নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
ভৌতিক কিংবা আধি ভৌতিক অভিজ্ঞতা
সাময়িকঃ ব্লগারদের ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা লেখা প্রসঙ্গে।
আমাদের শ্রদ্ধেয় মডারেট কাল্পনিক ভালবাসা ভাই ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা লেখা প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছিলেন। আর তাতে করে অনেক ব্লগারই এ সংক্রান্ত গল্প/অভিজ্ঞতা লিখে পোস্টে লিংক দিয়েছেন।
কথা অনুযায়ী একজনকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার কথা ছিল। সে কি হয়ে গেছে। যদি হয়ে থাকে তবে কে পেয়েছে সেই কাঙ্খিত পুরস্কার আমরা তা জানতে চাই।
আর যদি পুরস্কার না দেওয়া হয়ে থাকে তবে দেরি হবার কারণে মাশুল হিসেবে একটির জায়গায় পাঁচটি পুরস্কার ঘোষণা করার দাবী জানাচ্ছি।
পুরস্কারএকটির জায়গায় পাঁচটি কেন ?
কারণ ১ম,২য়,৩য় পর ০২টি শান্তনা পুরস্কারও যুক্ত করা হোক কারণ ব্লগটা সবসময়ই ব্যতিক্রম কিছু করে যাচেছ ব্লগার, দেশ ও জাতীর জন্য।
আরও দাবী জানাচ্ছি প্রতি বছর এরকম একটি টপিক নিয়ে লেখা আহব্বান ও পুরস্কার/উপহার দেয়ার প্রচলন হোক।
ছবি নেট থেকে নেওয়া।
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম।
২| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সহমত কবি মাইদুল দা
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯
এম এ হানিফ বলেছেন: সুন্দর প্রস্তাব। আমরা নতুনরা অনুপ্রাণিত হব।
বইমেলার আমার একটি উপন্যাস আসছে।
নামঃ আবছায়া
প্রকাশক- কাকলী প্রকাশনী
প্রচ্ছদ - ধ্রুব এষ।
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার সাফল্য কামনা করছি।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমত
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার মা হাসান এই বিভাগে মনোনীত হয়েছেন। ইচ্ছা ছিলো ব্লগ দিবস উপলক্ষে কোন অনুষ্ঠান করলে সেখানে আয়োজন করে পুরুষ্কারটি প্রদান করার। কিন্তু করোনার কারনে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না বিধায় আমরা আসছে বছরে কোন একটি উপলক্ষকে কেন্দ্র করে পুরুষ্কারটি পাঠিয়ে দিবো। পাশাপাশি, ব্লগার খায়রুল ভাই ব্লগারদের ইশতেহার লেখা প্রতিযোগিতায় মনোনিত হয়েছিলেন। সেই পুরুষ্কারটিও আমরা আসছে বছরে পৌঁছে দিবো। আমাদের বেশ কিছু পরিকল্পনা করোনার কারনে পিছিয়ে গেছে।
আমরা এই অনাকাংখিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি।
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপডেট তথ্য জানতে পারলাম।
করনা সব ভন্ডুল করে দিল।
পরিকল্পনাগুলো ব্লগে শয়ার করলে ব্লগারগন উজ্জীবিত হতো।
৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫
জুন বলেছেন: মাহাকে অনেক অনেক অভিনন্দন। সত্যি তার ভুতের গল্পটি অসাধারণ হয়েছিল।
কিন্ত সেতো কবর পাহারা দিতে দিতে শেষ
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আর অভিনন্দন মা. হাসান ভাইকে।
৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০
নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন মাহা ভাই ও খায়রুল ভাইকে। আবার বিশ্ব একা হয়ে যাচ্ছে। সবাই নিরাপদ থাকতে চেষ্টা করা ভালো হবে
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
অভিনন্দন তাদের দুজনকে।
সবাই ভাল থাকুক।
৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: আমিও অতিপ্রাকৃত নিয়ে একটি গল্প লিখেছিলাম।পুরস্কারটা কানের ধার দিয়ে বেরিয়ে গেল। ভেবেছিলাম এবার একটা পুরস্কার জুটবে... হেহেহে
২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইস! উপহারটা হাতছাড়া হলো আপনার।
থাক দাদা, সামনের বার আবার চেষ্টা করবেন। সেবার বগলদাবা করতে না পারলে সব দোষ আপনার । হা.....হা....হা......
৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭
রামিসা রোজা বলেছেন:
আমি একটা ভূতের গল্প লিখেছিলাম এবং সেটা সত্যি ঘটনা আমার ছোটবেলার । যদিও জানি যে, পুরস্কারের কোন
সম্ভাবনা নাই আমার কারণ লেখাটা নির্ধারিত সময়ের পরে দিয়েছিলাম ।
অ,ট: মা হাসান ভাইকে দেখি না অনেকদিন যাবত কোনো
খোঁজ জানেন ?
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। পুরস্কার বড় কথা নয় আমরা যে অংশগ্রহণ করেছি সেটাই বড়।
উনি ব্যস্ত আবার ব্লগে আসবেন।
১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
ওমেরা বলেছেন: ব্লগার মা, হাসানকে অভিনন্দন , আপনাকে ধন্যবাদ আপনার জন্যই খবরটা জানতে পারলাম ।
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।
১১| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫
পদ্মপুকুর বলেছেন: ব্লগার মা. হাসান তো শেষরাতের মাইর দিয়ে দিলো দেখা যাচ্ছে! এম্নিতেতো কইলেও গল্প লেখেন না, যেই না পুরস্কারের ঘোষণা আইছে, অম্নি ঝাপ দিয়া পুরস্কারটা নিয়া নিলো???
