নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
শায়মা আপু পরের জন্মে পুরুষ হয়ে সায়েম নাম ধারণ করতে পারেন। বার বার কেন নারী হয়ে জন্মাতে চান ?
এই নারী জনমের সুখ আর আয়েশী জীবন পেয়েছেন বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
এ জনমে নারী হয়ে পুরোপুরি নারীত্বের সম্মান অর্জন করেছেন বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
নারী জীবনের কোমলাতা, সৌন্দর্য, রূপ ও গুণ এর মোহ ছাড়তে পারবেন না বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
প্রিয় শায়মা আপু, আপনি এই জন্মে নারী হয়ে সুখ স্বাচ্ছন্দ্যের আছেন তাই আবার পরের জন্মে নারী হতে চান। সেটা আপনি চাইতেই পারেন। কিন্তু এ জনমে যেহেতু নারী ছিলেন পরের জন্মে না হয় পুরুষ হয়ে পুরুষের চোখে পৃথিবী দেখবেন। ক্ষমতা, দাপট, শক্তি, সাহস আর নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ধারণ করবেন তারপর নারীর প্রতি পুরুষের এই যে অবহেলা চিত্র সেটা আঁকবেন প্রাচীন মিশরীয় দাস টাইটার চেয়েও আরও সুন্দর করে । সেই কারুকার্য দেখে যুগ যুগ ধরে মানুষ আপনার নাম নিবে।
এ জনমে তো নারী হয়ে নারীর ব্যাথা বুঝলেন, সুক- দুঃখ, কষ্ট, যাতনা আর আনন্দ সবই বুঝতে পারলেন পরের জন্মে না হয় পুরুষ হয়ে পুরুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট আর সুখ-দুঃখ অনুভব করবেন। তারপর গদ্যে-পদ্যে তুলে ধরবেন নারীর চোখে পুরুষকে।
সেই গদ্য-পদ্মের নহরে যেন বিচারের প্রজাপতিটা দিকভ্রান্ত না হয়।
ছবি-সামু থেকে শায়মাপুর প্রোপিক নেওয়া।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন ব্লগে কি মজা করা যাবেনা নাকি ? এটা একটা ফান পোস্ট।
২| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:২১
ফয়সাল রকি বলেছেন: আপনি কি পরের জন্মে নারী হতে চান?
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না । এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। মজা করা আরকি ?
৩| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩
বাকপ্রবাস বলেছেন: কাজ নেই তো খই ভাজ ইহাকেই বলে
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই দেখি পোস্টটাকে সিরিয়াসলি নিয়েছে। যাক এটা ফান পোস্ট শিরোনামে এড করে দিলাম।
৪| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৭
বিটপি বলেছেন: উনি কাব্যিক ভাষায় নিজের চাহিদা প্রকাশ করেছেন। আপনার কি উচিত নয়, সেই ভাষাতেই জবাব দেয়া? সোনাগাজী সাহেবের কি ভাঁড়ামি দেখলেও উঁকি দিতে ইচ্ছে হয়?
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি এটা রম্য হিসেবেই দেখছি। দেখি শায়মাপু কি বলে।
হ্যা ওনি উকি দিয়ে জ্ঞান ফলাবেনাতো জ্ঞান ফলাবে কে ?
৫| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০১
আলমগীর সরকার লিটন বলেছেন: কবি দা তাই যদি হতো আমি হতাম পাখি আমি হতাম সাকি
ভাল থাকবেন--------
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমারও পাখি হতে ইচ্ছে করে। ধন্যবাদ।
৬| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শায়মাপুর কবিতাটা দুর্দান্ত হয়েছে ; কিন্তু সেটার প্রতিক্রিয়ায় আপনার এই লেখা ওনাকে আহত করতে পারে। যদিও সায়েম নামটা ভালো।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি জানি শায়মাপু আহত হবেনা। উনি দুর্দান্ত একটা কিছু লিখবেন....।
হ্যা ওনার কবিতাটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ।
৭| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টটি সঠিক হয়নি।
০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি শায়মাপু বলে কিংবা তিনি অসস্থিতে পড়েন তবে পোস্ট ডিলিট করে দিব।
৮| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২
রানার ব্লগ বলেছেন: উনি পরের জন্মে পুরুষ হলে নারী জাতির সারে সর্বনাশ হয়ে যাবে ।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ যদি সর্বনাশ করতে চায় তো সে নারী হোক বা পুরুষ হোক সেটা করতে পারবে। হেলেনের জন্য যুদ্ধ বেধে গিয়েছিল ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল।
৯| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: শায়মা আপুর গ্রামের বাড়ি কোথায়?
