নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালের সামুর নতুন তারকারা

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল

মোঃমোস্তাফিজুর রহমান তমাল : তিনি একজন গল্পকার। গল্প দিয়েই ১ম পাতায় এসেছেন। জয় করেছেন পাঠকের মন। ব্লগ পেয়েছে একজন নতুন গল্পকার। গল্প দিয়ে যিনি এগিয়ে যাবেন বহুদূর।


সিদ্ধাচার্য লুইপা

সিদ্ধাচার্য লুইপা : একজন কবি শুধুই কবি বলতে যা বুঝাই তিনি তাই। অন্যরকম ও দারুনসব কবিতা লিখে চলেছেন। সামুর এই নতুন তারকা কবিতা দিয়ে পৌছে যাবেন অনণ্য উচ্চতায়। কিন্তু ইদানিং তাকে দেখা যাচ্ছে না।


কবিতা পড়ার প্রহর



কবিতা পড়ার প্রহর : গল্প লিখেই নজর কেড়েছেন। সেফ না হয়েই নভেনীল ধারাবাহিকের একটি পর্ব
লিখে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন। আর চিলে কোঠার প্রেম ধারাবাহিক গল্প লিখে প্রমাণ করেছেন তিনি একজন ভাল গল্পকার। গল্পটি তুমুল হিট হয়েছে ব্লগে। এগিয়ে যাক সামুর এই নতুন তারকা আমরা আছি তার পাশে।যদিও আমরা তাকে চিনে ফেলেছি হা.হা.হা.


মোহামমদ কামরুজজামান

মোহামমদ কামরুজজামান : পাঁচমিশালী পোস্টে উনি এগিয়ে এবং ধর্মীয় পোস্ট-এও নজর করেছেন। গঠনমূলক মন্তব্যেও উনি সেরা। আশা করি ভালভাবে টিকে থাকবেন।

শূন্য সারমর্ম


|শূন্য সারমর্ম : ভিন্নধর্মী পোস্ট দিয়েই তিনি চলে এসেছেন ১ম পাতায়। অভিনন্দন। বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়ে তিনি সামুকে করছেন ঋদ্ধ। আরও নতুন নতুন বিষয় উঠে আসবে তার লেখনীতে এই প্রত্যাশা।তিন ব্লগে সরব উপস্থিতি জানান দেবন শিঘ্রই।

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ : জীবন নিয়ে গভীর উপলব্দির কথা ‍উঠে আসে তার গল্প আর ফিচারে। জীবনের রূপ-রং-গন্ধ খুঁজে ফিরেন অহর্ণিশ। তার কথামালায় মুগ্ধ হবেন অগনিত পাঠক। ২০২০ সালে তিনিও সামুর অন্যতম তারকা

রামিসা রোজা

রামিসা রোজা : জীবন কথন, গল্প, কবিতা, ঘটনা লিখে তিনি পেয়েছে পাঠকের প্রসংশা। সেফ হতে একটু সময় নিলেও এখন আলোচিত ব্লগ ও নির্বাচিত পাতায় তার লেখা চলে আসে সহজেই। সামুর এই তারকা আমাদের আরও সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন আশা রাখি।


ফটিকলাল

ফটিকলাল ঃ মাত্র ২ সপ্তাহ হল ব্লগে এসেছেন। খুব দ্রুত সময়ে সেফ হয়ে একে একে হিট মহাহিট পোস্ট দিয়ে চলেছেন। বিশেষ করে তার হৃষ্টপুষ্ট পোস্টগুলো বেশ আলোচিত। সামুর এই তারকা ব্লগকে উপহার দেবেন অনেক কিছু এমনটাই আশা ও প্রত্যাশা।

অধীতি

অধীতি ঃ যদিও ফেস হতে সময় লেগেছে অনেক দিন তবুও হাল ছাড়েনি। নিয়মিত লেখালেখিতে থাকলে ভাল করবেন।

বিশেষ আকর্ষন ঃ

ঢুকিচেপা

ঢুকিচেপা ঃ ১৩ ও ১৫ সালে দুটি করে পোস্ট দিয়ে হারিয়ে গিয়েছিলেন। ফিরলেন এ বছর । আর ফিরে কেরামতি দেখাতে থাকলেন। সিনেমার জনপ্রিয় নায়কের মত একের পর এক হিট পোস্ট হোক সেটা গল্প, কবিতা বা ছবি ব্লগ বা অন্য যে কোন পোস্ট। আমার পছন্দের একজন ব্লগার। যদিও ওনার ব্লগিং ৭ বছর ধরে কিন্তু আমার মনে হয় ২০২০ বছরটা ব্লগে তার নবজন্ম। ব্লগে যারা ইদানিং খুব ভাল করছেন তাদের মধ্য অন্যতম তিনি।

সবাইকে স্বাগতম ও অভিনন্দন। যদিও এই বছরটি সামু তথা সারা বিশ্বের জন্য একটি সংকটের বছর তবুও ২০২০ সালের তারকারা সামুকে ভরিয়ে তুলন।

২০১৯ সালের সামুর তারকারা

২০১৮ সালের সামুর নতুন তারকারা













মন্তব্য ৮৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাপী ব্লগিং

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ব্লগিং হোক মনের মত।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার উদ্যোগের জন্য প্রথমেই শুভেচ্ছা নিন।