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
উনি এমন কারিশমা দেখালেন যে, উপহারটা একেবারে নিজের করে নিলেন।
ব্লগীয় উপহারের পরিমাণ বাড়ুক।
১২| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মনে মনে আমিও এই প্রতিযোগিতার বিষয়ে জানার আগ্রহী ছিলাম।
জাদিদ ভাইকেও ধন্যবাদ জানাই। ওগ লোককে বাছাই করা হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক সবার কৌতহল মিটলো।
ধন্যবাদ।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮
শায়মা বলেছেন: একদম যোগ্য গল্পটিকেই বিবেচিত করা হয়েছে।
মাহা ভাইয়ার ভূতের ভয়টাই এক্সসেলেন্ট ছিলো হা হা সেই চিঠি লেখা হা হা হা
আচ্ছা মাহা ভাইয়া ভালো আছে তো?
আমি অনেক অনেক চিন্তিত....
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরস্কার পাইয়া সে ডুব দিয়াছে যাতে অন্যরা তাকে কিছু না বলতে পারে।
আবার আসবেন অপেক্ষায় থাকুন।
ধন্যবাদ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
শায়মা বলেছেন: মাইদুলভাইয়া তুমি কয়েকটা সান্তনা পুরষ্কার নিয়ে আসো.....সারাবছরের নানা বিষয়ের উপরে .....
পুরষ্কারগুলো কিনতে নো খরচ... সব ডিজিটাল পুরষ্কার হইবেক......
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা করা যায়। তবে ব্লগ থেকে ব্যবস্থা করলেই সবাই তিনগুন খুশি হইবেক।
ধন্যবাদ জানিবেক।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
মিরোরডডল বলেছেন:
মাহাকে শুভেচ্ছা । কোথায় হারিয়ে গেলো !
কেউ একজন ধরে নিয়ে আসে না কেনো !
কিছু মানুষ আছে যারা সবসময় অন্যদের আনন্দ দিয়ে থাকে । সেরকম একজন ব্লগের প্রান হচ্ছে মাহা ।
কতদিন মাহার কমেন্ট পড়ে হাসিনা
কবে আসবে !
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি মনে হয় পুরস্কার হাতে নিয়ে ছবি পোস্ট দিয়ে হাজির হবেন।
দ্বীল খোলা মাহা ভাইকে দেখার অপেক্ষায়।
ভাল থাকবেন।
ধন্যবাদ।
১৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩
ঢুকিচেপা বলেছেন: পোস্ট দিয়ে ভালো করেছেন, ফলাফল অন্তত জানা গেল।
অভিনন্দন মাহা ভাইকে।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফলাফল জানতেই পোস্ট দেওয়া।
ধন্যবাদ প্রিয়।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩১
সোহানী বলেছেন: তোমর প্রস্তাব সর্বান্তকরনে সমর্থন করছি। আরো ভালো হয় সব অংশগ্রহনকারীকে যদি শান্তনা দেয়া হয় ।
অভিনন্দন মাহা ভাই আর খায়রুল ভাইকে।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
কিন্তু সবাইকেতো আর শান্তনা পুরস্কার দেয়া যায়না। এক বাক্যে শান্তনা দেওয়া যায়। হা হা হা............
ভবিষ্যতে জন্য প্রস্তুত থাকুন, উপহার পাইলেও পাইতে পারেন।
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৯
মলাসইলমুইনা বলেছেন: জাদিদ সাহেবকে খুব প্রশংসা করা যাচ্ছে না ভৌতিক গল্প প্রতিযোগিতার এই সেরা সিলেকশনের জন্য । আমারতো ধারণা ছিল ভুবনেশ্বর থেকে ভেগে আসা ভূপালী বাজানো ভীষণদর্শন ভ্যূলোকের ভয়ংকরতম ভুতের ভৌতরাসায়নিক ভূমিকা ভরা ভৌতিক ভুতকাণ্ডের ভান্ড খোলা আর ভুতের আছড়ে ভুত প্রতিযোগিতা থেকে ভ্যানিশ হয়ে যাওয়া আমার গল্পটাই সেরা পুরস্কারটা পাবে ! সেটাকে সিলেক্ট না করার জন্য ভয়ঙ্কর ভুত আমার মন্তব্যই আবার ভ্যানিশ করে দেয় কি না সেই চিন্তায় আমি আর বেশি কিছু বলছিনা ।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরস্কার পাইতে পাপ পলায়ন পূর্বক পূর্ণদ্যোমে প্রকল্প পরিচালনায় লেখা চালিয়ে যান উপহার পাইলেও পাইতে পারেন।
ধন্যবাদ ও শুভকামনা।
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৯
ভুয়া মফিজ বলেছেন: অভিনন্দন মাহা ভাই ও খায়রুল ভাইকে।
মাহা মনে হয় ''কবিতা'' নিয়ে ব্যস্ত। আগেই সাবধান করেছিলাম, কবিতা নিয়ে বেশী নাড়াচাড়া করলে মানসিক বৈকল্য হওয়ার সম্ভাবনা থাকে। সবাই সবকিছু হ্যান্ডেল করতে পারে না।
আপনার এই পোষ্টের কল্যানে এটা জানা হলো, সে'জন্যে আপনাকেও ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাহা ভাই যদি কবিতা নিয়ে পড়ে তো ব্লগ পাবে দারুন সব কবিতা ও এক অনন্য কবি।
গুনীদুজন অভিনন্দন গ্রহণ করুন ভুম ভাইয়ের।
মন্তব্য রাখায় আপনাকে ধন্যবাদ। সুন্দর থাকুন।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১
জুন বলেছেন: