|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
একজন নারী ফেসবুক লাইভ করতেই পারেন। এসময় অনেক নারী ফেসবুক থেকে ইনকাম করছেন ঘরে বসে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক নারী ও পুরুষ রয়েছে তাদের মানসীকতা কমেন্টে বুঝা যায়। 
-তুই কেন ফেসবুক লাইভে আসছস ? 
-শরীর দেখাইয়া টাকা কামাবী ? 
-তোর জামাই নাই ?
-পরিবারের লোকজন কিছু কয়না ?
-রেট কত ? 
-নতুন মালের আমদানী ?
????? এরকম আরো কুরুচীপূর্ণ নোংরা মন্তব্য দিয়ে নাজেহালের চেষ্টা করা হয়। 
তবুও নারীরা এগিয়ে যাচ্ছে। ছবিতে যে আপুকে দেখা যাচ্ছে তিনিও স্বামী সংসার ও দুটি বাচ্চা নেয়ে ভালই ছিলেন। ছোট বাচ্চাটির বয়স মাত্র ২৫ দিন। একজন মা পেটে অনাগত সন্তান নিয়ে কি পরিমান কষ্টো করেছেন এবং সংসার সামলে ফেসবুকে তার পেজ কন্টিনিউ করেছেন। 
তো একজনতো বলেই ফেলেছেন তুই এত ছোট বাবু রেখে লাইভ করিস তোর বাচ্চা মারা যাবে। সময়  আমাদের কি পরিস্থির মুখোমুখি করেছে। অন্যের সফলতায় মানুষ ঈর্ষাকতর হয়ে বাচ্চা মরে যাওয়ার অভিশাপ দেয়।
তো আপুটা যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে ঝামেলায় পড়ল তখন কাজের বুয়া রাখলেন একজন তরুনীকে। সেই তরুনীও দুই বাচ্চার মা, স্বামী পরিত্যাক্তা। 
ঘটনার দিন সকাল ৭।০০ ঘটিকায় স্বামী স্ত্রীর মাঝখান থেকে বাচ্চাটাকে পাশের রুমে নিয়ে যায় কাজের মেয়েটি। বলে আপনারা ঘুমান আমি বাবুর কাথা ধুয়ে দিব, বাবুকে নিয়ে গিয়ে সে ফ্লোরে আছার মেরে ফেলে দেয়।  
উফ! কি অমানবিক। বাচ্চা যখন মরে নাই, ব্যাথায় কাতরাচ্ছে তখন সে বাচ্চাকে উঠিয়ে বিছায় শুয়ায় দেয় তারপর চামিচ দিয়ে জোরে মাথায় আঘাত করে তবুও যখন মরে না তখন বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে। 
সেই মৃত বাচ্চাকে আবার বাবা মার মাঝ খানে রেখে দেয়। সকাল ৯।০০ টার সময় স্বামী ঘুম ভেঙ্গে দেখে বাবু কেমন যেন অসারের মত পড়ে আছে । তার মুখটা পাশ ফিরাতেই নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সেটা দেখে এক চিৎকার দিলে মা ও অন্য বাচ্চার ঘুম ভাঙ্গে। 
মা বাবুর এই অবস্থা দেখে রক্ত মুছে দিয়ে কোলে তুলে নেয়। তখন তার মাথায় আসে সেই অভিশাপের কথা, বুয়ার কথা আর কত শত ভাবনা চলে আসে কিন্তু একটাকেও মনে ঠাই দেয়না। দ্রুত হাসপালে ছুটে। বাচ্চার জন্য এতটাই পেরেশান ছিল যে সে তার ওড়না নিতেই ভুলে যায়। মা তো মা ই তার তুলনা হয়না। 
হাসপাতালে যখন তারা ছুটাছুটি করছে তখন বুয়া বাসায় চলে আসে।
আর এখানেই সে বড় ভুল করে এবং ধরা পড়ে। সে স্বীকার করে বাচ্চাকে হত্যার কথা ও তার পরিকল্পনার কথা।  সে আপুটাকে গর্ভ বতী 
থাকা অবস্থায় মেরে ফেলতে চেয়েছিল। আপুর  স্বামীকে বিয়ে করতে চেয়েছে। তারপর বাচ্চা হত্যা করে তাদের সোনা দানা টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে চেয়েছে।
তাই সাবধান কাজের লোকের উপর বাচ্চাকে ছেড়ে দিবেন না ও অতিরিক্ত বিশ্বাস করবেননা। সমবেদনা আপুটার প্রতি। আহা কি কিউট বেবি, স্বর্গে ভাল থাক তুমি। খুনীর বিচার হোক। 
আমাদের পত্যাহিক জীবনের এ সময়টা মন্দ না হোক। সব বাচ্চা নিরাপদে বড় হোক। 
ছবি-ফেসবুক থেকে সংগৃহীত।
 ৩৬ টি
    	৩৬ টি    	 +২/-০
    	+২/-০  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৬
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এখানে স্বামীর কোন দোষ নেই। কাজের মেয়ে চেয়েছিল ওই নারী ও বাচ্চাকে হত্যা করে তার স্বামীকে বিয়ে করতে ।