মোঃ মোস্তাফিজুর রহমান তমাল একজন শক্তিশালী গল্পকার। তার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, তিনি যে কোনো পোস্টের মূলভাব খুব সহজেই চিহ্নিত করতে পারেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করেন।

কবিতা পড়ার প্রহর ঝড়ের বেগে এলেন, অল্প সময়ে সবার মন জয় করলেন এবং এখনো সক্রিয় আছেন। তার আগামী পথচলা সাফল্যমণ্ডিত হোক, এই কামনা করি।

রামিসা রোজা আপুও নিজ গুণে সবার ভালোবাসা পাচ্ছেন।

ফটিকলালের ব্লগে ভিজিটকারী প্রথম ব্লগার খুব সম্ভবত আমি। তিনি 'হৃষ্টপুষ্ট' পোস্ট ব্লগ করে খ্যাতি পাচ্ছেন। তার পোস্টের মূল বিষয়ের চাইতে কমেন্টের আলোচনাগুলো বেশি উপভোগ্য। তিনি পাঠককে ব্লগে ফিরে আসতে বাধ্য করেন :) তার জন্য শুভ কামনা।

ঢুকিচেপা ভাইও খুব অল্প দিনেই সবার নজর কেড়েছেন এবং মন জয় করতে সক্ষম হয়েছেন। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। উল্লেখ্য, ঢুকিচেপা ভাইকে কোনো একজন আপু বলে সম্বোধন করে থাকেন; কেন আপু ডাকেন তার সঠিক ব্যাখ্যা এখনো তিনি দেন নাই :(

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোঃ মোস্তাফিজুর রহমান তমাল একজন শক্তিশালী গল্পকার। তার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, তিনি যে কোনো পোস্টের মূলভাব খুব সহজেই চিহ্নিত করতে পারেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করেন। যথাযর্থ বলেছেন। সহমত।

কবিতা পড়ার প্রহর ঝড়ের বেগে এসে স্থান দখল করে নিয়েছেন।

রামিসা রোজা আপুও নিজ গুণে সবার ভালোবাসা পাচ্ছেন। সত্যিই তাই।

ফটিকলালের ব্লগে ভিজিটকারী প্রথম ব্লগার খুব সম্ভবত আমি। তিনি 'হৃষ্টপুষ্ট' পোস্ট ব্লগ করে খ্যাতি পাচ্ছেন। তার পোস্টের মূল বিষয়ের চাইতে কমেন্টের আলোচনাগুলো বেশি উপভোগ্য। তিনি পাঠককে ব্লগে ফিরে আসতে বাধ্য করেন :) তার জন্য শুভ কামনা। আপনি ওনার ব্লগে প্রথম ভিজিটকারী হিসেবে ফটিকলালের স্মরণীয় হয়ে থাকবেন।

উনি এর মধ্যেই নিজর জাত চিনিয়েছেন।


ঢুকিচেপা ভাই এখন পর্যন্ত হিট। ব্লগে ওনার সুন্দর কমেন্ট মন ভরে যায়। শায়মা আপু হয়তো দুষ্টমি করে ওনাকে আপু ডাকেন।

সব নতনদের জন্য শুভকামনা।

আর আপনাকে মূল্যবাদন মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।



৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: হা হা পোস্টু দেখিয়া আর লগু না করিয়া পারিলাম না........

তবে কামরুজ্জামান ভাই ঢুকিচেপা আপু তারা আসলেই তারকা......

মাহা ভাইয়া কি ফিরেছেন? আমি চিন্তাুয় আছি........ যেখানেই থাকো ভালো থাকো ভাইয়ু!:(

রামিসা রোজা তমালভাইয়া অনেক অনেক ভালো লেগেছে......

আর ফটিকলাল!
ইনি পারবেন......
তাহার জন্য শুভকামনা .......:)

আর কবিতা পড়ার প্রহর!!!!!!!!!!!

চিনতে চাইনা!!!!!!!!!!!!!!! :P

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কামরুজ্জামান ও ঢুকিচেপা ভাই তারকা হয়ে আলো ছড়াচ্ছেন।

মাহা ভাইয়া ফিরবেন।

তমাল ও রামিসা রোজাকে ভাললাগায় ধন্যবাদ।

ফটিকলাল আসলেন জয় করলেন।

কবিতা পড়ার প্রহরকে আপনার চিনে কাজ নেই আমরা চিনেছি এই ঢের।

ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। উনাদের চিন্তা ও চেতনায় সমৃদ্ধ হোক বগ্ল

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই সবাই ব্লগকে করুক আলোময়।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: ঐ চিনবা না!!!!!!!!!!!! তাইলে কিন্তু তারে আমি গলা টিপে মেরে ফেলবো!!!!!!!!

সেই হত্যার দায়ে কেউ আমাকে যাবজ্জীবন দিতে পারিবেক লাই ..... :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

উত্তেজিত হবেননা শায়মাজী। ইহা আপনার শরীর ও মনকে চাপে ফেলবে। গুণী মানুষকে কেউ কেউ চিনে ফেলবে এটাইতো স্বাভাবিক। যাক আর বাড়াবাড়ি করিয়েন না তাহলে কিন্তু অনেকেই চিনে ফেলে মারাত্মক ভুল করবেন। হা হা............।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

শায়মা বলেছেন:

কেক খাও...... একজন প্রিয় ভাইয়ামনির জন্মদিনের জন্য এখুনি আনলাম.....

