নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে বছর শেষে ব্লগ কর্তৃক সালতামামি করা হোক।

০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৩



২০২৫ সাল শেষ। ২০২৬ সাল শুরু। প্রিয় ব্লগে ঘটে গেছে কত ঘটনা, রটনা। কত লেখা, কত গল্প-কবিতা পোস্ট হয়েছে রয়েছে অজানা। সবার পক্ষে সব লেখা পড়া সম্ভব নয়। ব্যস্ততার কারণে সবাই ব্লগে সেভাবে আসতেও পারেনা। তাই অনেক সুন্দর, গুরুত্বপূর্ণ পোস্ট থেকে যায় চোখের আরালে।

আমার মনে হয়-বছর শেষে হিট পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্ট, গল্প- কবিতা ও অন্যান্য পোাস্ট সেটা সাড়া ফেলেছে সেগুলো নিয়ে ব্লগারের নাম উল্লেখ করে সালতামামি প্রকাশ করলে সারা বছরে ব্লগের খতিয়ানটা সবাই এক নজরে জানতে পারতো, পড়তে পাড়তো। অন্যদিকে ব্লগাররাও উ্জ্জ্ববীত হতো।

ব্লগ কর্তৃক সালতামাসি প্রকাশের দাবী জানাচ্ছি।

সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছ। ভালো থাকুন। সুস্থ্য ও সুন্দর থাকুন।

ছবি-https://bangla.bdnews24.com এর সৌজন্যে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা গভীর শোকে বিদায় দিলাম ২০২৫-
সমস্ত দুঃখ কষ্ট মুছে ফেলে আবার
গভীর ভারাক্লান্ত শোকে বরণ করলাম ২০২৬!
এভাবেই চলছে জীবনের দিন কাল মাস বছর
যুগ যুগান্তর স্মৃতি বিস্মৃতি ইতিহাস, ঐতিহ্য
এমন কিছু ঐতিহাসিক মূহুর্ত; অতঃপর
অমরত্ব পাক এতটুকু কর্মে গুণে সবকিছু;

০১ লা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। সামুর সালতামামি থাকতে ভালো হতো।

২| ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: এতো সময় কার হাতে আছে বলুন?

০১ লা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এজন্য ই ব্লগ কর্তৃৃপক্ষ কাজটা করলে ভালো হতো। ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: ব্লগের প্রতি আপনার এখনও দাবীদাওয়া আছে, দেখে ব্লগের প্রতি আপনার ভালোবাসা টের পাওয়া যায়।

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: এরকম টা করা গেলে ভালো হতো।

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: একটি উত্তম প্রস্তাব রেখেছেন। এটি করা সম্ভব হলে চমৎকার হতো।
আগ্রহী কিছু ব্লগারদের মাঝেও দায়িত্বটা ভাগ করে দেয়া গেলে, সেটাও খুব ভালো হতো।

২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এরকম ফিচার যোগ করা সময়ের দাবী। হলে বেশ হতো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.