নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেনের জায়গায় যদি কোন মুসলিম দেশ থাকতো তবে ধ্বংশ অনিবার্য ছিল

১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৩




‘চিরবিদায় আমার পুত্র, বেঁচে থাকলে ফের দেখা হবে’, ইউক্রেন-রাশিয়ার এই হৃদয়বিদারক ছবি দেখে চোখে জল নেটিজেনদের।

ইউক্রেনের জায়গায় যদি কোন মুসলিম দেশ থাকতো তবে ধ্বংশ অনিবার্য ছিল-
কারণ এরকম ধ্বংশ আমরা দেখেছি ফিলিস্তেনে, ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায় আরও অনেক মুসলিম প্রধান দেশে। তখন বেসামরিক লোকদের সরে যাওয়ার জন্য মানবিকতা দেখাতোনা রাশিয়া। তখন নির্বিচারে মসলিম নিধনই প্রাধান্য পেত।

আর পশ্চিমা সভত্যার ধ্বজাধারীরা একপেশে মুসলিমদের দোষ দিয়ে রাশিয়াকে সমর্থন করতো। আর আজকের রাশিয়াকে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ হতে হতোনা।

রাশিয়ার রূপকথার বইয়ে পড়া-ক্ষুদে ইভান বড় ভাগ্যবান, জাদুকরি ভাসিলিয়ার কথাসহ আরও অনেক গল্প মনে পড়ে গেল। কিন্তু বাস্তবতার রূপকার পুতিন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের গল্প।



ছবি-khabor24

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৭

স্প্যানকড বলেছেন: মুসলিম দেশ হলে কি হতো তা আর বলতে ? এখন মিডিয়া যা দেখানো শুরু করছে অমন তো ফিলিস্তিন, ইরাক, সিরিয়ার বেলায় দেখি নাই। এখন কাউরে বিশ্বাস করি না।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশ্বাস করা এখন কঠিন। এখন মিডিয়া মাস্তানির যুগ।

ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪০

জুল ভার্ন বলেছেন: আমেরিকা-ইওরোপীয় শক্তি এই ১৫ দিনে মুসলিম দেশগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতো।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবং কিছু দেশ শুধু নিন্দা জ্ঞাপন করে দায় এড়ানোর চেষ্টা করতো।

ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।

৩| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৯

জগতারন বলেছেন:
হায় মুসলমান !
মুসলমানদেরু কী ঘাটতি নাই !
এখনও মোল্লারা ওয়াজ করেঃ
এই দুনিয় কিচ্ছুই না, সব কিচ্ছুই পরকালের জন্য।
তা-ই যদি হবে তবে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলো কেন !
কেন আল্লাহ আমার হাত, পা, শারীরিক শক্তি, মেধা-মনন দিল, চোখ দিল ?
আমার তো মনে হয় আমাদের কর্ম, মেধা দিয়ে পরকাল অর্জন করার জন্য আমাদের এ দুনিয়ায় আগমন।
কিন্তু মোল্লারা কি আমাদের সেই ভাবে প্রেরনা দেয় ?
তাদের কথাই হলোঃ আমাদের হাত-পা গুটাইয়া শুধুই আল্লাহ'র ইবাদত বন্দেগি করো।
এর জন্যই আজ আমাদের ইহুদীদের বানানো হাওয়াই জাহাজে চড়ে বিদেশে যেতে হয়।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে কি মানুষ ইসলাম এর প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদের মন মত ওয়াজ বা কথা বার্তা বলে বেড়ায়।

দুনিয়াতে পাঠানো হয়েছে-তাই কাজ কর্ম করে দুনিয়া ও আখরাত উভয়টিই অর্জন করতে হবে।

পূর্বে অনেক মুসলিম মনীষী অনেক কিছু আবিষ্কার করেছেন বর্তমানে শুধু ইহুদি , নাসারাদের দোষ দিয়ে মাঠ করা করা কিছু লোক বেড়িয়েছে কাজের কাজ কিছুই করেনা।