দাঁড়াও পোস্ট দিচ্ছি.....

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! মনলোভা কেক। মজাও দারুন।

ধন্যবাদ দিদি।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর উদ্যোগ। নতুনদের উৎসাহিত করবে এই পোস্ট। আরও কেউ কেউ আছেন সম্ভবতঃ। ইদানিং আমি খুবই অনিয়মিত থাকায় অনেক নতুন আগন্তুকের বিষয়েই তেমন ধারণা নেই।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও নতুন কেউ কেউ আছেন তবে তারা তারকা হয়ে উঠতে পারেননি। হয়তো ভবিষ্যতে হয়ে উঠবেন। প্রতিদিনই সামুতে আসবে নতুন নতুন কেউ, সামুতে উঠুক সুখের ঢেউ।

ধন্যবাদ মতামতের জন্য। ভাল থাকুন।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

রামিসা রোজা বলেছেন:

আমার নাম দেখে আমি আপ্লুত ও অনুপ্রাণিত ।এতো নতুন
নতুন ব্লগারদের মাঝে আমার লেখা আপনি পড়েছেন মন্তব্য করেছেন এবং আপনার উল্লেখিত পোস্টে আমার নাম উল্লেখ থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিয়ে অনেক পোস্ট
লেখার জন্য ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনেরা আসবে আবার সামুর তারকা হবে এটাই নিয়ম।

আপনি সুন্দর করে বলেছেন। ধন্যবাদ।

অনুপ্রাণিত হয়েছেন জেনে ভাল লাগলো।

আরও আলো ছড়াবেন ব্লগে এই প্রত্যাশা করি। ভাল থাকবেন।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

রানার ব্লগ বলেছেন: আপনার মাধ্যমে নতুন কিছু লেখকের লেখা পড়লাম ধন্যবাদ !!!

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ার জন্য ও কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: এই যে ভাইয়াকে শুভেচ্ছা জানিয়ে আসো

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা জানিয়েছি।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

মেহবুবা বলেছেন: কবিতা পড়ার প্রহর কে আমার নতুন মনে হয়নি !
অনেকের লেখা পড়া হয় নি।
রামিসা রোজার লেখা পড়েছি ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ঠিক ধরেছেন।

নতুনদের লেখা পড়ুন ও উৎসাহ দেন। ধন্যবাদ।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৯

মিরোরডডল বলেছেন:



তমাল, লুইপা, জামান, শূন্য, ঝিঁঝিঁ, রামিসাপু, ফটিক, অধীতি সবাইকে অনেক শুভেচ্ছা ।
গুড জব মাইদুল । কবিতাপু, ঢুকি Congratulations mate!

A massive big hug for all of you !







১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু পরিবারের সদস্যদের ছবিসহ মন্তব্যে ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

ফটিকলাল বলেছেন: প্রিয় ব্লগার

ব্যাস্ততার মধ্যে ঢু মারতে গিয়ে ব্যাস্ত কি নিয়ে ছিলাম সেটাই ভুলে গেছি। খানিকটা হতবিহ্বল আমাকে নিয়ে আলোচনা হচ্ছে বলে। আমার কোনো যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে সন্দিহান হলেও বিল সম্পর্কে আমার বিশ্বাস এখানে যারা আছেন তারা আলোকিত, যুক্তির পূজাড়ি। সবার জানার আকাংখা প্রবল। সবাই এখানে মন থেকেই কথা বলেন।

আমার পজিটিভ নেগেটিভ সবার কমেন্টই মুগ্ধ করে। বাস্তবিকভাবে এত হতাশা দুর্নীতির মাঝেও দেশ কেন এগিয়ে যাচ্ছে, কাদের জন্য এগুচ্ছে সেটা আপনাদের মতো মানুষদের সাথে কথা বলে বুঝতে পারি। আশাবাদী মানুষ আমি আরও আশাবাদী হই যখন সবার সাথে একটা পোস্ট শেয়ার করি এবং তারা নিজের জীবন থেকে নেয়া শিক্ষা গুলো অকপটে বলেন।


আপনাদের উদারতায় আমি মুগ্ধ, আবেগাপ্লুত।

অসংখ্য ভালো লাগা ভাইসকল!

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিতো ভাই আসলেন, দেখলেন আর জয় করলেন।

দ্রুত সেফ ও লেখা হিট। আবার বিষয়বস্তুুও ভিন্নধর্মী যা ভাবনার খোরাক জোগায়।

আসলে জানার শেষ নেই। আলোচনা-সমালোচনা থেকেও শিখছি অনেক।

আশা করছি সামুতে টিকে থাকবেন স্বমহিমায়।

ধন্যবাদ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


মোহামমদ কামরুজজামান'কে ব্লগার বলা মুশকিল; আসলে, সমাজে যারা নিজের ভুল ধারণা প্রচার করতে থাকে, মোহামমদ কামরুজজামান তাদের মাঝে একজন।

বাকীদের লেখা আরেকটু দেখতে হবে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার পারসেপশন ভিন্ন হতেই পারে। তবে উনি ভালই ব্লগিং করছেন।

ধন্যবাদ।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

মুরাদ বেগ বলেছেন: নতুন তারকাদের অভিনন্দন ও শুভেচ্ছা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করছি আপনিও একদিন এই ব্লগে তারকা হয়ে উঠবেন।

