নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিযোগিতা-ছবি ব্লগ

১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:০৭



যখন শহরে সন্ধ্যা নামে।



কানি বগের ছা পুটি মাছ ধরে খা।



বর্ষায় এলো বান সাথে পাতা ঝরার গান।




হঠাৎ পথিক এসে গেলো ক্যামেরার সামনে




বৃষ্টিস্নাত বরের গাড়ি।



দিন শেষে সূর্য ডুবে সাগরের ওপাড়ে।



উৎসুক দুজন কর্ণফুলীর জল দেখছে।


হাসি মুখে বর এগিয়ে যাচ্ছে।



কন্যা আমার ক্ষুদে মডেল



আধুনিক মাঝি।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:১২

জটিল ভাই বলেছেন:
সুন্দর ব্লগ। তবে ভাই পোস্টের শুরুতে বেশ কয়েক লাইন ব্যাখ্যা লিখে তারপর ছবিগুলো দিন। নতুবা এক পোস্টে প্রথমপাতা ভরে যায় যা পোস্টের সৌন্দর্যতা কমানোর পাশাপাশি বিরক্তিরও কারণ হয়। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে বিজয়ে :)

১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। এই ভাবনাটা মনে ছিল কিন্তু যখন ছবি আপলোড হতে দেড়ি হচ্ছিল তখন অন্যকাজে মনোযোগ দেয়ায় আর সেটা বাস্তবায়ন হয়নি।

ধন্যবাদ। ভবিষ্যতে এ ব্যাপারে সচেষ্ট থাকবো।

২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:২৩

কল্পদ্রুম বলেছেন: সুন্দর ছবি। আপনার কন্যা তো অতি কিউট। কপালে আবার কাজলের টিপ আছে।

ক্যাপশন রিচেক করা উচিত। ৩ এ ঝড়া, ৭ এ উৎসুখ,৮ এ বড়।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কন্যার প্রসংশার জন্য ধন্যবাদ কল্পদা।

ঠিক বলেছেন চেক করা ছাড়াই পোস্ট দিয়েছি, ফলাফল ভুলের ছড়াছড়ি।

ভুল ধরেয়ে দেবার জন্য কৃতজ্ঞ।

৩| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সরকার ভাই
অসম্ভব সুন্দর সব ছবি
সামুর ফটো প্রতিযোগীতায়
সাবমিট করতে পারেন।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামুর ফটো প্রতিযোগীর জন্যইতো দিলাম । প্রতিযোগিতার জন্য কি অন্য নিয়ম আছে নাকি ? সরাসরি পোস্ট দিলে হবেনা ?

ধন্যবাদ।

৪| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৫১

শাহ আজিজ বলেছেন: বাহ বেশতো , ভাল্লাগ্লো ।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।

৫| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও প্লাসে কৃতজ্ঞতা গুনী।

ধন্যবাদ।

৬| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ আপনাকে আপু।

৭| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:২৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ৭ নং, এ জায়গায় দাঁড়িয়ে রাতের বেলা কর্ণফুলীর যে সৌন্দর্য ধরা দেয়, যে অনুভূতি হয় তার কোন তুলনা নেই।
সুন্দর ছবি ব্লগ।

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই। সুন্দর বলেছেন । ধন্যবাদ।

৮| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,





শুভেচ্ছা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্যে।
পাতা ঝরার গান ছবিটি বেশী ভালো লেগেছে।

১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি আপনাকে পাতা ঝরার গান বেশি ভালোলাগায়।

৯| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান রকম সব ছবি, ভালো হয়েছে।

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভালোলাগা প্রকাশে।

১০| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: একটা নিজের আঁকা ছবির ফটো তুলে দিলেও তো হয়!

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু আকা ছবি এখন দিবনা। ধন্যবাদ।

১১| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:২০

শোভন শামস বলেছেন: নানা পটভূমির ছবি, সুন্দর

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই আপনাকে।

১২| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

রিক্ত আমি
সিক্ত আমি
দিবার কিছু নাই
ভালোবাসার
প্লাস দিয়া
শুভেচ্ছা জানাই

কানাবগী যেন এক ধ্যানমগ্ন ঋষি - ভালো লেগেছে
উঁকি দিয়ে কী যেন দেখছে কারা, ভালো লেগেছে
ক্ষুদে কন্যা মডেল - বাহ, ভেরি লাভলি। অনেক অনেক আদর ও ভালোবাসা
আধুনিক মাঝি - ভেরি হ্যান্ডসাম অ্যান্ড স্মার্ট :)

