নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

শান্তি চাই

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমরা সাধরণ জনগন, আমারা নিজেরা ক্ষমতা বুঝিনা বরং ক্ষমতায়ন করি অন্যকে আশাকরি তাদের কাছ থেকে ভাল কিছু পাব। দির্ঘ্য ৪২ বছর যাবৎ এভাবেই অন্যকে ক্ষমতায়ন করেই আসতেছি, বাস্তবে আমরা প্রত্যাশা অনুসারে যাহা প্রপ্য তাহা পেয়েছি কি? নিশ্চ্যই পাই নাই তবে আমরা আশাহত নয়, আবারও ক্ষমতায়ন করি অন্যকে আশ করি এবার হয়ত পাব।



বর্তমানে যাহা সারাদেশে হচ্ছে তাহা আমাদের আশা আখঙ্কার বিপরীত, আমরা কখনও হানাহানী মারামারি চাই নাই অথচ আমাদেরকে হানাহানী মারামারি করতে হচ্ছে। আমাদের মৌলিক চাওয়া পাওয়া হচ্ছে প্রভাবমুক্ত থাকা, শান্তিতে বমবাস করা, ডালভাত খেয়ে নিরাপদে থাকা, ছেলেমেয়েকে যোগ্য করে তোলা, চিকিৎসা, বাসস্থান সমস্যা, বেকারত্ব থেকে মুক্ত থাকা। যারা ক্ষমতায় আসেন তারাও আমাদেরকে এইসব প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতাশীন হন অথচ পাই না কিছুই। কোথায় আমাদের সমস্যা? এটি আমাদেরকেই খুঁজে বাহির করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.