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

৪| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মুসোলিম দেশ কি আদৌ আছে কোথাও।
পৃথিবীর এমন কোন মুসলিম প্রধান দেশের নাম বলতে পারেন যে দেশটি সঠিক আদর্শ মুসলিম দেশ?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবে বললেতো বলা যায় পৃথিবীতে কোন ধর্মের ই সঠিক আদর্শ মেনে চলা দেশ নেই।

৫| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমি বুঝতে পারিনি।

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত সহজ কথা কেন বুঝতে পারলেন না!!!!!!

৬| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৩

অগ্নিবেশ বলেছেন: যে ধর্মে বিধর্মীদের সৃষ্টির নিকৃষ্টতম জীব বলা হয় সে ধর্মকে বিধর্মীরা কি চোখে দেখবে??????????????

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা কোথায় বলা হয়েছে রেফারেন্স দিন।

৭| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

সব মুসলিম দেশের প্রতিনিধি কবে নির্বাচিত হলেন।?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সামুতে লগইন করার আগেই সেই নির্বাচন শেষ হয়ে গেছে।

৮| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান যখন বাংগালীদের আক্রমণ করেছিলো, ১ কোটী মানুষকে জীবন নিয়ে পালাতে হয়েছিলো, তখন বাংগালী মুসলমানরা আক্রান্ত হয়নি? তখন মানুষ বেশী মারা গেছে, নাকি ইউক্রেনে বেশী মারা যাচ্ছে?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক বেশি মানুষ শহীদ হয়েছেন মারা গেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
ধন্যবাদ।

৯| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩০

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান যখন বাংগালীদের আক্রমণ করেছিলো, তখন পুর্ব পাকিস্তানের থেকে ৫৫ হাজার মুসলমান রাজাকার হয়ে নিজের জাতিকে হতয়া করেছে, উহা আপনার চোখে পড়ে না?

আপনি ব্লগে এই নিয়ে পোষ্ট দিয়েছেন?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বজাতির গাদ্দার বা রাজাকাররাই যেকোনো দেশের স্বাধীনতার জন্য যেমন হুমকি তেমনি তাদের জন্য স্বাধীনতা অর্জন দীর্ঘায়িত হয়। অবশ্যই আমাদের মহান যুদ্ধে যারা পাকিদের সাহায্য সহযোগিতা করেছে এবং দেশের বিরোধিতা করেছে তাদের প্রতি আজন্ম ঘৃণা।

১০| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



সাদ্দামের কুয়েত দখল নিয়ে কোন পোষ্ট দিয়েছেন?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই ইরাক ইরানের যুদ্ধ যখন সময়ের প্রয়োজনে প্রাসঙ্গিক মনে হবে তখন পোস্ট দিব। এ ব্যাপারে পোস্ট না দেওয়ার জন্য আপনি কাউকে অভিযুক্ত করতে পারেন না।

১১| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


সৌদী বছরের পর বছর ইয়েমেনে বোম্বিং করেছে, উহার বিপক্ষে পোষ্ট লিখেছিলেন?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদিও এ ব্যাপারে পোস্ট লিখিনি কিন্তু সৌদির সপেক্ষে তো অবস্থান নিইনি।

১২| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: সোনাগাজীর প্রশ্ন গুলর উত্তর জানার অপেক্ষায় আছি !!!

