|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
ছবি-https://www.awai.com/ এর সৈজন্য।  
১। 
ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় নাকি ইন্টারনেট দিয়ে ব্লগ চালায় জানতে হলে ভিজিট করতে হবে -https://www.somewhereinblog.net/ 
২। 
পড়া ও লিখার আনন্দ যেমন শিক্ষিত মানুষ ছাড়া অন্য কেউ উপভোগ করতে পারেনা তেমনি ব্লগিং করার আনন্দ ব্লগার ছাড়া অন্য কেউ অনুভব করতে পারেনা। তাই ব্লগে আসুন ব্লগিং এর অপার আনন্দ উপভোগ করুন।
৩।
আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লাইকি সব জাগয়গায় বিচরণ করেছেন কিন্তু কেন যে ব্লগিংটা বাকি রয়ে গেছে। তাই দেরি না করে আজই শুরু করুন আপনার ব্লগিং বাংলা ভাষার সবচেয়ে বড় কমিউনিটি সামহ্যোয়ারইন ব্লগে ।
৪। 
আপনি আপনার লেখার সঠিক মূল্যায়ন ও ফিডব্যাক পাচ্ছেন না তাই চিন্তিত ? চিন্তার কোন কারণ নেই। ব্লগে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কারো মতামত মূল্যায়ন করা হয় এবং সবার মত প্রকাশের সুযোগ ও লেখার স্বাধীনতা রয়েছে। 
৫।
‘‘কবিতা লিখলে কবি 
শিল্পী আঁকে ছবি
গল্প লিখলে গল্পকার
ব্লগে লিখলে ব্লগার।’’ 
তাই নামের শেষে ব্লগার শব্দটি যোগ করুন আর মন খুলে ব্লগিং করুন। 
৬।
আপনি আপনার লেকা দ্বারা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহজেই পৌছে যেতে পারেন। ভাবছেন কি ভাবে। কেন ব্লগ লিখে। আর সামহ্যোয়ারইন ব্লগে দিচ্ছে বিনা মূল্যে সেই সুযোগ। সময় থাকতে সুযোগ কাজে লাগনো জ্ঞানীর লক্ষণ। 
৭।
আপনি কি জানেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্লগার কারা ? জানেনা না। জানবেন কি করে ? আপনিতো ব্লগের সাথে যুক্ত নেই! ব্লগের সাথে যুক্ত হোন। আপনিও হয়ে যেতে পারেন আগামীর জনপ্রিয় ব্লগার। 
৮।
যতই লেখালেখি করিনা কেন ফেসবুকে ব্লগের স্বাদ পাওয়া যায়না। কিছু সস্তা লািইক, কমেন্ট কখনো মূল্যায়নের হাতিয়ার হতে পারেনা। লেখার মূল্যায়নের জন্য চাই আলোচনা-সমালোচনা। আর আলোচনা-সমালোচনার জন্য ব্লগই সেরা। 
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:০৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
একটা উপলক্ষ্যে ব্লগ জমজমাট হোকনা। ধন্যবাদ।
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১:৩৪
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ১:৩৪
জ্যাক স্মিথ বলেছেন: এই লেখাগুলো ফেসবুকে লিখলে নতুন নতুন লেখক উঠে আসবে, শুধু লেখার নিচে এই ব্লগের লিংক জুড়ে দিতে হবে।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:১০
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অবশ্যই ধন্যবাদ।
৩|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:৪৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: সবাই ব্লগার না। কেউ কেউ অপব্লগার।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৪:১৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সবার পক্ষে ব্লগার হওয়া সম্ভব না।
৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ৮:৩৭
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ৮:৩৭
সোহানী বলেছেন: প্রথমটা জোস....
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৪১
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৫২
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩  সকাল ১১:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
কপিরাইটিং ব্লগকে ICU থেকে বের করেই ছাড়বে।