নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আড্ডাটা জমছিল না সবাই ব্যতিব্যস্ত মোবাইলের স্ক্রিনে
পাশ দিয়ে যেতে যেতে কেউ একজন বলছিল,
এদেশে সবই সম্ভব। এদেশে নাকি রাত ও ধর্ষিত হয়। সেই কৃষ্ণ পক্ষের ধর্ষিত রাতের গল্প
বন্ধুকে বলতে বলতে ফিরছিল যুবক-
রাতেরও নাকি মন ছিল সেই মনে অনেক মায়া জমছিল
কিন্তু একদিন সেখানে অন্য কারো ছায়া দেখতে পেয়ে
শহুরে রাতের উপর একদল হায়েনা হামলে পরে ।
রক্তাক্ত রাত হয়ে যায় নির্বাক, সেই থেকে নাকি এই শহরে রাতে আর কেউ নিরাপদ নয়
পুরুষ কিংবা নারী সবাই সম্ভ্রম হারানোর ভয়ে কাঁপে।
তারপর থেকে প্রেমিক-প্রেমিকারা আর খুঁজে পাইনি একটি বিশ্বস্ত রাত
কেবল সবাই নতুন দিনের ভোরের প্রতীক্ষায় থাকে।
আড্ডার শেষ প্রশ্ন ছিল এ দেশটা এমন হয়ে গেল কেন?
এবার চোখগুলো স্থির হয় একে অন্যদিকে তাকিয়ে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৯
জাদিদ বলেছেন: কবিতায় +
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৬
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,
অর্থবোধক।
দেশে এখন প্রতিটি কৃষ্ণপক্ষের রাতই ভিন্ন ভিন্ন রকম। দিনগুলোই বা বাদ যাবে কেন! এক একটা দিনও শয়তানের মতো বদমাশ। রাতে দিনে হায়নারা
একেক জনে একেকটা বাহানা নিয়ে হামলে পড়ে অনিরাপদ করে দেয় জনতার দিনরাত্রি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কি যে সময় এল রাতগুলো এখন ভয়ানক । কিন্তু দিনগুলো যে এমন বদলে যাবে তাকে জানতো। শহরের রাত ও দিনগুলো নিরাপদ হোক । ধন্যবাদ।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ এক কবিতা লিখেছেন আপনি !
একদম মন ছুঁয়ে গেল !
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: শরীর ভালো নেই, মন ভালো নেই । তারপরও কবিতাটা ভালো হয়েছে জেনে ভালো লাগছে। ধন্যবাদ ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেন ভাই ? আবার অসুখ বাঁধালেন কী করে ?
সাবধানে থাকুন , সতর্কতা অবলম্বন করুন , নিজের প্রতি যত্ন নিন !!
০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি ছাড়া ফ্যামিলির সবাই অসুস্থ।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩
নজসু বলেছেন:
বাস্তবতা!