স্বাগতম আপনাকে।

ধন্যবাদ।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১

পদ্মপুকুর বলেছেন: বাহ, সুন্দর আয়োজন দেখছি। নতুন সবাইকে অভিনন্দন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪২

পদ্মপুকুর বলেছেন: মোস্তাফিজুর রহমান তমাল এর কপিরাইট বিষয়ক প্রসন্ন গোয়ালিনীর লেখাটা একটা মাস্টারপিস। এরপর বাংলাসাহিত্য নিয়ে একটা কাউন্টার লেখায় তাঁর জ্ঞানের গভীরতা বোঝা যায়। অসাধারণ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তমাল ভাই বেশ ভাল গল্পকার ও বাংলাসাহিত্য নিয়ে তার জ্ঞান ভান্ডার বিশাল।

তিনি ব্লগকে আরও নতুন কিছু উপহার দিবেন এটাই দাবী।

ভাল থাকুন।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

পদ্মপুকুর বলেছেন: আপনার ২০১৯ এবং ২০১৮ ও দেখে আসলাম। দুঃখজনকভাবে অনেকেই হারিয়ে গেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমনি করেইতো চলবে আগামী। পুরাতন চলে যাবে নতুন এসে যাবে তার জায়গায়। অনেকে হারিয়ে গেলেও মাঝে মাঝে দেখা দেন। সবাই ফিরুক আপন নীড়ে, সমৃদ্ধ হোক ব্লগ।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

অধীতি বলেছেন: এত খোঁজখবর রাখেন বিধায় টিকে আছি :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। আপনারাইতো ব্লগের আগামীর ভবিষ্যৎ।

ধন্যবাদ।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১

স্থিতধী বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল ভাই কে ব্যাক্তিগত ভাবে আমি শুধু ব্লগেই নয়, একুশের বই মেলায় বা যেকোন পরিসরে ওনার লেখা প্রিন্টেড ভার্সনে দেখতে চাই । জানিনা তিনি ইতিমধ্যে সে পথে আছেন কিনা বা বই প্রকাশ হয়েও গেছে কিনা। তবে খোজ পেলে আমি অবশ্যই অনলাইন, অফলাইন যেকোন ভাবে ওনার বই সংগ্রহ করার চেষ্টা করবো। পাঠক হিসেবে আমি মূলত নন-ফিকশন পাঠক, তবুও তিনি এমন একজন লেখক যার ফিকশন লেখা আমাকেও বেশ টানে। তাঁর সবচেয়ে বড় গুন আমি মনে করি যে তিনি একজন অত্যন্ত পড়ুয়া লেখক। এটি ওনার লেখা ও মন্তব্য পড়লে বোঝা যায়। অনেক রকমের পড়া ছাড়াই লেখক হবার চেষ্টা তিনি করেননি আর তাঁর এই অভ্যাসটি তাই অনুকরণীয় ।

ফটিকলাল সাহেব দারুণ সাবলীলতায় চিন্তার খোরাক তৈরি করার মতো বিষয়ে লেখেন। উনি মন্তব্যে অন্যের মতামত বের করার মতো একটি আবহ তৈরি করেন বেশ দক্ষতার সাথে। ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় তিনি ব্লগের কোন পুরাতন ব্লগারের মাল্টি, তবে আমার সে ধারণা ভুল হতেই পারে। সেটা যেটাই হোক, তিনি সাম্প্রতিক সময়ে ব্লগের জন্য এক আশীর্বাদের মতোই মনে হচ্ছে। অনেক শুভ কামনা ওনার চিন্তার খোরাক তৈরি করার মতো লেখনীর জন্য।

অধিতী সাহেব সহজ সত্য অকপটে বলেন, যখন বিশ্লেষণে যান সেটাও করেন গভীরতার সাথে। আবেগ ও যুক্তির একটা সুন্দর ভারসাম্য সচরাচর ওনার লেখায় পাওয়া যায় যা বেশ ভালো লাগে।

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ আর রামিসা রোজা র মতো লেখিকারা ' ব্লগে ভালো নারী লেখক নেই' এই ধরণের কথাবার্তার মুখে যেন চপেটাঘাত। দুজনের একটা কমন বৈশিষ্ট্য এই যে তাঁদের দুজনের প্রায় লেখাতে আবেগের রঙে ডোবানো শিল্পীর তুলির ছোঁয়া পাওয়া যায় যেন, যা মন ছুতেঁ সক্ষম। স্বকীয়তা সম্পন্ন দুজন লেখক । সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ সম্পর্কে বিশেষ ভাবে যে মন্তব্য গুলো আপনি করেছেন আমি তাঁর সাথে পূর্ণ সহমত ।

বাকিদের লেখা আমি কোন মন্তব্য করার মতো গভীরভাবে এখনো পড়ে দেখিনি আসলে। সামনে আশা করি পড়ে নিতে পারবো । আশা করি, এই সমস্ত ব্লগাররা-ই নিয়মিত নানা বিষয়ে লেখালেখি ব্লগে চালিয়ে যাবেন সামনের দিনগুলোতে। পাঠক হিসেবে তাঁদের সকলের লেখাই আমরা পড়তে চাইবো।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। সকালে আপনাকে খুঁজতে গিয়ে হয়রান । কে নবীন স্থিতধী না অধীতি ? পরে অবশ্য অধীতি ভাইকে পেয়ে কনফিউশন দূর হলো।

