নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
বৃষ্টির দিন মানেই স্মৃতিকাতরতা.................
কিছু ছবি বন্দি সময়....................
খিচুরী বা ভুনা খিচুরীর সাথে পছন্দের মাংস খাওয়ার সুপ্ত বাসনা..............
পুরনো কোন বন্ধুর স্মৃতি স্মরণের আবরনে মনে উদয় হওয়া.............
গান বা কবতিার আসর..................
কাক ভেজা হয়ে বাড়ি ফেরা বা বৃষ্টিতে ভিজে উল্লাস প্রকাশ করা.............
বাসায় যেহেতু একলা সময়তো কাটাতে হবে তাই অফিস থেকে ফেরার পথে অফিসের বাগানের কাঠলোপ গাছের নীচে দিয়ে যাওয়ার সময় একটা ঝরে পড়া কাঠগোলাপ নিলাম, ঘ্রাণ নেয়ার পর পকেটে পুরে বাসায় ফিরলাম। এবার এটাকা নিয়েই গফোগ্রাফির চিন্তা মাথায় এলো । যেই ভাবা সেই কাজ কিছু ছবি তাই শেয়ার করলাম।
০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১০:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপা। আমারও পছন্দ কাঠগোলাপ।
২| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১১:১৩
নয়া পাঠক বলেছেন: মাইদুল ভাই, ছবি আর ক্যাপশন আলাদা আলাদা হয়েছে। নাকি আমার ব্রাউজারে এমন দেখাচ্ছে ঠিক বুঝতে পারলাম না। যাহোক ফুলের ছবি খুবই সুন্দর হয়েছে।
০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপনি ঠিকই দেখছেন। ছবিতে আমি কোন ক্যাপশন দেইনি। কিছু কথামালা লিখেছি যাতে করে প্রথম পাতায় ছবিগুলো অনেকটা অংশ জুড়ে না থাকে। ধন্যবাদ। ভাল থাকুন।
৩| ০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: একটা ভাল ক্যামেরা কিনে নিয়েন তাহলে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ছবি ব্লগ পাব।
০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর মনে হয় আলাদা করে ক্যামেরা কিনা হবেনা ভাই, মোবাইল দিয়েই যা তুলতে পারি তাই দেয়ার চেষ্টা করি। ধন্যবাদ।
৪| ০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৪
লিখন২০১৬ বলেছেন: বাহে গফোগ্রাফি কিতানি বাহে? ইডা কি গোফরাইন্নার মঠেলগো ফুডোগ্রাফির লাহান কিচু?
০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি পোস্টে, মন্তব্যে সবখানে কেন গোফরান ভাইকে টেনে আনছেন, এখানে কোথাও কি ওনার সম্পর্কে কিছু বলা হয়েছে, হয়নি। তাহলে আপনি কেন মন্তব্যে ওনাকে মার্ক করছেন। এটা ভালো নয়, দৃষ্টিকটু ও পোস্টবর্হিভূত মন্তব্য যা কাম্য নয়। যা বলার পোস্ট রিলেটেড বলুন। শুভকামনা।
৫| ০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ২:২৮
লিখন২০১৬ বলেছেন: বাহে হামি তো পুস্ট বহির্বূত কিচু কই নাই। আপনে পুস্টে লিখিচেন গফোগ্রাফি। ইডার মানি কি বাহে? আর উনাকে মার্ক করিচি কারণ তিনি ফুডোগ্রাফার আর নাম তিনার গোফরান। ভাবিচিলাম গোফরানের ফুডোগ্রাফিরে গফোগ্রাফি বলিচেন। আর আমার পুস্টে আমি সোনাগাজি আর গোফরাইন্নারেই মিন করিচি কাজেই পুস্টে টানিচি। আর মন্তব্য আপনারে যেডা ডিচি তার কারণ তো বলিলাম বাহে। দইন্যবাদ উপদেশের লাগি তয় এই হক্কল উপদেশ তিনাদেরগেও দিয়েন। যদিবো চোরা না মানে ধর্মের কাহিনি। আপনি মুনে কয় আমার উত্তর পাইচেন কেনো আমার পুস্টে ওরে টানিচি। আর আপনার পুস্টও ওরে টানিচি। লেখার খাতা গোফরাইন্নার মালটি দিয়া বেশি বাড়তিচিলো লাইগাই লগ ইন করিচি। বেশি বাড় বালা না আমি জানি বাহে। তয় যারা জানে না তাগোরে এট্টু মাঝে মইদ্যে মনে করাই দিতি অয়। আপনার লাগিও শুভকামনা। বালা থাকেন।
০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার দেওয়া পোস্ট ও সেই পোস্টের মন্তব্য প্রতিমন্তব্য পড়েছি। কোন কিছুই বেশি ভালো নয়। ব্লগের পরিবশে রক্ষা করে চলা সবার দায়িত্ব। ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৫:০৭
লিখন২০১৬ বলেছেন: বেশিবালা কুনডা বাহে? গোফরাইন্না, লেখার খাতা সোনামিয়ার পুস্টগুলান? বলগ পরিবেশ রক্ষায় তিনারা যা করিতেসেন বলিতেসেন সিসব কি সঠিক বলিয়া আন্নের মনে অয়? কুনো কিচু বালো নয় বলিবার আগে কারণ দর্শাইলে উবগার হয়। সোনামিয়ার মত বালো নয় বালো নয় কইরা বইয়া থাকলে তো চইলপেনাহে বাহে। যাহা বালো নয় বা যাহাদের আচুরন বালো নহে তাহাদের মডুসাব খোয়াড়ে আটকায়া রাহে। বলগের পরিবেশ রক্ষা করণের লাগি আপনে কি কুনোদিন তাগো বলিচেন কি করা উচিৎ আর কি করা উচিৎ লয়? গা ভাসায়া পরিবেশ রক্ষা হয়না বাহে। ভুলগুলাম ভুল বলিয়া সর্বদা মাইনা চইলতে অয়।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি আপনি আমাকে বুঝতে পেছেন ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৫:২৩
ধূম্র ধূম্রাট বলেছেন: মাইদুল সরকার, বাঁহে।
এইভাবে গা বাঁচিয়ে চল্লি পরে যেসব উপদেশ আপনি দিচ্ছেন তার কোনটিই কামে ফলবি না নে । এই বোলগে যখনই কেউ পেরেতিবাদ করতি উঠিছে তখনই আপনের মতন ভদ্র বোলগাররা তাদের টাইনে ধরিছেন আর যারা ঝামেলা করি যাচ্ছে তাদের পিঠে হাত বুলাচ্চেন এইসব কী ভালো ? তাদের বেলায় ভদ্র থাকলি পরে কী তারা ভালো হয়ে যাবি আর বোলগ শান্ত থাকবি বা থাকিছে ? বাঁহে ভালোরে ঠেইলে বাইর করতি খারাপদের পিঠে চুলকে দিলেই হয় আর ভালোগির এইরাম ধামকি দিলেই হয়, নিজেকে সেই কাতারে রাইখবেন না বাঁহে । তা না হলি মানুষ হবেন কী করে !
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্যয়ের প্রতিবাদে আমি কখনো বাধা দেইনা, দেইনি। সব ভুলের অবশান হোক।
৮| ০৫ ই জুলাই, ২০২৪ ভোর ৫:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
সকল ছবি খুব সুন্দর হয়েছে ।
জোড়া কাঠগোলাপের
শুভেচ্ছা রইল ।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় কাঠগোলাপ
সুন্দর পোস্ট