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার উপস্থিতিইতো সবকিছু।

কানাবগী ছা, নদী,কন্যা ও মাঝিকে ভালোলাগায় ও উল্লেখ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১৯

হাবিব বলেছেন: দারুণ সব ছবি।

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ স্যার।

১৪| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৪

সোহানী বলেছেন: ভালো লাগলো।

১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভালোথাকবেন।

১৫| ১৮ ই জুন, ২০২১ সকাল ১১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর লাকছে সবগুলো ছবি

১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ বাবু ভাই। অনুপ্রাণিত হলাম।

১৬| ১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

জুন বলেছেন: আপনার কন্যাতো মাশাল্লাহ ভারী মিষ্টি দেখতে। অনেক শুভকামনা রইলো। সুর্যাস্ত আর কানি বগ এর ছবি ভালো লাগলো।
+

১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। অল্প ক’টি ছবি ভালো লাগায় এবং তা প্রকাশ করায় কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১৭| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে। পাতা ঝরার ছবিটা সেরা ছিল।

২০ শে জুন, ২০২১ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাতা ঝরার ছবিটা আমারও বেশ ভাললাগে। ধন্যবাদ। উৎসাহ পেলাম।

১৮| ২০ শে জুন, ২০২১ রাত ৯:১৫

ঢুকিচেপা বলেছেন: প্রথম ছবির আকাশটা সুন্দর এসেছে।
পাখিটাকে দেখে খুব মায়া লাগলো।

আপনার কন্যার ছবিও ভালো হয়েছে।
তা মডেলের ছবি সামুতে প্রতিযোগিতায় দেয়ার আগে পারমিশন নিয়েছিলেন ?

যাইহোক সুন্দর ছবির জন্য লাইক রইল।

২১ শে জুন, ২০২১ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ভালোলাগলো আপনার প্রসংশা। ভালোথাকবেন।

১৯| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৩

হাসান রাজু বলেছেন: আর যা ই হোক কানি বগির ছা এখানে পুঁটি পাবে না।
হা হা হা ......

২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ঠিক বলেছেন।

২০| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মাইদুল ভাই, দেরী করে আসছি তবে ইচছা করে না ।আসলে আপনাকে খুজেই পাইনি আগে ছবি প্রতিযোগিতায়। আজ কাভা ভাইয়ের পোস্ট থেকে আপনাকে খুজে পাইলাম। আর পেয়েই - :P ,পোস্টে ভাললাগার পাশাপাশি +++।

সবগুলি ছবিই চমতকার হয়েছে আর এসব আমাদের আশেপাশের যাপিত জীবনেরই ছবি - তবে ক্ষুদে মডেল " কন্যা "কে দেখে ব্যাপোক :) ভাল লাগল কারন আমার অনেক অনেক সখ ছিল এরকম একটি মডেলের তবে উপর ওয়ালা এখনো দেননি তাই।

আপনার সাফল্যের কামনা রইল।

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ধন্য হলাম আপনার আগমনে।

ভাললাগা, ++ , লাইক ও মন্তব্যে কৃতজ্ঞতা।

আল্লাহ যেন আপনার শখ পূরণ করেন। একটি ফুটফুটে পরী যেন আসে আপনার সংসারে।

ভালো থাকবেন।

২১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর হয়েছে সবগুলো ছবি।

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দেপ্রেবা ভাই।

২২| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: চার নম্বর ছবিটা বলা চলে একদম পার্ফেক্ট ক্লিক !

২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ মন্তব্য প্রকাশ করায়।

২৩| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন:




দিন শেষে সূর্যাস্তের ছবিতে মানুষ না থাকলে আরও ভালো লাগতো ।
ক্ষুদে মডেলের চুল লম্বা রাখবে । মেয়ে বাবুদের লম্বা চুলে অনেক বেশী কিউট দেখায় ।


০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

বাবুর এলার্জি ছিল বেশি তাই তখন চুল ছোট ছিল। এখন একটু বড় রাখা হয়েছে। আর সেতো ওলনা, গামছা দিয়ে সারাক্ষণ নকল চুল বানিয়ে, বেনী করে ,খোপা করে রাখে। সরিয়ে ফেলতে গেলেই কান্নাকাটি।

ভালো থাকবেন।

২৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ। + +
যখন সন্ধ্যা নামে, পাতা ঝরার গান, দিনশেষে সূর্যাস্ত এবং অবশ্যই মডেল কন্যার ছবিগুলো বেশি ভাল লেগেছে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ধন্যবাদ ও শুভকামনা....

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটি ছবি ভাললাগায় বেশ অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.