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি সঠিক জানিনা তবে ঢাকা বা ঢাকার আশেপাশে কোথাও তো হবেই।
১০| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৯
শায়মা বলেছেন: পোস্টটা পড়লাম। তারপর কমেন্টগুলো। অনেকেই রাগ করেছে কেনো এইভাবে ভাইয়া আমার কবিতা নিয়ে লিখলো। কারণ নারী দিবসে জন্ম জন্মান্তরে আমার নারী হবার বাসনা নিয়ে একটা কাব্য লিখেছিলাম। এটা যেমনই আমার মনের কথা, এই নারী জন্ম নিয়ে তেমনই আমার আত্মতৃপ্তির কথা।
না আমি এই কবিতা নিয়ে রাগ করিনি।
কারণ ভাইয়ার মনে প্রশ্ন জাগতেই পারে-
এই নারী জনমের সুখ আর আয়েশী জীবন পেয়েছি বলে, এ জনমে নারী হয়ে পুরোপুরি নারীত্বের সম্মান অর্জন করেছি বলে,নারী জীবনের কোমলাতা, সৌন্দর্য, রূপ ও গুণ এসব পেয়েছি বলে।
ভাইয়ার মনে প্রশ্ন জাগতেই পারে আমি এই জন্মে নারী হয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আছি তাই আবার পরের জন্মে নারী হতে চাই।
কিন্তু ভাইয়া পুরুষ হয়ে কেনো আমাকে ক্ষমতা, দাপট, শক্তি, সাহস দেখতে হবে? পৃথিবীতে নারীরও অনেক ক্ষমতা, দাপট, শক্তি, সাহসের নিদর্শন আছে। কাজেই নারীই হতে চাই আমি। নারীর জন্য কি নারীরা ছাড়া পুরুষেরা এত পারবে?
মানুষের কাছে এত টাইটা হয়ে নাম নেবার কি দরকার? সবার আগে নিজে আমি নারী হয়ে সুখী এবং আনন্দিত কিনা জানতে হবে। দেখো নারী পুরুষ না চির দুঃখী চির সুখী আনন্দপ্রিয় বা ভাগ্য বিড়ম্বিত মানুষ আমাদের চারপাশেই রয়েছে। নারীর সমস্যা এক রকম পুরুষের আরেক রকম। নারী পুরুষ মিলেই মানুষ।
সকলের সুখ দুঃখ নিয়েই কাজ করা উচিৎ আমাদের।
তবে হ্যাঁ তোমার লেখার কনটেন্ট কিন্তু মোটেও খারাপ না যা অনেকেই হয়ত ভুল বুঝেছে কিন্তু শিরোনামে একটু ফান ভাব বেশি আছে তাই অনেকেই তোমাকেই ভুল বুঝলো।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথমেই অনেক অনেক ধন্যবাদ।
যেহারে সবাই-ই রিয়েক্ট করতেছিল আমিতো ভাবছিলাম শেষমেষ পোস্টটি আবার ডিলিট করে দিতে হয় কিনা আপনি এসে বাঁচালেন।
নারী হয়ে নারীর চেয়ে কে আর ভালো বুঝবে নারীর জীবনের সুখ-দুঃখের কথা বেশ ভালো বলেছেন।
১১| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৫
বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন:
সবাই দেখি পোস্টটাকে সিরিয়াসলি নিয়েছে। যাক এটা ফান পোস্ট শিরোনামে এড করে দিলাম।
আমি আসলে আপুর লেখাটা দেখিনি তায় ভুুল বুঝলাম, পরে আরো কমেন্ট পরে সায়মাপুর কবিতাটা পড়ে এসে বুঝলাম ঘটনা।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ।
১২| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: ৮. ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২১
রানার ব্লগ বলেছেন: উনি পরের জন্মে পুরুষ হলে নারী জাতির সারে সর্বনাশ হয়ে যাবে
হা হা পোস্টের চাইতেও এই কমেন্ট
কিন্তু জানতে ইচ্ছা করে কেনো এমন মনে হয় বলো??
