নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সোনাওয়ালা গাজী-নামক নিকটিকে স্থগিত অথবা বাতিল করায় ধন্যবাদ ব্লগ টিমকে

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৩




দুপুরের পর ব্লগে চোখ রাখতেই এক নতুন নিক দেখতে পেলাম। সেই নিক থেকে একাধারে আমারসহ, বাকপ্রবাস, তানীম আব্দুল্লা, জুলভার্ন, কলাবাগান-১, ইন্দ্রলীনা, সোনাবীজ অথবা ধুলোবালি ছাইসহ আরও অনেকের পোস্টে কমেন্ট করেছে। এই অসভ্য নাম ও বিকৃত ছবিওয়ালা নিকটির মন্তব্য দ্রুত সময়ের মধ্যে মুছে ফেলাতে ও ব্যবস্থা নেওয়াতে ব্লগ টিমকে ধন্যবাদ।

সেই সাথে আরও জানাচ্ছি যে, যে বা যারা এর সাথে জড়িত তাদের ধরতে পারলে মূল আইডি ব্যান করার দাবী জানাচ্ছি।

ধিক শত ধিক সেই কুলাঙ্গারকে যে এহেন কান্ড ঘটিয়েছে।

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে বসেই দেখি এই কান্ড
হাহাহা কী নাম রে বাবা

আজাইরা থাকে কোনো কাম নাই মনে হয়
কানের গোড়ায় দুইটা চটকানা লাগাইতে পারলে ভাল্লাগতো

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব পাজীর পা ঝাড়াদের কঠিন শাস্ত দেওয়া উচিৎ। ধন্যবাদ।

২| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৮

অপু তানভীর বলেছেন: ব্লগ কর্তপক্ষকে বারবার বলে আসছি যে নিক খোলার সাথে সাথে অন্যের ব্লগে কমেন্ট করার অপশন বন্ধ করতে । এছাড়া নতুন খুলার পর সেই নিক উপর একটু নজর রাখা দরকার !

কিন্তু কে শোনা কার কথা ! X(

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে শোনে কার কথা এ যেন আমার প্রানে ব্যাথা, আসলেই যুক্তিসংগত প্রস্তাব।

ধন্যবাদ।

৩| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমার পোস্টে মন্তব্য করেছিলো দেখলাম। কি মন্তব্য করেছিলো তা দেখার আগেই ভেনিস করা হয়েছে। আপসুস বড়ই আপসুস।

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিশ্চয় ভালো কিছু নয়।

৪| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪

শাহ আজিজ বলেছেন: বঙ্গল কক ঠিক ঐ মন্তব্যের নিচে আমার নাম বিকৃত করেছে । এগুলো দেখিনি কারন দুপুরে ঘুমিয়েছি ।

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিকৃতি কাম্য নয়। ধন্যবাদ।

৫| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কমেন্ট দেখেই রিপোর্ট করলাম। রিপোর্ট সাবমিট করার সাথে সাথেই দেখি কমেন্টটা মুছে দেয়া হয়েছে।

অপু তানভীরের কথার সাথে আমিও যোগ করছি - নিক খোলার সাথে সাথেই অন্য ব্লগারের পোস্টে কমেন্ট করার ফ্যাসিলিটি অতি দ্রুত বন্ধ করা উচিত। কমপক্ষে ২৪ ঘণ্টা মনিটরিঙে রাখলেও এই দুরাচার অনেকাংশেই কমে আসবে বলে ধারণা।

এই বিকৃত নিকটার উপর দ্রুত ব্যবস্থা নেয়ায় আমিও ধন্যবাদ জানাচ্ছি ব্লগটিমকে।

২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৬| ২৩ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্যে তার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। এটা কোন ভাবে ডিলিট করা যায়না ?

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা ব্লগ কর্তৃপক্ষ ছাড়া আর কেউ করতে পারবে বলে মনে হয়না। ধন্যবাদ।

৭| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উদ্ভট নামের নিকগুলো একসেস পায় কীভাবে? কর্তৃপক্ষ কি দেখে না?

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখার পর ব্যবস্থা নেয়। ধন্যবাদ।

৮| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুতে এমন আরো অনেক
অশালীন নিক আগেও ছিলো
এখনো আছে। এদের সবগুলোকে
ঝেটিয়া বিদায় করা অত্যাবশ্যক।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৯| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৮:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বংগল কক ভুল লিখতেও
ভুল করলেন!

তা ভাইজান বংগলের এই কক টা কি?

