নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

সাগর-রুনী হত্যা মামলা হিমাগারে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

সাগর -রুনী হত্যা মামলার আসামী ধরা পড়বে এবং বিচার হবে এমন আশা না করাই ভাল। দির্ঘ্যদিন যাবৎ যাহা দেখা যাচ্ছে তাতে মনে হয় সাগর-রুনী হত্যা মামলা দির্ঘ্যায়ীত করার জন্য সংশ্লিষ্ট মহল যতটুকু দায়ী ঠিক একই ভাবে গনমাধ্যমও ততটুকু দায়ী। সাগর-রুনীকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত সাংবাদিক এক হয়েছে, এটি সাগর-রুনী হত্যা মামলা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় বাঁধা।



কারণ সাংবাদিকদের মধ্যে যারা সরকার পক্ষ ছিল তারা সাগর-রুনী বিষয়ে সরকার বিরোধী পক্ষের সাথে মিলে যাওয়াতে কোনো প্রকার কঠোর অবস্থানে যেতে পাচ্ছেনা শুধু হুমকি ধমকি ও বকাবকির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাহাছাড়া সাংবাদিকেরা কি ভাবছে তাহা সরকার পক্ষ দ্ধারাই সরকার অবহিত হয় ফলে সরকারী মহল কোনো না কোনো অজুহাত দেখাতে সক্ষম হয়। সাংবাদিকেরা সাগর-রুনী হত্যা মামলার ব্যপারে এক ও অভীন্নতার নাটক করলেও আসলে তারা অভীন্ন নয়।



চাউর আছে, সরকারের ছত্রছায়ায় শাহবাগ তারুণ্য আন্দোলনকে চাঁঙ্গা করার জন্য মিডিয়ার আকাংশ সরকারের সাথে বড় অঙ্কের (কয়েক কোটি টাকার) বানিজ্য করেছে। মিডিয়াকে শুধু গনমাধ্যম বলা যায়না বরং বানিজ্য মাধ্যমও বলতে হবে কারণ অর্থের ব্যবস্থা না হলে, সরকারের সূনজর না থাকিলে মিডিয়া নিজের অর্থ দিয়ে চলতেই পারে না। মূল কথা হইল, মিডিয়া যদি সরকারের রক্ষিতা হয়ে যায় সেই রক্ষিতা সাগর-রুনী হত্যাকান্ডের দাবী নিয়ে আগাইবে কি করে? আদৌ কি সম্ভব?



মিডিয়া পারে কিন্তু অর্থের কাছে নিলাম ও রক্ষিতা হাওয়ার কারণে করেনা। যদি করিত তাহলে নানা কর্মসূঁচির বকাবকি না করে একটি সিদ্দান্তের মাধ্যমে সরকারকে কাবু করতে পারত কিন্তু করছেনা। মিডিয়ায় সরকার সমর্থিত অংশটি এখানে বাঁধ সাঁধে, সরকার বিরোধী অংশ বিপদে পড়লে তখনও সরকার সমর্থীত অংশটি সরকারের পক্ষই অবলস্বন করে তাহলে দুই পক্ষ এক হইল কোথায়? এটি নাটক নয় কি? মিডিয়া যদি বলে আগামী এক সপ্তাহ সরকার ও সরকার দলীয় সংবাদ কোনো প্রকার মিডিয়া প্রচার হবেনা, যদি এক সপ্তাহের মধ্যে সরকার গ্রহনযোগ্য পদক্ষেপ না নেয় তাহলে আরও এক সপ্তাহ একই ভাবে চলবে অর্থাৎ সরকার ও সরকারী দলের তথ্য প্রচার করার থেকে বিরত থাকা। এখন দেখা যাক সরকার কি করে? মিডিয়া তাহা করবে না সরকার সমর্থীত অংশের বাঁধা আছে এবং একই সাথে অর্থ বানিজ্যও আছে সূতরাং সাগর-রুনী হত্যা মামলা হিমাগারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.