২|  ১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:০২
১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:০২
আমি সাজিদ বলেছেন: খুবই অস্থির একটি সময় যাচ্ছে পৃথিবীতে।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৭
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সামনের পৃথিবী আর অস্থির হবে সেটা ভেবেই সংকিত। ধন্যবাদ।
৩|  ১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:০৩
১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আমরা জাতিগতভাবে অসভ্য, লোভী এবং পরশ্রীকাতর। অন্যের ভালো সহ্য করার ক্ষমতা মানুষের থাকলেও দু'পেয়ে প্রাণীর নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারটিকে এ কষ্ট কাটিয়ে ওঠার শক্তি দিন আর জানোয়ারটাকে ঠিক একই ভাবে আছড়ে মারা হোক।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৮
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
রাইট। তবে সবাইতো আর এক না। আইনের আওতায় বিচার হোক। ধন্যবাদ।
৪|  ১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:১০
১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:১০
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কোন এটা ভিডিওতে এই মহিলাকে দেখেছি মনে হচ্ছে। উনি মাথায় আঘাতের বিষয়ে কিছু একটা বলছিলেন। তবে পুরা ভিডিও দেখিনি।
এই হত্যার ঘটনা কবে ঘটেছে? আর উনি ভিডিওই বা কবে করেছেন? কাজের মেয়ে কি গ্রেফতার হয়েছে? একটু বিস্তারিত জানাবেন প্লিজ।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৯
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঘটনা মনে হয় কয়েকদিন আগের তবে উনি ফেবু লাইভে গতকাল এসব বলেছেন। ধন্যবাদ।
৫|  ১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:৫৭
১৩ ই জুন, ২০২৩  সকাল ১১:৫৭
শাওন আহমাদ বলেছেন: মায়ের দায়িত্ব কোটি টাকার সাহায্যকারীও পূরণ করতে পারবেন না। মা ইজ মা, মায়ের তুলনা মা নিজেই। আজ আমরা স্বনির্ভর হতে গিয়ে বাচ্চাকে তুলি দিচ্ছি একজন সাহায্যকারীর হাতে! আমিও লাইভটির কমেন্ট দেখেছি। অধিংকাশ মানুষের কমেন্ট এটাই ছিলো একজন সদ্য সন্তান হারানো মা কিভাবে এরকম সাজুগুজু করে লাইভে আসতে পারে? উনি নরমালি লাইভে আসলে এরকম কমেন্ট আসতো না। বাঙ্গালী ইমোশনাল জাতি, তাদের ইমোশনালী ব্ল্যাকমেইল করে সব কিছু করা যায়।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৪১
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সহমত। তবে উনি সেজেগুজে লাইভে  আসাতে তেমন সমস্যা দেখিনা। কারণ ঘটনা কয়েকদিন আগে ঘটে থাকলে তিনি গতকাল লাইভে এসেছেন শোক কিছুটা কাটিয়ে উঠেছেন। ইমোশন এ জাতিকে অন্ধ করে দিচ্ছে। ধন্যবাদ।
৬|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:২৫
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যার ছবি ব্যবহার করেছেন, সেটা কি এই ঘটনার সাথে যুক্ত?
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৫
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
জ্বী উনিই ভুক্তভোগী সেই নারী। ধন্যবাদ।
৭|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৫
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৩৫
শাওন আহমাদ বলেছেন: আপুর স্বামীকে বিয়ে করতে চেয়েছে?? স্বামীর বয়ান কি?
