নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
১।
২।
১ ও ২ নং ছবি দুটি নওগাঁর ঘুঘুডাঙ্গা এলাকার । বাংলাদেশে সব এলাকায় যদি এমন সুন্দর রাস্তা থাকতো তবে সবাই চোখ জুড়ানোর অনুসঙ্গ পেতেন। যেন রাস্তার সাথে সবুজের মিতালী।
৩।
এটা বিদেশের কোন ছবি নয়। আমাদের বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ছবি।
৪।
কুয়াশার কুহক। যেন কোন এক যাদুবাস্ততার শহরে নিয়ে যাচ্চে পথিককে। এই পথ যদি শেষ না হয়।
৫।
আমি এমন পথটি ধরেই হেটে হেটে বাংলার রূপ দেখে যেতে চাই।
৬।
এক কিশোর অপার বিষ্ময়ে দেখছে বাংলার আকাশ। শহুরে জীবনে এমন সুন্দর দৃশ্য মাঝে মাঝে দেখা যায়।
৭।
জীবনানন্দের রূপসী বাংলাকে আবার ফিরে পেতে চাই। যেন হাজার বছর ধর দেখি তার রূপ।
৮।
এমন নীল আকাশ দেখে বুকের ভিতরে কিসের তৃষ্ণা বাড়ে, কে হারাতে চায় তারে, বারবার ফিরে আসি বাংলার পাড়ে।
৯।
যুদ্ধ দেশ, জাতী, জনপদ, মানুষ সবই ধ্বংস করে দেয়। সিরিয়ায় চলমান যুদ্ধে পা হারানো বাবা আর অর্ধাঙ্গ হারানো ছেলে। বেঁচে তাই তারা আবার হাসছে। কিন্তু গভীরভাবে ভাবলে চোখে জল চলে আসে। আহ মানুষ! আহ যুদ্ধ! (ছবিটি আল জাজিরা থেকে নেওয়া)
শুধুমাত্র ৬ নম্বর ছবিটি আমার তোলা। আর বাকি সব ছবি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে সংগৃহীত। ভালোলাগলো বলে এখানে শেয়ার করলাম।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছবিগুলো কবি দা
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৪
সাত ভাই চম্পা বলেছেন:
যুদ্ধ দেশ, জাতী, জনপদ, মানুষ সবই ধ্বংস করে দেয় ## এই লেখাটা কপি পেস্ট !
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম। ছবিগুলো সংগৃহীত ০১টি বাদে কিন্তু লেখাগুলো আমার নিজের।
ধন্যবাদ।
৪| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট +
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
শুভকামনা।
৫| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: একি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লীজননী।
গানটা মনে পড়লো।
তবে লাস্টের ছবিটা কেনো দিলে মনটা খারাপ লাগলো ভাইয়া।
তবে এটা সত্যই বেঁচে থাকাটাই দারুন ব্যপার।
অনেক ভালোবাসা।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গান স্মরণে ধন্যবাদ কপপ্র আপু।
লাস্ট ছবিটা একারণেই দিলাম ৭১ যুদ্ধ হয়েছে আমাদের দেশে আবার যদি যুদ্ধ হয় তবে পরিণতি আমাদের এনই হবে কারো না কারো। না থাকবে সৌন্দর্য না থাকবে জীবনে বেঁচে থাকার আনন্দ।
বেঁচে থাকাটাই কখনো কখনো দারুন ব্যাপর-সুন্দর বলেছেন।
৬| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:১৬
ফুয়াদের বাপ বলেছেন: ছবির সাথে বর্ননা ভালো লেগেছে। এমন সুন্দর ছবি সংগ্রহ করে ব্লগবাসির সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।
৭| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২
মিরোরডডল বলেছেন:
ছবিগুলো অপূর্ব !!! ঘুঘুডাঙ্গা নামটাও সুন্দর ।
ছবি ৩ পানিতে এই আদম কে ?
জায়গাটা দারুণ !!!
ছবি ৪ অসাম !
