|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
 
প্রতিনি দেশে নতুন নতুন ইস্যু তৈরী হচ্ছে। 
লাশ পুড়িয়ে দেয়া।
ঘুমন্ত ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। 
মব তৈরী করে মেরে ফেলা। 
নারী ও শিশু নির্যাতন।
ডাকাতি।
তুচ্ছ ঘটনার জেরে হামলা।
নির্বাচন নিয়ে প্রতিদিন নানা ঘটনা।
দেশটা এমন হয়েছে, কে কখন মরে যাবে বলা যাচ্ছে না(স্বাভাবিক মৃত্যু ছাড়া)। আর ব্লগে আছে এক ইস্যুকারী, ব্যক্তিআক্রমন করা ছাড়া সে সুখ পায় না। সাইক্যুকে কোনভাবেই প্রতিহত করা যাচ্ছেনা।  অনলাইন অফলাইন সব জায়গায় অশান্তি।  
ইস্যুবাজদের এখনই থামানো প্রয়োজন নয়তো এক অসুন্দর, কঠিন, নির্দয় বাংলাদেশ দেখার জন্য জাতিকে তৈরী থাকতে হবে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:১৮
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাই। সে আগামীর মহাসাইক্যু।
২|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৫৬
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৫৬
বিজন রয় বলেছেন: দেশের অবস্থা খুবই খারাপ।
আমেরিকা এটাই চায়।
  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:১৮
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভয়াবহ অবস্থা। পরিত্রাণ জরুরী।
৩|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:৩৬
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:৩৬
মোঃ হোযাইফা বলেছেন: nice
আমার view this link
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৮
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। তবে পন্যের প্রমোট করার স্থান সামু নয়।
৪|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:৪৪
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৩:৪৪
আরোগ্য বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না। সহমত জ্ঞাপন করছি।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৯
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ। ভালো থাকুন।
৫|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:৪৩
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
চাকুরী, মব, ডাকাতী, লাশ পোড়ানো, ঝটিকা মিছিলের শুরু হয়েছে ইউনুস ও শিবির দেশ দখল করাতে; সেগুলো থামনোর দায়িত্ব ইউনুস ও সন্বয়কদের।
ব্যক্তি আক্রমণ থামানোর জন্য আপনি "পদ্মফুলের ভর্তার রেসিপি" দেন ব্লগে; ইহা ব্মগারদের স্নায়ুকে প্রশান্তি দিবে। সাথে শান্তি চেয়ে কবিতা লিখুন।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০০
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কে কি লিখবে সেটা আপনাকে বলে দিতে হবেনা। আপনি আপনার মত ভালো থাকুন।
৬|  ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:৫০
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  বিকাল ৪:৫০
আরইউ বলেছেন: 
মাইদুল,
ভুলেও এসব বলা যাবেনা। বললেই আপনি হয়ে যাবেন ভারতের দালাল, ফ্যাসিবাদের দোসর, আফসোসলীগ ইত্যাদি! আল্লামা ইউনুসের বাংলায় এসব অভিযোগের কোন স্থান নাই।
ভালো থাকুন।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০১
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আমরা সাধারণ মানুষ কিন্তু চোখের সামনে যা ঘটছে না বলে উপায় নেই। সামনে দেশ ভালো চলুক সেটাই আশা করি। ধন্যবাদ।
৭|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:১৪
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো- শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশে এখন দম বন্ধ হওয়ার পরিবেশ হয়েছে।
  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০২
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালোর কোন শেষ নেই। আমরা জনগন ভালো হলে দেশ ভালো হতে বাধ্য।
৮|  ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:০১
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহা কোনভাবেই কাম্য নহে তবে দশে গত ১৫ বছরে কিছু ঘটেছিল কী?
  ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৩৮
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হুম। অবশ্যই। তখনও ইস্যুর শেষ ছিল না, একন নতুন নতুন ইস্যু তৈরী হচ্ছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩১
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১:৩১
জটিল ভাই বলেছেন:
সাইক্যু নিয়ে কোনো কথা হবেনা প্রিয় ভাই। আজকের সাইক্যুই আগামীর নুরাল পাগলা