নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

জাগ হে তরুন তরুনী

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে সবাই দেশের উন্নতি চায় তবে সকলেই যার যার মত করেই চাই ফলে কোনো কাজই পরিপূর্ণ হয়না। দেশের উন্নয়নের জন্য সম্মিলিত মেধা ও মতামতের দরকার যাহা আমাদের বিগত সরকার গুলি ও বর্তমান সরকার কখনও করে নাই বরং যারাই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে এবং এই পৈতৃক সম্পত্তি ধরে রাখার জন্য তোমরা তরুন তরুনীকে ব্যবহার করেছে।



বিশ্বাস হয়না? হিসাব করে দেখ গত ৪০ বছরে সাধারণ ঘরে জন্ম নেয়া কত হাজার তোমরা তরুন তরুনী জীবন দিয়েছ? আর যাদের হকুমে জীবন দিয়েছ তাদের ছেলেমেয়েরা কোথায়? নেতাদেরকে যখন বলা হয় দেশের নিরহ মানুষ আপনাদের অপরাজনিতির কারণে গনহারে মরছে তখন তারা উত্তরে বলে দেশের বুহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে, ব্যাশ মনিলাম, কিন্তু এই ক্ষুদ্র স্বার্থের মধ্যে এইসব নেতানেত্রীর ছেলেমেয়ে, স্বজনেরা নাই কেন? ---



তাই তরুন তরুনীরা তোমরা জাগ, এখন আর নেতা নয় বরং নেতাদের উপর নেতৃত্ব দাও। বলতে হবে যে, দেশে অশান্তি বিরাজ করে এমন রাজনীতি চলবেনা। ঘুষ দূর্নীতি, লুটপাট, গুম হত্যা, অপহরন ধ্বর্ষণ, চাঁদাবাজী দখলবাজী, গুন্ডামী পান্ডামী, দমন পিড়ন চলবেনা ইত্যাদি ইত্যাদি। হে তরুন তরুনীরা তোমরা যতদিন কোনো না কোনো দলের লেজুড়ী করবে ততদিন তোমরাই রাজপথে অপ্রত্যাশিত ভাবে মরবে। সূতরাং জাগ, তোমরা জাগ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.