সবাইকে মেনশন করে যে মতামত দিলেন তাতে করে বুঝা যায় আপনি পোস্ট খুব মনোযোগ দিয়ে পড়েন এবং জন্য দারুন মন্তব্য রেখে যান।

তমাল সাহেবের বই বের হওয়ার অপেক্ষা আমারও । বাকিদের সম্পর্কে যা মতামত দিলেন সহমত।

ভাল থাকুন। নিরাপদ থাকুন।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "আপনার পারসেপশন ভিন্ন হতেই পারে। তবে উনি ভালই ব্লগিং করছেন। "

-উনি আর আপনি যা লেখেন, সেগুলো ব্লগিং নয়, সেগুলো অপধারণা

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর আপনি দুনিয়ার বিশুদ্ধতম ধারণা নিয়ে ব্লগিং করছেন। কিছু দিন আগেইতো আপনি ছিলেন ট্রাম্পের পক্ষে আর এখন ঘার বিপক্ষে তেমনি এই শেখ হাসিনার পক্ষে এই বিপক্ষে ।

অপধারণার সংজ্ঞা আগে জানুন পরে অন্যকে কটাক্ষ করুন।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: সবার জন্য শুভ কামনা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা তারকা ব্লগারদের জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ আপনাকে। সামু হোক সুখের নীড়।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

ওমেরা বলেছেন: সবাইকে অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপনে শুভেচ্ছা নিন।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ঢুকিচেপা বলেছেন: বিশেষ আকর্ষণ দিয়ে যেভাবে বিশেষায়িত করেছেন তাতে সকাল-বিকাল ২ বার দৌড়ে ওয়েট কমাতে হবে, নিজেকে অনেক মোটা মোটা লাগছে।
আজ এভাবে সামনে এনেছেন কিন্ত এই নবজন্ম হওয়ার পেছনে কিছু মানুষ আছেন যাদের মধ্যে আপনিও একজন।
“ঢুকিচেপা” আমার প্রথম নিক। তখন শুধুই পড়তাম এবং সে সময় একাউন্ট খোলার পর কমেন্ট করা যেত না। আমি কখন সেফ হয়েছিলাম তাও বুঝিনি।
একটা সময় পাসওয়ার্ড ভুলে যাওয়ায় আর লগইন করতে পারিনি। পরবর্তীতে নতুন নিক নিয়ে আবারো এলাম। ৪ লাইনের একটা কবিতা রেখেছিলাম। এই কবিতাতে অনুপ্রেরণা দেয়া কয়েকজন ব্লগার ওমেরা আপু, কাওসার চৌধুরী ভাই, মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, মাকামে মাহমুদ ভাই, প্রামানিক ভাই, আমিনা আক্তার লিমা আপু, কাজী ফাতেমা ছবি আপু, ঠাকুরমাহমুদ ভাই, মোঃ মাইদুল সরকার ভাই, রূপম রিজওয়ান ভাই এবং খায়রুল আহসান ভাই।
অনুপ্রেরণার শেষ ধাক্কাটা দিয়েছিলেন শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ভাই, যার কারণে “বৈশাখে রেশমী গল্প” লিখেছিলাম। আর সে সময়ই জাদিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার “ঢুকিচেপা”-র পাসওয়ার্ড ফিরে পাই এবং গল্পটা পোস্ট দেই। এরপর শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ভাই সামু ব্লগের আলোচিত “নভোনীল” এর একটা পর্ব লেখার জন্য উৎসাহিত করেন এবং লেখা বাস্তবায়ন করতে অনুপ্রাণিত করেন সংগীত প্রিয় ব্লগার মিররডডল আপু, অবশেষে নভোনীল-১১ পোস্ট দেই। এটাই হলো আমার ২ জন্মের ইতিহাস। মূলতঃ আমি একজন সাধারণ মানের পাঠক।

@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
চিলেকোঠায় কমেন্ট করতে গিয়ে কবিতা আপু আমার জেন্ডার ছিনতাই করেছে। তাই কবিতা আপুকে সায়েস্তা করার জন্য গলা টিপে মেরে ফেলতে পারদর্শী শায়মা আপুকে হায়ার করার চিন্তা করছি।

এই পোস্টে আলোচিত সকল ব্লগারের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং আপনার প্রতি কৃতজ্ঞতা।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজের নব জন্মের উপখ্যান যেভাবে উপস্থাপন করেছেন মনে হচ্ছে রোমানদের যুদ্ধজয়।

আসলেই পাঠক ছিলাম আমিও। তবে খাতা ভর্তি কবিতা লিখেছি, লিখছি তো তারপর মনে হলো নিক খুলে কমেন্ট করি, কবিতা পোস্ট দেই তারপর আজকের এই পর্যায়ে চলে এসেছি।

লেগে থাকুন ভাই সফলতা আসবেই।

সোনাবীজ ভাই উত্তর পেয়েছেনতো। আমার ধারণাই সঠিক দুষ্টুমি করে তাকে আপু ডাকা হচ্ছে।

আর ভাই ঢুকি আপনি করেছেন কি কবিতাকে শায়েস্থা করতে শায়মাপুকে ভাড়া করা মানে শিয়ালের কাছে মুরগী বাগি দেওয়া।