নারী হয়েও কি সাড়ে সর্বনাশ পারি না নাকি!!!!
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: সম্ভবত আপনার ঠোঁট কাটা স্বভাবের জন্য উনি এ মনটা বলেছেন।
১৩| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪০
তারেক ফাহিম বলেছেন: রানার ব্লগ বলেছেন: উনি পরের জন্মে পুরুষ হলে নারী জাতির সারে সর্বনাশ হয়ে যাবে ।
হাসি আসলো অনেক।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: করা মন্তব্য। ধন্যবাদ ফাহিম ।
১৪| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: ফান পোস্ট হিসেবে ঠিক আছে।
০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত ধন্যবাদ।
১৫| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সায়েম হলো আমার নাম। সায়েম এর স্ত্রীবাচক নাম শায়মা।
১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার নাম সায়েম জানা ছিলনা। ধন্যবাদ জানানোর জন্য।
১৬| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:৪২
মেহবুবা বলেছেন: পুরুষ হলে এত যত্নের সাজুগুজুর কি হবে
১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাজগোজ তো পুরুষেরাও করে তবে একদম কম।
ধন্যবাদ।
১৭| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:৫১
প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা
১০ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম।
১৮| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:১৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সাত জনম হলে তিনবার নারী তিনবার করে পুরুষ এবং বাকি একবার তৃতীয় লিঙ্গের মানুষ হতে চাই । সিরিয়াসলি বললাম । নারী
পুরুষের এই চিরায়ত কাহিনী দেখে বুঝতে পারছি - সৃষ্টিকর্তার আসল সৃষ্টি হচ্ছে ওই মানুষরাই ।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: তানীম ভায়া-কোন সমস্যা নেই, জান্নাতে গেলে তখন ফুল, পাখি, নারী, পুরুষ , ৩য় লিঙ্গের মানুষসহ যা মন চায় তাই হতে পারবেন।
কেন ভায়া -সৃষ্টিকর্তার আসল সৃষ্টি হচ্ছে ওই মানুষরাই । এটা আপনার ভাবনা আবার অনেক নারীর ভাবনা পুরুষেরাই আসল সৃষ্টির জীব।
যাই হোক ভাল থাকুন। উপভোগ করুন পুরুষ জনম।
১৯| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:২৬
সোনাগাজী বলেছেন:
@শায়মা,
আপনার লেখা ও আচরণে মিল আছে বলে আমার মনে হয় না।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি, এ যে দুঃখের কথা।
-শায়মাপু, আপনি কেন আমাকে কমেন্ট একটাও কড়া কথা বললেন না, একটুও রাগ/ক্ষোভ ঝাড়লেননা সেজন্যইতো আপনার লেখা আর আচরণে মিল না পেয়ে মহাজ্ঞানী সোনাগাজী চরম আহত হয়েছেন।
২০| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ১ নং মন্তব্য পড়ে হতাশ।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই হতাশা উপহার দেয়ার জন্য ওনাকে ধন্যবাদ পাওয়া থেকে বঞ্চিত করা হলো।
২১| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৮
শায়মা বলেছেন: সোনাগাজীভাইয়া,
ঠিক বলেছো আমি বহুরূপী।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সোনাগাজী আজও তোমাকে চিনতে পারলো, আর পারবে বলেও মনে হয়না।
২২| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: যদি সুযোগ থাকে তবে সকলেরই একবার তার বিপরীত দিকটাও দেখা উচিত । তাহলে এর ভাল-খারাপ দুইটা দিকই জানার-বুঝার এবং উপলব্ধি করার পর যে সিদ্ধান্ত আসবে তা সঠিক হবার আশা করা যায়।
আর তাই যদি সাত জনম বলে আদৌ কিছু থাকে তবে দ্বিতীয় জনমে সবারই বিপরীত লিংগ চয়েজ করার অপশন থাকলে তা গ্রহণ করা উচিত । আর এর ফলে অভিযোগ করার সুযোগ আর থাকবে না।
১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই আপনার মত এত বুদ্ধিমান না।
তাই নারী হতে হবে এটা তারা কিছুতেই চায়না।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:২১
সোনাগাজী বলেছেন:
ইহা কি ব্লগ, নাকি ভাঁড়দের মন্চ?