|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
জোনাক জ্বলা অন্ধকার রাত কিংবা কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে স্মৃতির অতল তলে ভেসে উঠে একটি মুখ। সেই মুখ মনে করে ক্ষনিকের তরে জেগে উঠে সুখ। তারপর অশ্রুতে ভরে যায় চোখ, আমি যে ভুলতে পারিনা আমার প্রয়াত জননীর মুখ।  
নীলিমা অপরাহ্নে লেবু বনে দোয়েলের শীষে একটি মুখ ভেসে উঠে। সে মুখ মায়ের ভালোবাসার কথা বলে। সেই মুখ আমার অতীতকে মনে করিয়ে দেয়। এই নশ্বর পৃথিবীতে জননীরা একদিন মরে যায় কিন্তু রেখে যায় মায়া। সেই মায়ার চাদর গায়ে দিয়ে আমার মত সন্তারা বেঁচে থাকে জন্ম জন্মান্তর।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ১১ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৫৩
১১ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এটি একটি মুক্ত গদ্য। ধন্যবাদ।
২|  ১০ ই জুলাই, ২০২৩  বিকাল ৫:১৯
১০ ই জুলাই, ২০২৩  বিকাল ৫:১৯
শেরজা তপন বলেছেন: আহা আমার মা থাকবে না একথা ভাবতেই পারিনা।  এখনো তিনি বেঁচে আছেন এ আমার পরম সৌভাগ্য।
আপনার জন্য অকৃত্রিম সমবেদনা।
  ১১ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৫৫
১১ ই জুলাই, ২০২৩  সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: যাদের মা নেই তাদের মায়ের স্মৃতি মনে পরার কিছু অনুভূতি মুক্ত গদ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মা বাবা এখন বেঁচে আছেন। ধন্যবাদ। 
আপনার মা এখনও আছেন আপনি ভাগ্যবান।
৩|  ১১ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৫৮
১১ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ছবিটা কি বিছানার চাঁদর থেকে তুলেছেন?
  ১৭ ই জুলাই, ২০২৩  সকাল ১০:১৬
১৭ ই জুলাই, ২০২৩  সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আপনিতো দারুন বুদ্ধিমান। এটা বালিশের কাভারের ফুলের ছবি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৭
১০ ই জুলাই, ২০২৩  দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?