|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
   
  
বালাচাও মুলত চট্টগ্রাম, কক্সবাজারের একটি জনপ্রিয় খাবার। এই খাবারটা সম্পর্কে গত বছর প্রথম জানতে পারি। তারপর বাজার থেকে কিনে খেয়ে দেখি বেশ ভালেই লাগে। তো বাড়িতে, শ্বশুর বাড়িতে ও বোনের বাড়িতে বেড়াতে গেলে নিয়ে যাই। বোন এর ফেমেলি পছন্দ করেছে আর কেই পছন্দ করেনি(এখানে পছন্দ বলতে বেশি ভাললাগেনি)।
এ সপ্তাহেও বাজার থেকে আনলাম বাসায় বালাচাও। ভাবলাম ব্লগে শেয়ার করি। 
 বালাচাও হচ্ছে এক প্রকার রেডি টু ইট ফুড।  যা মুলত চিংড়ি, পেয়াজ , রসুন, শুকনো মরিচ ও মশলার মিশ্রণে তৈরী করা হয়। 
যেহেতু এটা রেডিমেড ফুড তাই কোন প্রকার রান্নার ঝামেলা থাকে না। চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা ভাজা ভাজা বালাচাও  গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, খালিও খাওয়া যায়, মুড়ির সাথে মিশিয়েও খাওয়া যায়। সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় ধনেপাতা কুচি,কাচাঁমরিচ কুচি,খাঁটি সরিষার তেল ও পেয়াজ কুচি দিয়ে হাতে মাখিয়ে ভর্তার মত করে বানিয়ে খেলে। 
বিশেষ করে যারা চিংড়ি মাছ ও চিংড়ি শুটকি পছন্দ করেন তাদের জন্য বেষ্ট। অন্য মাছের বালাচাও পাওয়া যায় তবে চিংড়িটািই বেশি চলে ও বেশি মজা। অনলাইনে সহজেই পেতে পারেন। যাদের ভাললাগবে তারা একবার ট্রাই করতে পারেন।
 ১০ টি
    	১০ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:২০
১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই একবার টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ।
২|  ১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:৩০
১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: এ আইটেম আমারো ব্যাপক পছন্দ তবে এর নাম যে বালাচাও তা জানতাম না ভাইজান।
গরম ভf নিয়ে প্যাকেট ছিড়ে শুধু ডলা দিয়ে খাওয়া শুরু করা যায়।
আর চিংড়ির গন্ধের সাথে সাথে ঝাল ঝাল স্বাদ - একেবারে ভরপেট ---------------
  ১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:৪৩
১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
জেনে ভাল লাগলো এটা আপনার পছন্দ। দারুন মজা। ধন্যবাদ।
৩|  ১৭ ই আগস্ট, ২০২৩  রাত ৯:৫৪
১৭ ই আগস্ট, ২০২৩  রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমি খাবো না। কখনও খাবো না।
  ২১ শে আগস্ট, ২০২৩  দুপুর ১:১১
২১ শে আগস্ট, ২০২৩  দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
না খাওয়ার কোন মানে নেই।
৪|  ১৮ ই আগস্ট, ২০২৩  সকাল ১১:৩৩
১৮ ই আগস্ট, ২০২৩  সকাল ১১:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আমারও শুঁটকি পছন্দ, খিচুরীর সাথে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে মনে হয়।
  ২১ শে আগস্ট, ২০২৩  দুপুর ১:১১
২১ শে আগস্ট, ২০২৩  দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
খেয়ে দেখতে হবে খিচুরীর সাথে। ধন্যবাদ ভাই।
৫|  ২৬ শে আগস্ট, ২০২৩  রাত ৮:০০
২৬ শে আগস্ট, ২০২৩  রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: আমি খেয়েছি। বেশ ভালো লেগেছে।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২৭
০৫ ই সেপ্টেম্বর, ২০২৩  সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ১:৪৩
১৭ ই আগস্ট, ২০২৩  দুপুর ১:৪৩
নজসু বলেছেন:
বিবরণ শুনে তো খেতে ইচ্ছে করছে।