ছবি ৯ সত্যিই হৃদয়বিদারক
থ্যাংকস মাইদুল ।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘুঘুডাঙ্গা নামটাও সুন্দর সাথে রাস্তাটাও।
জানিনা কে তবে বাংলার কোন এক তরুন।
৪ ভাললেগেছে বলে খুশি হলাম।
৯ এর মতো পরিণিতি কারো না হোক দুনিয়াতে।
আপনাকেও ধন্যবাদ ডল আপু।
৮| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
৯| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৪ আর ৯ নাম্বার ছবি ফেবুতে দেখেছি।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আগেই দেখেছেন, বেশ ভালো। ধন্যবাদ।
১০| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৪
রোকসানা লেইস বলেছেন: প্রকৃতি ছাপিয়ে গেল ৯ নাম্বার ছবিটা মানুষের জন্য মানুষের দুঃখ তৈরি। অথচ ভালোবাসার কি আনন্দ
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের জন্য মানুষের এই দুঃখ তৈরী বন্ধ হোক।
ধন্যবাদ।
১১| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭
শেরজা তপন বলেছেন: শেষের ছবিটা বাদে সবগুলো ছবিই মন কাড়ার মত!
শেষেরটা অপার কষ্টের!
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। প্রথমে সুন্দর ও পরে অপার কষ্টের ছবি।
ধন্যবাদ।
১২| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৩
মেহবুবা বলেছেন: মুগ্ধতা নিয়ে দেখছিলাম, শেষে ধাক্কা খেলাম এক কঠিন বাস্তবতায়।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুগ্ধতা শেষে ধাক্কা খেয়েছেন কারণ সুন্দর সবকিছুই যুদ্ধের ভয়াবহতায় ধ্বংস হয়ে যায়।
ধন্যবাদ।
১৩| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৮
মেহেদি_হাসান. বলেছেন: ছবিগুলো খুব সুন্দর
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৬ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এত সুন্দর অর্থপূর্ণ ছবিগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকেও।
১৫| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব।++
প্রথম ছবিটা দিয়েই বোধহয় 'যোগি ভিক্ষা লয় না' গানটি রেকডিং হয়েছিল। দ্বিতীয়টি সবচেয়ে ভালো লেগেছে।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 'যোগি ভিক্ষা লয় না' মুজিব পরদেশীর কন্ঠে গানটা শুনলাম আপনার মন্তব্য পেয়ে।
ধন্যবাদ।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: দেখলাম ছবি গুলো।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
১৭| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৩
চাঙ্কু বলেছেন: সুন্দর ছবি!! ঘুঘুডাঙ্গার বেশ কিছু ছবি নেটে দেখলাম, রাস্তাটা আসলেই খুব সুন্দর। যাইতে মন চাইতেছে!!
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও দেখেছি ঘুঘুডাঙ্গার রাস্তার ভিডিও, আসলেই সুন্দর।
আমারও যাইতে মন চাচ্ছে। ধন্যবাদ।
১৮| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাকি ছবিগুলির সাথে শেষের ছবিটার সম্পর্ক কি?
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সম্পর্ক একটাতো আছেন- যুদ্ধ উপরের সব সৌন্দর্য শেষ করে দিতে পারে।
ধন্যবাদ।
১৯| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: সত্যিই গ্রামের সবুজ গাছপালা নয়ন জুড়ে যায়। অপরূপ ছবি
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২০| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ২:১০
সোহানী বলেছেন: ওয়াও....... অসাধারন!
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২১| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৮
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
যেখান থেকেই তুলে আনা হোক , নির্মল সুন্দরতাই তুলে এনেছেন।
ঘুঘুডাঙার পথগুলো ঘুঘুর ডাকের মতোই মিষ্টি। কুহকী ছবি "কুয়াশার কুহক"। সবটা যেন অপার বিষ্ময়ে বাংলার আকাশ আর প্রকৃতিকে দেখা।
শেষের ভালোবাসা-স্নেহের হৃদয় বিদারক ছবিটা যেন বলে যায় - আর যুদ্ধ নয়, শান্তি নামুক পৃথিবীতে!
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।
যেখান থেকেই তুলে আনা হোক , নির্মল সুন্দরতাই তুলে এনেছেন।
ঘুঘুডাঙার পথগুলো ঘুঘুর ডাকের মতোই মিষ্টি। কুহকী ছবি "কুয়াশার কুহক"। সবটা যেন অপার বিষ্ময়ে বাংলার আকাশ আর প্রকৃতিকে দেখা।- অনেক সুন্দর করে বলেছেন। আসলেই আমাদের দেশ কত সুন্দর।
হ্যা শান্তি নামুক, শান্তি নামুক পুরো পৃথিবীতে।
২২| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর পোস্ট +
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সনেট কবি।
২৩| ২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
মনিরা সুলতানা বলেছেন: দারুণ !
০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২৪| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চোখ জুড়ানো ছবি আর মন ভোলানো কথা! আহা কিযে সুন্দর !!!
০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর মূল্যায়ন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ।