নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জাগবে হে তরুণ তরুনী

মোঃ সাকিব

দেশে শান্তি চাই

মোঃ সাকিব › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে বসবাস রত লক্ষ লক্ষ বাংলাদেশী অবৈধ হয়ে গেছে। ভীসা নবায়ন হচ্ছেনা, অবৈধতার কারণে মেধা ও যোগ্যতার আলেকে চাকুরী পাচ্ছেনা আবার চাকুরী পাইলেও ট্রান্সফার হতে পাচ্ছেনা, অবৈধ হাওয়ার কারণে যারা দেশে যাইতে চাচ্ছেন তারা দেশেও যাইতে পাচ্ছেন না। হাজারও সমস্যা মাথা নিয়ে প্রবাসীরা দিনাতিপাত করছেন এই মধ্যপ্রাচ্যে, আমাদের সরকার আছে, আমাদের দূতাবাস আছে বিদেশে আমাদের সমস্যাদি দেখার দায়ীত্ব সরকারের অথচ দূতাবাসে গিয়ে কোনো প্রকার গ্রহনযোগ্য উত্তর পাওয়া যাচ্ছেনা।



তারপরেও প্রবাসীরা হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপর্জন করছেন। যারা বিদেশে আছেন দেশে বাড়িতে তাদের পরিবার পরিজন নিয়ে সরকারকে মাথা ঘামাইতে হয়না, তাদের অভাব অনটন নিয়ে সরকারকে ভাবতে হয়না, নিজের উপর্জিত অর্থ দিয়েই প্রবাসীরা স্ব স্ব পরিবারকে স্বচ্চল রেখেছেন। প্রবাসীরা বৈধ ভাবে টাকা পাইতে আপত্তি করেনা তবে বৈধ ভাবে টাকা পাঠাইতে হইলে নিজেকেও প্রবাসে বৈধ হতে হয়। এখন প্রতিদিন হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাওয়ার কারণে বৈধ ভাবে টাকা পাঠানো সম্ভব হচ্ছেনা ফলে অবৈধ পন্থায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতে হয়।



বিদেশী অর্থ উপর্জনের সবচাইতে বড় খাত হচ্ছে প্রবাসীর রেমিটেন্স আর এটি তখনই দেশের জন্য লাভ জনক হয় যদি প্রবাসীরা বৈধ ভাবে টাকা পাঠাইতে পারে। হুন্ডির মাধ্যমে প্রেরীত টাকা বাংলাদেশের হিসাবে যায়না অথচ বাংলাদেশে পেমেন্ট করা হয় তাহলে প্রেরীত বিদেশী মূদ্রা গুলি যায় কোথায়? এইসব দেখার দায়ীত্বও বা কার? হুন্ডির ব্যবসা করা যেমন অপরাধ হুন্ডিতে টাকা প্রেরনও অপরাধ আর প্রবাসীদের কাছে এখন হুন্ডি ব্যতিত আর কোনো পথ খোলা নাই। তাহলে প্রবাসীরা যেই অপরাধটি এখন করতেছে এর জন্য দায়ী কে?



প্রবাসীরা সকল দিক থেকে আমাদের সরকারের অদক্ষতা, অযোগ্যতা, অবহেলা এবং ব্যর্থতাকে দায়ী করে কারণ আমাদের সরকার স্বীয় দায় দায়ীত্ব বিষয়ে নূন্যতম জ্ঞানও রাখে না যদি জ্ঞান রাখিত তাহলে বিদেশে লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ হইত না এবং অবৈধ পন্থায় টাকা পাঠাইত না। আমার মনে হয় শাহবাগ আন্দোলনে এইসব বিষয় তোলো ধরা দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.