স্ত্রী গর্ভবতী থাকলে বেশিরভাগ পুরুষের অন্য নারীর দিকে চোখ যায়। আমি ডার্ক ম্যান ভাইয়ার সাথে একমত। এরকম ঘটনা আমিও দেখেছি।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৪৩
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আসলে ওই কাজের মেয়ে স্বামী পরিত্যাক্তা তার দুই বাচ্চা আছে সে কৌশলে আপুকে গর্ভবর্তী অবস্থায় বাচ্চাসহ মেরে ফেলতে চেয়েছিল আর ওনার স্বামীকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু পরে কৌশল পাল্টে বাচ্চা মেরে সবাইকে হাসপাতালে ব্যস্ত রেখে সোনা দানা টাকা পয়সা নিয়ে ভাগতে চেয়েছিল। ধন্যবাদ।
৮|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫১
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫১
শাওন আহমাদ বলেছেন: ভাইয়া আমাদের সমাজে এখনো এমন নিয়ম চালু নেই যে একজন মেয়ে একজন ছেলের ইশারা ব্যাতীত তাকে জোর করে বিয়ে করার বা তার ওয়াইফ বাচ্চাকে মেরে ফেলার সাহস দেখাতে পারে, তাও যদি আবার সে হয় গৃহের সাহায্যকারী তবে সেটা ভীষণ অসম্ভব! এটা আমার ব্যক্তিগত মতামত।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১০
১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সেই গৃহকর্মীর পিছনে কে বা কারা আছে তা হয়তো কদিন পরই জানা যাবে। ধন্যবাদ।
৯|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৪
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১১
১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ঠিক তাই। ধন্যবাদ।
১০|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:০১
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:০১
শেরজা তপন বলেছেন: কিভাবে কি কমেন্ট করব বুঝতে পারছি না। 
বিষয়টা ভয়ঙ্কর পৈশাচিক ও মর্ম বিদারক! 
মহিলা যেহেতু কনটেন্ট করেন আমাদের দেশের দর্শকদের জন্য, সেহেতু তাদের আবেগ অনুভুতি, হীন্যমানসিকতা নোংরামির ব্যাপারেও তাঁর পরিপূর্ণ ধারনা থাকা উচিৎ। এই অবস্থায় তাঁর দর্শকরা সাজুগুজু করে উপস্থিত হওয়াটা পছন্দ করবে না সেটা তিনি না বুঝলে কেমন হবে।  
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১৪
১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঠিক বলেছেন তবুও মানুষতো ভুল করবেই। ধন্যবাদ।
১১|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:০৮
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন: 
সম্ভবত ভুয়া।
মানে সেট করা। ভাইরাল হয়ে হিট বাড়ানোর জন্য। নতুবা এরা গ্রেফতার হয়ে বড় নিউজ হয়ে যাওয়ার কথা।
প্রচলিত মিডিয়ায় খবরটি নেই। এজন্যই ধারনা করছি।
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১৫
১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হতেও পারে। কারণটা তিনিই ভাল জানেন কেন মূল মিডিয়াকে জানায়নি। ধন্যবাদ।
১২|  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:২১
১৩ ই জুন, ২০২৩  দুপুর ১:২১
নতুন বলেছেন: লেখক বলেছেন:
এখানে স্বামীর কোন দোষ নেই। কাজের মেয়ে চেয়েছিল ওই নারী ও বাচ্চাকে হত্যা করে তার স্বামীকে বিয়ে করতে । 
যেহেতু শিশুটিকে হত্যা করা হয়ছে তাই সব রকমের এঙ্গেল থেকেই দেখতে হবে। 
আশা করি যারা তদন্ত করবেন তারা ঠিক ভাবে তদন্ত করে খুনীকে সাজা দেবেন। 
এমন একটা খুনের পেছনে আরো অনেক কারন আছে, সেইগুলি সামনে আসা উচিত। 
একজন নারী নিজে নিজে সবকিছু কল্পনা করে এমন একটা কাজ করে ফেলবে এমনটা কিছুটা অস্বভাবিক। মানুষীক সমস্যা থাকতে পারে হতে পারে স্বামী ঐ নারীর সাথে কোন আচরন করেছে যার ফলে তিনি এমনটা ভেবেছেন। 
দুনিয়াটা আজীব। এখানে সব কিছুই সম্ভব, এমনি আমরা যা কল্পনা করি না সেটাই অনেকে করে ফেলছে...  