বিধর্মীদের মুসলমান হবার দাও্যাত দিতে বলা হয়েছে না মানলে যুদ্ধ করে যোর করে দেশ দখল করে মুসলিম হতে বাধ্য করার ইতিহাস আছে মুসলিম হতে না চাইলে তাদের হত্যার ইতিহাস আছে ।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইতিহাস অনেক রকম ই আছে।

১৩| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নাহিদ ২০১৯ বলেছেন: পশ্চিমা মিডিয়া ইউক্রেন ই্স্যুতে অনবরত প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আর তাতে প্রধান ভূমিকা পালন করছে বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা ইত্যাদি মিডিয়াগুলো। এরা ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধে ঠিকই আমেরিকান হ্যাডম প্রচার করেছে,এই দেশগুলোতে মানুষ মরে নাই,শরণার্থী তৈরী হয় নাই। মানুষ কেবল মরে আমেরিকার স্বার্থের বাইরে গিয়ে যুদ্ধ করলেই। ক্ষেত্র বিশেষে এই মিডিয়াগুলো বুঝিয়ে বেড়ায় যে কালো মানুষ,এশীয় মানুষ এবং মধ্যপ্রাচ্যের মুসলিম সবই আনসিভিলাইসড। বাকি সবাইকে সিভিলাইজেশ্যনের পাঠ পড়ানো কেবল তাদেরই কর্তব্য।

এখন দেখবেন আপনার এই পোস্টে একদল মানুষ শুধু মুসলিম দেশ এই শব্দটাই দেখবে আর ত্যানা প্যাঁচাবে।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: একেবারে বাস্তব একটি কথা বলেছেন মুসলিমদের দেখলেই অনেকের ত্যানা না পেচিয়ে উপায় থাকে না। ধন্যবাদ।

১৪| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: তিক্ত হইলেও কথা কিন্তু সত্যি।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যটা মেনে নিতে না পারলে তর্ক হয়। ধন্যবাদ।

১৫| ১০ ই মার্চ, ২০২২ রাত ১০:০৫

সোবুজ বলেছেন: ইসলাম হলো রাজনৈতিক ধর্ম।পৃথিবীর সকল ধর্মের সাথে ইসলাম ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য আছে।ইন্টারনেটের জন্য আজকে পৃথিবীর সবাই এই বিষয়টা জেনে গেছে।একদিন মুসলমানরা সারা পৃথিবী দখল করবে।তাই সবাই ইসলাম ধর্মকে ভয় পায় এবং দমিয়ে রাখতে চায়।ওয়াজে এই বিষয়টা জোরে-সোরে প্রচার করে।তারা ইংরেজি অনুবাদ করে শুনে।গাজওয়াতুল হিন্দ পড়েই ভারত আজ এতো মুসলিম বিরোধি।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসলাম শুধু রাজনৈতিক ধর্ম নয় এমন কোন দুনিয়া এবং আখেরাতের বিষয় নেই যা ইসলামে অন্তর্ভুক্ত নয় তাই ইসলাম হচ্ছে সার্বজনীন ধর্ম। পৃথিবীর সব ধর্মেই জন্য ইসলামের হুমকি স্বরূপ, তাই ইসলামকে বিকৃত ভাবে প্রচার ও উপস্থাপন করার জন্যই অন্যান্য ধর্মাবলম্বীরা মনে করে ইসলাম ভয়ঙ্কর আর মুসলিমরা জঙ্গি।

১৬| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এত সহজ কথা কেন বুঝতে পারলেন না!!!!!!

আমারই ব্যর্থতা।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিরতি মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: যুদ্ধ বলতেই মানুষের করুণ মরণ । ধর্ম দিয়ে বিচার করার জিনিস নয়

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে কারণেই যুদ্ধ হোক তা মানবজাতির জন্য শুধু ক্ষতি বয়ে আনে।

১৮| ১১ ই মার্চ, ২০২২ ভোর ৪:১০

বিড়ি বলেছেন: আপনার যুক্তিতে পশ্চিমারা মুসলমানদের অপছন্দ করে , এর কারন কি হতে পারে। একটু ধারনা দিতে পারেন।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: পশ্চিমে ইসলাম ও মুসলিম দের সঠিকভাবে প্রচার ও উপস্থাপন করা হয়নি। তাদেরকে ভুল ধারণার কারণে তারা মনে করে মুসলমান মানেই জঙ্গি।

১৯| ১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.