলো।

আপনার জন্যও শুভকামনা। ধন্যবাদ।

৭| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:২৫

সাইন বোর্ড বলেছেন: দারুণ তো, চলতে থাকুক...

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলছে........।চলবে..........।
সাথে সাকার জন্য ধন্যবাদ।

৮| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মাইদুল ভাই আপনাকে ধন্যবাদ
দুই দিন যাবত রম্য সংবাদ পরিবেশনের
জন্য। তবে আমার বিষয়ে একটু ভুল তথ্য
প্রদান করা হয়েছে বলে আমার ধারনা।
সত্যপথিক সাইয়ান ক্যাবলা কান্ত না হলেও
আমি কিন্তু শেষ বয়সেও ক্যাবলা কান্তই রযে
গেছি। সাপকে দঁড়ি ভাবার খেসারত দিচ্ছি।

কবি ইসিয়াক ভাই নাকি এখন সাধারণ ব্লগার !!
খুবইকষ্ট পেলা!! তাকেসহ অন্যান্যদের যাদের
জেনারেল করা হয়েছে তাদেরকে পুনরায় সে্ফ
স্টাটাস দেবার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি আশ্চার্য আপনি সাপকে দড়ি ভেবে ভুল করেছেন তাহলে আমাদের অবস্থা কি হবে ভায়া !!!


সবাই সেফ থাকুক।

ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

জুন বলেছেন: আমাদের প্রিয় একজন ব্লগার রাজীব নুরের অপরাধটা কি একটু জানতে পারি? কি নিয়ম কানুন ভংগ করেছেন উনি জানেন কিছু? যার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে?

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার যতটুকু মনে হচ্ছে-কোন একজন ব্লগার সুরভী ভাবিকে আক্রমন করে মন্তব্য করেছেন এবং নূর ভাই তার প্রতিকার করতে গিয়ে প্রতিমন্তব্যে ভাষার ব্যবহারে মেজাজ হারিয়েছেন ফলালফ জেনারেল।

ধন্যবাদ।

১০| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য কবিতা লিখবো আমি। কিন্তু টাকা পয়সাসহ আরো বিভিন্ন চিন্তায় মাথা শূণ্য । মাহামুদ ভাই আপনি এবং যাযাদির হাত ধরে আমার মত লক্ষ লক্ষ লেখক হয়েছে । যাদের বুকে নিরবে রয়েছেন। যদি কখনো দেখা হয় তাহলে বুকে নিবো। রাজিব ভাই সবুরে মেওয়া ফলে।

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিখেন যত পারেন লিখে যান। মনের আনন্দের সাথে অন্য্ সব তুচ্ছ।

ঠাকুর মাহমুদ ভাই ও আপনার জন্য শুভকামনা।

১১| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই নেওয়াজ আলি, আপনাকে আমি খুবই পছন্দ করি। সাপ্তাহিক যায়যায়দিনের সাথে আমার অনেক অনেক স্মৃতি। আর সাপ্তাহিক যায়যায়দিনের প্রতিটি লেখকের প্রতি প্রতিটি পাঠকরে প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ছিলো - আছে - থাকবে অনন্তকাল।

১০ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যায়যায়দিন ভাল থাকুক আপনিও ভাল থাকুন।

১২| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:২৮

মিরোরডডল বলেছেন: হাসান মাহবুব ও ঠাকুর মাহমুদ চোরাবালিতে আটকে গেছেন

দারুণ !!!! :)

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আসলে এটাতো ফান তাই কেউ কিছু মনে করছেনা। যেমন ঠাকুর মাহমুদ ভাই চোরাবালি ভাইকেও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: রঙ্গ করা ভালো।
কিন্তু সেই রঙ্গে যেন আমার সমস্যা না হয়ে দাড়ায়। আমার অবস্থা তো দেখেছেন?
কোন কথা কার গায়ে লেগে যায়।
অবশ্য আমি দেখেছি- মানুষ যা ই লিখুক কারো না কারো বিরুদ্ধে ঠিক যায়।

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ দাদা।

আসলে রঙ্গ, ফান যদি গায়ে মাখে কেউ তবে ব্লগেতো এ জাতীয় পোস্টই দেওয়া যাবে না।

কেউ যদি ধরে নেয় আমার বিরুদ্ধেই লিখাটা লিখেছে তবে বিপত্তি বাধতে সময় লাগে না।

১৪| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দারুণ সব ব্যাপার :)