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নুরু ভাই এত ভুল ধইরেননা। ধন্যবাদ।

১০| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার চাঁদগাজী ওরফে সোনাগাজীকে কিছু ব্লগার নামক ছাগল কি পরিমাণ হিংসা করে এই নিক যে ছাগুটা ওপেন করছে সে প্রমাণ করে দিসে।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি প্রমাণ ছাড়া কিভাবে এটা বলতে পারেন, চাঁদগাজী বা অন্য কেউওতো হতে পারে, যে কেউ হতে পারে, প্রমাণ না পেয়ে কাউকে অভিযোগ করা ঠিক নয়। ধন্যবাদ।

১১| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:০৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: হায়রে রুচি !
ব্লগ কে ডোবানোর চেষ্টা করছে।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এরচেয়ে অশালীন ও নোংরা আক্রমন ব্লগে ফেস করেছি। এই আবদগুলো বিদায় হোক। ধন্যবাদ।

১২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:২৪

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজীকে অন্যের পোস্টে মন্তব্য করতে না দেওয়া ও প্রথম
পাতায় লেখার সুযোগ না দেওয়ায় এই রকম আক্রমণ হয়েছে।

আপনি বৃটেনের মাটির নিচে গোপন মাদ্রাসার সন্ধান পেয়েছেন।
কিন্তু সোনাগাজীর নিচে গোপন মাল্টির সন্ধান এখনো পান নি।
নিচের মন্তব্যটি আমি স্প্যানকডের গ্যারান্টি বোরিং হবেন না কোনদিন !
পোস্টে করেছিলাম।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কথায় যুক্তি আছে, কিন্তু আসামিকে সনাক্ত করা যাচ্ছেনা। ধন্যবাদ।

১৩| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ব্লগ টিমকে আরো সজাগ থাকতে হবে।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন।ধন্যবাদ।

১৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৩:১২

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজী যে এই কাজটি করেছে তার স্বপক্ষে কয়েকটি যুক্তি:

১. যেহেতু উহাকে দীর্ঘদিন ধরে জেনারেল করে রাখা হয়েছে, তাই তার
শত্রুদের অযথা ইচ্ছে হবেনা যে তার নাম নিয়ে এসে তাকে বিতর্কিত
করে আরো পপুলার করা। ব্লগারগণ এতটাও আহম্মক নয় যে এই
মুহূর্তে তার নাম নিয়ে কিছু করবে। বরং তাকে জেনারেল করে রাখায়
সবাই যে যার মতো স্বস্তিতে চুপচাপ থাকবে।

২. অতীতেও দেখা গেছে যে, সে যখন বিপদে পড়েছে তখন ব্লগে
এহেন উদ্ভট কর্মকান্ড ঘটেছে। যেহেতু তার ব্লগ এখন আর আগের মতো
হিট খাচ্ছেনা, তাই সে এসব উল্টাপাল্টা কাজ করে আলোচনায় থাকতে
চাচ্ছে । মাল্টি নিক দিয়ে নিজেকে নেগেটিভ কর্মকান্ডে জড়িয়ে অন্যান্য
ব্লগারদের সহানুভূতি এবং এটেনশন পাওয়ার চেষ্টা করছে।

৩. এর আগেও বলেছি। আবারো বলছি, সে যেহেতু আইটিতে কাজ
করেছে তাই তার আইটি বিষয়ক দক্ষতা রয়েছে। এজন্য হয়তো সে আইপি
হাইড করে ব্লগে এই কাজগুলো করে থাকে। যার ফলে ব্লগ কর্তৃপক্ষ হয়তো
ধরতে পারেন না। তবে কর্তৃপক্ষ চেষ্টা করে দেখতে পারেন আইপি এড্রেস
খুঁজে বের করতে। তখন হয়তো এসব জঘন্য কর্মকান্ডের সাথে উহাকেই
জড়িত পাওয়া যাবে।

৪. আইটি তে দক্ষ ইয়ং ব্লগারদের পেশাগত ও ব্যক্তিগত কাজ থাকে বিধায়
এসব করার ইচ্ছে থাকবেনা এবং অযথা সামুকে বিতর্কিত করতে চাইবে না।
এই টাইপ কাজ করতে পারে অলস মস্তিষ্কের লোকজন যাদের হাতে প্রচুর সময়।
সোনাগাজী বহু মন্তব্যে ইঙ্গিত করেছে উহার ব্লগব্যাতিত অন্য কোন কাজ নাই
বিধায় সে ব্লগে পড়ে থাকে।

৫. সে যেহেতু নিজেকে জনপ্রিয় মনে করে তাই এটাই স্বাভাবিক ছিল সে
নিজের আসল পরিচয়ে ব্লগিং করবে যেটা অন্যসব প্রবীণ ব্লগারগণ করে
থাকেন। কিন্তু সোনাগাজী তা না করে নিজেকে বারবার আড়াল করার চেষ্টা
করে। এতো দীর্ঘকাল যাদের লেখালেখির অভিজ্ঞতা তাদের প্রবণতা থাকে
পত্রিকায় কলাম লেখার অথবা নিজস্ব পরিচয়ে কোনো প্লাটফর্মে লেখার।
সে কিন্তু কখনো এমনটি করেনা কারণ তার আসল পরিচয় জাতির সামনে
প্রকাশিত হলে থলের বিড়াল বেড়িয়ে আসার সম্ভাবনা আছে।

