![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র ইসলমাকে বিতর্কীত করার জন্য যারা দায়ীত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করছে মূলত তারাই ঐসব ব্লগারকে হত্যা করে সারা বিশ্বে আলেম ওলামা এবং ইসলামের বিরোদ্ধে একটি ইস্যু তৈরী করার চেষ্টা করে। পত্রিকার মাধ্যমে জানা যায় প্রায় বিভিন্ন দেশের সরকার, মানবাধিকার সংস্থা গুলি এইসব ব্লাগারকে তাদের দেশে আশ্রয় দেয়ার ঘোষনাও দিয়েছে, অথচ এরা ব্লগারের উদ্দিশ্যে বলে নাই যে, মুক্ত চিন্তার অর্থ মানুষের বিশ্বাসে আঘাত করা নয়, সমাজ ব্যবস্থা ধ্বংস করা নয়, যেমন ইচ্ছা তেমন বলে/লিখে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো নয়, মুক্ত চিন্তার যেই স্বাধীনতা রয়েছে তার অপব্যবহার নয় কয়েকদিন আগে পত্রিকায় দেখালাম প্রায় ৩০ ব্লগার ইতিমধ্যেই দেশ ছেড়ে ইউরোপ আমিরিকায় পলিয়েছে, তাহলে এই বিদেশীরাই কি বাংলাদেশে এইসব ব্লগার নিয়োগ দিয়েছে?। হাঁসিলাম, যেইসব দেশে জ্ঞান অর্জনের জন্য যাইতে চাইলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বছরের পর বছর ঘুরে হাজারও শর্ত পুরন করতে হয় সেইসব দেশে যাওয়ার জন্য এখন ইসলাম বিরোধী ব্লগারের সার্টিফিকেট থাকিলেই হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
বীরেশ রায় বলেছেন: আর বাংলাদেশে এই চাপ-দাঁড়ি ও মাথায় টুপি ওয়ালা জিহাদি ভাই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ধরা পড়ে স্বীকার করছেন, হেফাজত-জামাত ও ইসলামি দল তেনারা যে ব্লগারদের ফাঁসি চাই ফাঁসি চিৎকার শুরু রছেন এগুলোও কি "সারা বিশ্বে আলেম ওলামা এবং ইসলামের বিরোদ্ধে একটি ইস্যু তৈরী করার" পায়তারা?