  ১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:২০
১৩ ই জুন, ২০২৩  দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এটাই হওয়া উচিৎ সব রকমের এঙ্গেল থেকে দেখা। 
শুধুই যে কাজের মহিলা জড়িত নাকি অন্য কেউ আছে পিছনে তা তদন্ত করে বের করা দরকার। মানুষ নামক হিংস্র প্রাণীর কারণে বাচ্চাটা বাঁচতে পারলনা। ধন্যবাদ।
১৩|  ১৩ ই জুন, ২০২৩  বিকাল ৩:৪৮
১৩ ই জুন, ২০২৩  বিকাল ৩:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: পৈচাশিক ঘটনা! যদি সম্ভব হয় শেষ পর্যন্ত কি হল তা জানাইয়েন।
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:২৮
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই ভাই। ধন্যবাদ।
১৪|  ১৩ ই জুন, ২০২৩  বিকাল ৫:৪৭
১৩ ই জুন, ২০২৩  বিকাল ৫:৪৭
জটিল ভাই বলেছেন: 
এর শেষ কোথায়??? 
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:২৯
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এর শেষ নেই.................
১৫|  ১৩ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
১৩ ই জুন, ২০২৩  সন্ধ্যা  ৬:০৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কাছে মহিলাটিকে মানসিক রোগী মনে হচ্ছে ! 
 এইভাবে চিন্তা মানসিক রোগীরা করতে পারে । 
 নারীরা যে কোন পুরুষকে বিয়ে করবার বাসনা রাখতে পারে না ও জোর করতে পারে না এটা বলাটা সমিচীন বলে আমি মনে করি না । এমনটা নারীও করতে পারে । তবে স্বামীটির ব্যাপারটাও খতিয়ে দেখা উচিত !! 
আবার  হাসান যা বললেন তাও হতে পারে । 
তবে  মানুষের চেয়েও নির্মম মনে হয় আর কেউ নেই !!!
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩০
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সব এঙ্গেলে তদন্ত করলে আসল সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ।
১৬|  ১৪ ই জুন, ২০২৩  ভোর ৬:৩৯
১৪ ই জুন, ২০২৩  ভোর ৬:৩৯
নাহল তরকারি বলেছেন: কোন যে আসল ঘটনা আর কোনটা যে কৃত্রিভ ভাবে ঘটানো সেটা বুঝা দায়। এখন এখন সবাই কৃত্রিম ঘটনা ঘটিয়ে ভাইরাল হতে চায়। তবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তাহলে তা অমানবিক।
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩১
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বাস্তব কথা বলেছেন। শিশুর মৃত্যুটা অমানবিক, পৈশাচিক ও নির্মম।  ধন্যবাদ।
১৭|  ১৪ ই জুন, ২০২৩  ভোর ৬:৫৮
১৪ ই জুন, ২০২৩  ভোর ৬:৫৮
অপু তানভীর বলেছেন: ফেসবুকের এই গল্প কেন জানি আমার বিশ্বাস হল না । কাজের মেয়ে এভাবে বাচ্চা মেরে ফেলল । এই ঘটনা বিশ্বাসযোগ্য না । 
এর ভেতরে অবশ্যই অন্য কিছু আছে ।
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩১
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
দেখা যাক কি বেরিয়ে আসে।  ধন্যবাদ।
১৮|  ১৪ ই জুন, ২০২৩  সকাল ৮:৩৫
১৪ ই জুন, ২০২৩  সকাল ৮:৩৫
রানার ব্লগ বলেছেন: পিচাশ!
  ১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩২
১৪ ই জুন, ২০২৩  দুপুর ২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: এইসব পিশাচদের চরম শাস্তি হওয়া উচিৎ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২৩  সকাল ১০:৪৬
১৩ ই জুন, ২০২৩  সকাল ১০:৪৬
ডার্ক ম্যান বলেছেন: আপুর স্বামীকে বিয়ে করতে চেয়েছে?? স্বামীর বয়ান কি?
স্ত্রী গর্ভবতী থাকলে বেশিরভাগ পুরুষের অন্য নারীর দিকে চোখ যায়।