ভালথাকুন প্রিয়। ধন্যবাদ।

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৪

সোহানী বলেছেন: ভালো লাগলো নতুনদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। আমি আসলে খুব অলস হয়ে যাচ্ছি তাই নতুনদের সাথে তেমন করে পরিচত হতে পারিনি।সিবার জন্য শুভকামনা সবার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রবাসে ভীষন ব্যস্ত থাকেন তারপরও সময় করে ব্লগে সময় দেন, খোজ খবর করেন এটাই কমি কি। নতুনদের জায়গা দিয়ে, মূল্যায়ন করে সামুকে আলোকিত করাই উদ্দেশ্য। নতুনরা এগিয়ে নেবে সামু।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

শায়মা বলেছেন: ১. ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "আপনার পারসেপশন ভিন্ন হতেই পারে। তবে উনি ভালই ব্লগিং করছেন। "

-উনি আর আপনি যা লেখেন, সেগুলো ব্লগিং নয়, সেগুলো অপধারণা
১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩০

লেখক বলেছেন:
আর আপনি দুনিয়ার বিশুদ্ধতম ধারণা নিয়ে ব্লগিং করছেন। কিছু দিন আগেইতো আপনি ছিলেন ট্রাম্পের পক্ষে আর এখন ঘার বিপক্ষে তেমনি এই শেখ হাসিনার পক্ষে এই বিপক্ষে ।

অপধারণার সংজ্ঞা আগে জানুন পরে অন্যকে কটাক্ষ করুন।



হা হা হা হা হা হা গুড গুড!! চাঁদগাজী ভাইয়ার বার্থডে কেক থিম সার্থক........

ট্রাক্টরের চাকার নীচে সামুর ব্লগারেরা .......

ট্রাক্টরটার চালকে কাকে বসাবো ভাবছি..........

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি চিরকাল একতরফা ভাবে ব্লগারদের খুঁচিয়ে যাবে এটাতো হতে পারেনা।

উনি শ্রদ্ধেয় , তাই হয়তো অনেকে ইচ্ছে করে দাত ভাঙ্গা জবাব দেয়না। কিন্তু লেবু বেশি ঘাটলে তিতাই হয়।

কাউকে বসিয়ে কাজ নেই, সিংহাসন খালিই থাক কিছুদিন।

ধন্যবাদ আবারও ফিরে এসে দারুন কমেন্ট করার জন্য।

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

শায়মা বলেছেন:
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
চিলেকোঠায় কমেন্ট করতে গিয়ে কবিতা আপু আমার জেন্ডার ছিনতাই করেছে। তাই কবিতা আপুকে সায়েস্তা করার জন্য গলা টিপে মেরে ফেলতে পারদর্শী শায়মা আপুকে হায়ার করার চিন্তা করছি।


ঢুকিআপু!!!!!!!!!!!!!!
কবে গলা টিপতে হবে বলো শুধু একবার!!!!!!!!! :)

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি দেখছি এক পায়ে খাড়া গলা টিপতে। তা গলা টিপার আগে কবিতাকে সরিয়ে তারজায়গায় কোলবালিশ রেখে চাদর দিয়ে ঢেকে তবেই টিপে মারবেন নয়তো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। হা হা হা.......................।

২৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১১

বিডি আইডল বলেছেন:
সামুর এক লিজেন্ড

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক যুগ পার করায় অভিনন্দন। সামুর সাথেই থাকুন।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টগুলোর কয়েকজন পাঠক আছেন, সেই লিষ্টে আপনার নাম থাকার কথা নয়; ট্রাম্প সম্পর্কে আমি বিবিধ সময়ে কি বলেছি, সেগুলো মিলিয়ে, একটা ধারণা সৃষ্টি করা আপনার পক্ষে এখনো সম্ভব হবে না; আপনি নিজের বলয়ে থাকেন।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি নিজের বলয় ভেঙ্গে অপরের বলয়ে ঢুকে বিপর্যয় সৃষ্টি করেন এবং এক ধরনের গোপন পুলক অনুভব করেন। আপনি অপরকে যেভাবে মূল্যায়ন করবেন তেমনি নিজেও মূল্যায়িত হবেন।

৩১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: না তাদের আমি তারকা বলব না। কারন তারা একটিভ না।

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুতে এখন সেভাবে অনেক তারকাই একটিভ না। তবে ২০২০ সালে তারাই সামুর নতুন তারকা।

ধন্যবাদ।

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: ২০২০ সালের সামুর নতুন তারকা[/sbদের যে তালিকা আপনি উপরে উল্লেখ করেছেন, তাদের মধ্যে হয়তো কয়েকজন পুরনো ব্লগার হতে পারেন। কিন্তু নতুন পুরাতন যাই হন না কেন, তারা তাদের লেখায় প্রতিভা এবং মৌলিকতার পরিচয় রেখেছেন। এজন্য তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিৎ, আপনার এ পোস্ট পড়ে উপরোক্ত তারকাগণ সবাই অনেক অনুপ্রাণিত হয়েছেন/হবেন।
পোস্টে একাদশতম ভাল লাগা + +।


১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ গুণী। আপনার মূল্যায়নই নতুনদের পথ চলার প্রেরণা।

