নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
অনেকেই বলে প্রিয় মানুষটি কে পেয়ে গেলে বিরহের বিশেষ গানটি আর শোনা হত না। কিন্তু কেন বলে ?
কারণ সে মনে করে প্রিয় মানুষ পেলে বিরহ বলে আর কিছু থাকবেনা। কিন্তু প্রিয় মানুষকে বলেও বিরহ বলে যে কিছু থাকে যারা পেয়েছে তারা এখন বুঝে। যাক সম্প্রতি এই গানটির কমেন্টে এই মন্তব্যটি সবচেয়ে বেশি চোখে পড়ে-
দেবী | আদনান আসিফ
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....
এই রাস্তা গুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশোনা....
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের "লেনাদেনা"
সেই পুরনো রাস্তাটায়
আজ একা হেটে যাই
হচ্ছেনা হিসাবের বনিবনা....
এখন এমনি করে "ভালো"
কেমনি করে "বাসি"
অন্য কোন পাখি কে...
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে "খুন"করে যেতি...
...আমাকে !!!
এই দুপুর রোদের ভীড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বার টায় ফোন তো আর ঢোকে না...
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও একা রোচেনা...
মাঝরাতে তোর এসএমএস এর টোন
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না.....
ব্যস্ত নগরে..আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মনটাকে রাঙ্গায় না....
এখন এমনি সব যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোন সাথী কে
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে "খুন" করে যেতি......
কতোনা ভালো হতো তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি তোর "কৃতদাস"
ইহকালটাই করে দিতাম তোর "জান্নাতে"বসবাস
আজীবন হয়ে রইতাম আমি তোর "কৃতদাস"
ইহকালটাই করে দিতাম তোর"জান্নাতে"বসবাস
এখন এমনি করে "পূজো"
কেমনি করে দেবো.....!
অন্য কোন "দেবী" কে....
তার চেয়ে ভালোছিল তুই
নিজ হাতে "খুন" করে যেতি...
......আমাকে!!!
এমন আরও অনেক গান গাছে যারা প্রিয় মানুষকে পেয়ে গেলেও শোনে একা বা দোকলা। নীরবে বা একা। গভীর রাতে কিংবা বিকাল সন্ধ্যায়।
ছবি-নিজের তোলা।
©somewhere in net ltd.