নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

আবেগ আর বিবেক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

বিজ্ঞ জনেরা বলেন ব্যক্তি জীবনের মধ্যে সব চাইতে কঠিন সিদ্দান্ত হচ্ছে "বিবাহ" বন্ধনে আবদ্ধ হাওয়া অর্থাৎ বিয়ে করা। বিবাহ বন্ধন বিষয়ে বহুবিধ ব্যাখ্যা রয়েছে তবে কেউ দ্বিমত পেষণ করেন নাই।



আমরা মানুষ, মানুষের সমাজেই বসবাস করি বিধায় আমরা মানুষেরই একটি সমাজ ব্যবস্থা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থা ভিন্ন ভিন্ন তবে আমাদের দক্ষিন পূর্ব এশিয়ার সমাজ ব্যবস্থা প্রায় একই রকম এবং একই নিয়ম নিতি আদর্শের। সাধারণ জ্ঞানে আমাদের সামাজিক অবস্থান থেকে বিচার করলে বিবাহ বন্ধনে যাহা দেখি তাহা হচ্ছে ১. দুই দ্বীলের বন্ধন। ২. দুই পরিবারের বন্ধন। ৩. যদি একই সমাজের মধ্যে বিবাহ না হয় তখন দূরের বা কাছের দুই সমাজের বন্ধন।



কেউ কেন বিবাহ করেন? আমাদের ধর্ম ইসলামের বিধান মতে "বিবাহ" করা ফরজ। কেই যদি বিবাহ না করেন তাহলে তিনি একটি ফরজ আদায় করা থেকে বিরত থেকেছেন এর জন্য তিনি জবাবদিহি করবেন। মুসলমানের মধ্যে বিবাহ করেন নাই বা বিবাহ করার দরকার নাই এমন মনে করেন ব্যক্তি বা ঘটনা বিরল।



বিবাহ একটি পবিত্র দায়ীত্ব:- প্রত্যেকেই একটি বিশাল আকৃতির স্বপ্ন নিয়ে বিবাহ করেন এবং স্বপ্ন বাস্তবায়নের দিকেই এগিয়ে যায়। এইসব স্বপ্ন বাস্তবায়নের দিকে আগাইতেই দেখা যায় আরও হাজার স্বপ্ন এসে উপস্থিত হয়েছে যাহা ত্যাগ করা কঠিন বা ত্যাগ করা যায়না। চলবে......................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.