লাইক ও প্লাসে কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ফটিকলাল (স্বয়ং তারকা তালিকাভুক্ত), পদ্ম পুকুর (১৭ নং মন্তব্য), ঢুকিচেপা এবং সর্বোপরি স্থিতধী এর মন্তব্যগুলো ভাল লেগেছে। +

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য।

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: নতুনদের পক্ষে দারুন অনুপ্রেরনা একটি পোস্ট। উপরে উল্লেখিত ব্লগারদের প্রত্যেককে আমার নিরন্তর শুভেচ্ছা রইল। আমিতো মধ্যে বেশ কয়েকজন লেখা পড়েছি খুবই পরিণত লেখা। তবে এখনও দুই একজনের সঙ্গে এখনো সেই ভাবে পরিচয় হয়ে ওঠেনি। আশা করি খুব শিগগিরই তাদের পোস্ট গুলোও দেখবো।++
মনে পরে কোন এক বছর আমি নিজেও অন্য অনেকের সঙ্গে এমন একটি পোস্টের বিষয়ে ছিলাম। সেদিন দারুন এনজয় করেছিলাম পোস্টটিকে। ধন্যবাদ মাইদুল ভাই আপনাকে।

আবার একবার জানাই আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সহমত। নতুনদের মধ্য অনেকেরই লেখা বেশ ভাল।

নতুনদের মূল্যায়ন করায় ধন্যবাদ।

এভাবেই নতুরা আসবে সামুকে করবে হৃদ্ধ।

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪১

ফয়সাল রকি বলেছেন: ভালো পোষ্ট। নতুনদের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তাদের উৎসাহিতও করলেন।
আর অনিয়মিত হবার কারেণ আমিও যাদের লেখা মিস করেছি তাদের ব্লগে গিয়ে সহজেই ঢু মারতে পারছি।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্য রেখে যাওয়ায় ও নতুনদের পোস্ট পড়ার ইচ্ছা ব্যক্ত করায় ধন্যবাদ জনাব।

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: পোস্টে আমার নাম দেখে অনেক ভালো লাগছে। আমার ব্লগে প্রথম মন্তব্য করে ঢুকিচেপা, বিজন রয়। এ দুজনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এরপর আপনি আর খায়রুল আহসান আমাকে ক্রমাগত অনুপ্রাণিত করেছেন। আপনাদের অনুপ্রেরণা পেয়ে সত্যি বলতে আমি লেখার সাহস পেয়েছি। আমাকে নিয়ে যে কথাগুলো আপনি লিখেছেন এগুলো আমার জন্য অনেক বড় পাওয়া।

নেট সমস্যার কারণে ব্লগে আসতে পারি না, তাই অনেক কিছু মিস হয়ে যায়। পোস্টের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকুন।
পাশাপাশি নতুন দের সবার জন্য শুভকামনা। তমাল ভাই দারুণ লিখেন, উনার সবথেকে বড় গুণ শেষ পর্যন্ত পাঠকের আগ্রহ ধরে রাখতে পারেন। নতুনদের পথচলা শুভ হোক।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ।

সামুতে থাকুন, লিখুন।

অভিনন্দন সব নতুন সামুর তারকাদের।

৩৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম এক জায়গায়।মোবাইল ফোনে সামুতে ঢুকতে না পারার কারণে এই পোস্টটি দেখতে পারিনি। পোস্টে আমার নাম দেখে একই সাথে অবাক ও অনুপ্রাণিত হয়েছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সম্মানিত করার জন্য। আর শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ যেভাবে প্রশংসা করলেন এবং অনুপ্রেরণা দিলেন তাতে লেখার আগ্রহ আরো বেড়ে গেল।আপনারা প্রায়ই আমার পোস্টে মন্তব্য করে থাকেন। আমি আপনাদের সকলের লেখাই পড়ি কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হয়তো সবার পোস্টে মন্তব্য করতে পারি না। আর লেখার ব্যাপারে বলতে গেলে ব্লগ আমার লেখাকে আরো শানিত ও ত্রুটিমুক্ত করতে সহায়তা করেছে। আমার গল্পে প্রথম মন্তব্য করেছিলেন শ্রদ্ধেয় ব্লগার অশুভ।তখনো সেফ হইনি।বেশ অনুপ্রাণিত হয়েছিলাম সেদিন। সেফ হবার পরই শ্রদ্ধেয় ব্লগার সোনাবীজ ভাইয়ের সমালোচনামূলক মন্তব্য ছিলো একটা গল্পে।তারপর আরো একটি গল্পে ভুল ধরলেন তিনি।এরপর থেকে গল্প লিখলেই আমি দু-তিনবার রিভিশন দেই যাতে সোনাবীজ ভাই ভুল ধরতে না পারেন।এই পোস্টেও তিনি দারুণ একটি মন্তব্য করলেন। আরেকটি গল্পে একটি গুরুত্বপূর্ণ ভুল ধরলেন শ্রদ্ধেয় ব্লগার ভুয়া মফিজ।এই যে একটা সমালোচনা আর প্রশিক্ষণের আবহ, এই ব্যাপারটা আমি ব্লগ ছাড়া অন্য কোথাও অনুভব করিনি। আরো যেসকল নতুন ও মেধাবী ব্লগারদের নাম বললেন তাদের লেখা চমৎকার এবং বিষয়গুলো বহুবিচিত্র।আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের লেখাগুলো নিয়মিত পড়ি আমি।আপনারা বিভিন্ন সময়ে আমার লেখায় মন্তব্য করেছেন,আমাকে অনুপ্রাণিত করেছেন। এজন্য আপনাদের ধন্যবাদ।
শ্রদ্ধেয় ব্লগার স্থিতধী বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল ভাই কে ব্যাক্তিগত ভাবে আমি শুধু ব্লগেই নয়, একুশের বই মেলায় বা যেকোন পরিসরে ওনার লেখা প্রিন্টেড ভার্সনে দেখতে চাই । জানিনা তিনি ইতিমধ্যে সে পথে আছেন কিনা বা বই প্রকাশ হয়েও গেছে কিনা।
না ভাই।শীঘ্রই আমার কোনো বই বের হবে না।আমার লেখা এখনো ছাপার পর্যায়ে যায় নি বলেই মনে হয় আমার।আমি গল্পের তেমন কিছুই জানি না।এখনো শিশু পর্যায়েই আছি। আরো বহুদিন লেখার চেষ্টা করে শিক্ষিত হবার ইচ্ছা আছে। আপনার এই কথায় আমি যে কী পরিমাণ লেখার তাগিদ অনুভব করছি সেটা বুঝিয়ে বলতে পারছি না এখন।আপনার জন্য শুভকামনা রইলো।
লেখককে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার পোস্টের জন্য।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ কদিন আপনাকে ব্লগে দেখিনি।