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।

১৫| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মেটালক্সাইড বলেছেন: দাদা, বিজ্ঞাপন বিরতিতে ২৪ঘন্টা লাগিয়ে দিলেন যেখানে রেডিও টিভিতে ২০মিনিট রিফ্রেস্মেন্ট। সংবাদ শেষ হইল খেলার সংবাদ না দিয়া। যেখানে কোচ চাঁদগাজীর ডিরেকশনে বোলার রাজীব নূর ঘুঘলি মাইরা ব্যাটসম্যান নুর মোহাম্মদ নূরুকে ফাঁদে ফেলিতে গিয়া নিজেই ফান্দে পড়িয়া বগা কান্দে অবস্থায় পতিত হইয়াছেন (রম্য হিসেবে)।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা দাদা তা করে উপায় কি কারণ পুরোটাতো আর আমার আগে থেকেই সাজানো ছিল না। তাই ১ দিনের অপেক্ষা। করোনায় খেলা বন্ধ তাই খেলার খবর নেই । অবশ্য আপনারটা ভাল হয়েছে খেলা হিসেবে নুরু ভাই ফাঁদে পড়ে নাই।

হা....।হা.......।হা.......। ধন্যবাদ।

১৬| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!! বেশ ইন্টারেস্টিং!

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক তাহলে আপনার মনে ধরেছে।

ধন্যবাদ কা ভা ভাই।

ভাল থাকুন।

১৭| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা ! বেশ মজারতো !!!
করোনা সময়ে ব্লগাররা বিরাট মেন্টাল প্রেসারে আছেন। এই সময়ে এধরনের পোস্ট আমাদেরকে কিছুটা স্বস্তি দেয় বৈকি !

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হুম ভায়া সেই বিবেচনায় করেই এই পোস্ট।

ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

১৮| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৪৬

শের শায়রী বলেছেন: রাশিয়া নিকটি বোল্ড হয় নি :)। পছন্দ হয়েছে ভাই।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

বোল করেছি দাদা। আপনার দৃষ্টিশক্তির প্রসংশা করতে হয়। পছন্দ হয়েছে জেনে ভাললাগছে।

ধন্যবাদ।

১৯| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি হয়ে ওঠুক সবাই । দিশেহারা রাজপুত্র আর নয় । !:#P

১১ ই জুন, ২০২০ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম তাই হওয়া দরকার কবি।

ধন্যবাদ।

২০| ১০ ই জুন, ২০২০ রাত ১০:০০

সাহাদাত উদরাজী বলেছেন: আনন্দে কাটুক সময়।

১১ ই জুন, ২০২০ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম তাই হোক আপনার, আমার সকলের।

ধন্যবাদ।

২১| ১১ ই জুন, ২০২০ রাত ২:০২

কিরমানী লিটন বলেছেন: করোনাকালের রম্য লিখায় নিঁখোজ সংবাদে নিজেকে আবিষ্কার করলাম। :)
ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা....

১১ ই জুন, ২০২০ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার জন্যও শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

২২| ১১ ই জুন, ২০২০ সকাল ১০:০২

নতুন নকিব বলেছেন:



দারুন মজার সংবাদ রম্য! +

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২৩| ১১ ই জুন, ২০২০ সকাল ১০:২১

খায়রুল আহসান বলেছেন: রম্য সংবাদ পাঠ চলতে থাকুক!

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবারও কোন একসময় হাজির হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

২৪| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হারিয়ে যাওয়া ব্লগারদের নিয়েও এরকম কিছু লিখুন।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা করবো। ধন্যবাদ।

২৫| ১১ ই জুন, ২০২০ দুপুর ১২:২৯

নীল আকাশ বলেছেন: ঠাকুরমাহমুদ ভাইকে বাদ দিয়ে দিলেন আপনি?
পোস্টের জন্য অনেক কষ্ট করেছেন।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ওনাকে বাদ দেওয়া হয়নি। উনিও আছেন । ভাল করে পড়ে দেখুন খুজে পাবেন।

ধন্যবাদ।

২৬| ১১ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি ক্যাবলাকান্ত নই জানিয়া বিশেষ ভাবে প্রিত হইলাম। :)

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তাই ধন্যবাদ লন দাদা।

২৭| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে নিশ্চয়ই।

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনেক সময় নিয়ে বাক্য মিলাতে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.