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: একে বারে শার্লক হোমসের মত পয়েন্টে পয়েন্টে আলোচনা। হতে পারে যাকে বলছেন তিনি আবার নাও হতে পারে।

কে করেছে সেটা ব্লগ টিম বের করুক, ব্যবস্থা নিক।

ধন্যবাদ।

১৫| ২৪ শে মার্চ, ২০২২ ভোর ৫:৪৪

সত্যপীরবাবা বলেছেন: ব্লগে আইসে শার্লক হোমসের দাদা মাইক্রফট হোমস

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাঁদগাজী এসব করেনি আপনি সেই যুক্তি তুলে ধরুন। ধন্যবাদ।

১৬| ২৪ শে মার্চ, ২০২২ সকাল ৭:০৭

নজসু বলেছেন:


কিছু মানুষ আছে কাজ কাম নাই, বেকার বসে থাকে আর শয়তানী করে।
নিজেকে ভাবে হিরো আলম। এই (এরা) সেই লোক। :D

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসব শয়তানী বন্ধ হোক। ধন্যবাদ।

১৭| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১:১০

জুল ভার্ন বলেছেন: শুয়োরটা আমার লাস্ট দুই পোস্টে এসেছিলো-যা আমি এখনই দেখলাম। মন্তব্যগুলো 'ব্লগ সরকার' ডিলিট করে শুয়োরটাকে ব্যন করার জন্য ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ায়। আপনাকেও ধন্যবাদ জনাব।

১৮| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: হায়রে নোংরা মানসিকতা। হায়রে নোংরা চিন্তা। তোমাদের জন্য ঘৃণা।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম তাদের জন্য একরাশ ঘৃণা। ধন্যবাদ।

১৯| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১০

জ্যাকেল বলেছেন:
এই সমস্ত ব্যাপারে আপনি আবার পোস্ট দিলেন কেন? মডু মডুর কাজ করে ফেলেছে, আর তো কথা বলার দরকার নেইকোঠা হৈল এই বয়স্ক মার্কা লোকের ভীমরতি ধরিয়াছে বিধায় ব্লগে সে নিজের একটা আশ্র‍য় খুঁজে পাইছে, মনের তৃপ্তি মেটায় এখানে আইসা, ভাবে আমিই হইতেছি পালের গোদা। কতিপয় শাগরেদ জুটিয়া গিয়াছে বিধায় তার চিন্তা ভাবনার মধ্যে কিছুটা লজিক আছে।
এখন ব্লগে ইহাকে যতই আপনে গুরুত্ব দিবেন সে ততই কারিক্রম চালিয়ে যাইবে। মাঝে মাঝেই তার যখন মনে হয় যথেষ্ট রেস্পন্স পাইতেছে না তখনই সে গু মার্কা ফ্লাডিং শুরু করিয়া দেয়। ইহা বুদ্ধিমান ব্লগারদের বুঝা উচিত।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই বলিয়া প্রতিবাদ না করিলে যে এই শ্রেণীর লোকেরা আরও বেশি করিয়া ইহা ঘটাইবে, সেটাতো হতে দেওয়া যায়না।

ধন্যবাদ জনাব।

২০| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: পাজির পা ঝাড়া (সৃষ্টিশীল ব্লগার ) র মরণে তার বিদেহী আত্মার জন্য রইলো একরাশ বেদনা, সাথে সাথে তার স্বল্প জীবনের মহান কাজের জন্য রইলো --------------- X(

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইহারা ব্লগকে কেবল সমালোচিত করার জন্যই আসে। ধন্যবাদ।

২১| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

জিকোব্লগ বলেছেন:



আগের মন্তব্যে দুই নম্বরে পয়েন্ট থেকে যা ভেবেছিলাম তাই হলো।

মডু সোনাগাজী কে ফ্রি করেছেন। এখন আপনারাই বলেন, এইসব
ঘটনার পর সোনাগাজী কে ফ্রি করা, কে বা কার দলবল এহেন কান্ড
ঘটিয়ে থাকতে পারে ইঙ্গিত করে ?

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এসবের পেছনে যদি সোনাগাজী জড়িত থাকে তবে তো ব্লগ কর্তৃপক্ষ তাকে ব্যান করার কথা তা না করে তাকে এক্সেস দিয়েছে তার মানে তিনি এর সাথে জড়িত নন।

২২| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০১

জিকোব্লগ বলেছেন:



২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: এসবের পেছনে যদি সোনাগাজী জড়িত থাকে তবে তো ব্লগ কর্তৃপক্ষ তাকে ব্যান করার কথা তা না করে তাকে এক্সেস দিয়েছে তার মানে তিনি এর সাথে জড়িত নন।

-ব্লগ কর্তৃপক্ষ সোনাগাজীকে এক্সেস দিয়েছেন, যেন এহেন কান্ড না ঘটে।
ব্লগ কর্তৃপক্ষ এখনো শনাক্ত করতে পারেন নি কে বা কারা জড়িত।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাউকে শনাক্ত করতে না পারাটা কাজের কথা নয় । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.