যাক শেষ পর্যন্ত আপনি পোস্ট পড়েছেন ও দারুন একটি মন্তব্য করেছেন।

আপনার বিনয়, ধৈর্য আর স্পীহা আপনাকে একজন ভালমানের লেখকে প্রতিষ্টিত করুক সেই কামনা করি।

ব্লগটা আসলে এজন্যই ভাল লাগে জানা যায় বুঝা যায় অনেক কিছু। নিজের লেখার তাৎক্ষনিক মূল্যায়ন ও ভুল ত্রুটি ধরা পরে যা লেখকের জন্য জরুরী।

সুন্দর সুন্দর লেখা পাবে এ ব্লগ সে আশায় রইলাম।

ধন্যবাদ। ভাল থাকুন।

৩৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

আমি সাজিদ বলেছেন: সবার জন্য শুভকামনা।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। নতুনরা ছড়াক তাদের দ্যুতি।

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল এর মন্তব্যটা অনেক ভাল লেগেছে। তার বিনয় এবং আত্ম-অনুসন্ধান স্পৃহা তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি।
ঢুকিচেপা (২৫ নং) এবং সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ (৩৬ নং) তাদের মন্তব্যে আমারর নামোল্লেখ করে আমার প্রতি যে সৌজন্য এবং সম্মান প্রদর্শন করেছেন সেজন্য তাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে সহমত। তিনি ভবিষ্যতে একজন ভাল মানের লেখক হবেন সেটাই প্রত্যাশা।

ফিরতে মন্তব্যে ধন্যবাদ। আপনাদের মত গুণীরা নতুনদের উৎসাহ অনুপ্রেরণা দিলে ব্লগ আরও চাঙ্গা হবে আশা করি।

৪০| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "খায়রুল আহসান বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল এর মন্তব্যটা অনেক ভাল লেগেছে। তার বিনয় এবং আত্ম-অনুসন্ধান স্পৃহা তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি।"
শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান কে অসংখ্য ধন্যবাদ।আপনার মতো গুণী মানুষের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু।আপনার জন্য অশেষ শুভকামনা রইলো।

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ঠিক বলেছেন। এই গুণ সবার থাকেনা। যাদের থাকে তারা সফলতা পাবে।

হুম সহমত।

ধন্যবাদ আপনাদের দুজনকে।

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

জুন বলেছেন: অভিনন্দন নতুন ব্লগারদের। আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারা সবাই গুনী ব্লগার। আপনার পোস্টের মাধ্যমে আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েন :)

২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা পৌছেদিলাম নতুনদের।

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইদুল ভাই।
আমার নাম দেখে আমি আপ্লুত ও অনুপ্রাণিত ।এতো এতো নতুন ব্লগারদের মাঝে আমার লেখা আপনি পড়েছেন এবং পড়ে মন্তব্য করেছেন এবং আপনার উল্লেখিত পোস্টে আমার নাম উল্লেখ করেছেন তার জন্য শুকরিয়া ।

আপনার এরকম উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং নতুনদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

আর কবিতা পড়ার প্রহর এবং ঢুকিচেপার সাথে নিজের নাম দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি।

আর একটা কথা,- "সুজনে সুজশ গায় কুজশ ঢাকিয়া,কুজনে কুরব করে সুরব নাশিয়া"।[/sb.সবার সব কথা ধরতে নেই আর যার দৌড় যতটুকু সে ততটুকুই বলবে ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক অবশেষে এই পোস্টে আপনাকে পেলাম।

আপনার যোগ্যতায়ই আপনি উঠে এসেছেন ২০২০ সামুর তারকাতে।

সুন্দর হোক ব্লগীয় পথচলা। ধন্যবাদ।

হুম। যাকে মেনশন করে বলেছেন শেষের কথা সেটা বুঝতে পেরেছি। ইট মারলে পাট কল খেতে হয়। নিজের মত করে ব্লগিং করুন। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.