![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুঝে আসেনা যে, আমরা ২১শে ফেব্রুয়ারীকে শ্রদ্ধা করছি? নাকি ২১শে ফেব্রেুয়ারীতে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মুসলমানের মধ্যে লক্ষ কোটি জনতা আছি যাদের বাবা মা কিংবা দুইয়ের একজন নেই আবার লক্ষ কোটি জনতা আছি যাদের বাবা মা উভয়েই আছেন এবং তাদেরকে মান্য করে চলি। যাদের বাবা মা কিংবা বাবা অথবা মা নেই কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করিনা? আমরা কি বলিনা যে, হে আল্লাহ আমার বাবা মায়ের গুনা সমুহ মাপ করে জান্নাত দান কর। আমি অন্যন্য ধর্মাবলম্বীর কথা বলছিনা কারণ তাদের মধ্যেও বাবা মায়ের আত্নার শান্তি কামনার জন্য ধর্মীয় বিধি বিধান আছে, আমি ৯২% মুসলমানের কথাই বলছি; বাবা মায়ের জন্য যেভাবে দোয়া প্রার্থনা করি ২১শ ফেব্রেুয়ারীতে মাতৃ ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য একই ভাবে কি দোয়া করতে পারি না? তাদের কবর সমুহ কোথায় সেটি জানি বা না জানি, তাদের পরিবার এবং কবরের খবর রাখি বা না রাখি অন্তত যে যেখানেই আছি সেখান থেকে বলতে পারিনা "আল্লাহ তোমার ভাষা আরবী, জান্নাতের ভাষা আরবী তারপরেও তোমার সৃষ্টি মানুষকে তাদের মনের ভাব প্রকাশের জন্য এক একটি মাতৃভাষা দান করেছ, আমাদের মাতৃভাষা বাংলা সর্বস্তরে চর্চার দাবীতে আমাদের কিছু অগ্রজকে আজকের এই দিনে জীবন দিতে হয়েছে আমি আমরা তাদের রুহে মগফেরাত কামনা করছি, আল্লাহ তুমি কবুল কর। প্রত্যেক ঈমান ওলাকে তুমি একদিন না একদিন জান্নাত দান করবে, আল্লাহ আমাদের এই অগ্রজেরা কবরের হায়াতে কে কি অবস্থায় আছে আমরা জানিনা, আল্লাহ তাদের সমস্ত গুনাহ সমুহ মাপ করে তাদের কবরের হায়াতকে নূরান্নিত করে দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিছা বানিয়ে দাও, আল্লাহ আমরা তোমার উপরই ঈমান এনেছি, তোমার প্রেরীত নবীর দেখানো পথেই জীবনাচার করি, তোমারই ইবাদত করি, আল্লাহ তুমিই একমাত্র প্রতিপালক, করুনাময়ী। আল্লাহ আমাদের ঐ অগ্রজের জন্য তোমার করুনা প্রার্থনা করছি তুমি কবুল কর। আমিন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: সর্বোওম মানুষ দুইটি গুনের অধিকারী, একটি হচ্ছে ‘জেন’ আর অপরটি হল ‘ই’। জেন হল অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ। ই গুনের অর্থ হল সদাচার ও ন্যায়পরায়নতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
মোঃ সাকিব বলেছেন: মাতৃভাষাকে ২১শে ফেব্রেুয়ারী আসলেই স্বরন হয়! সারা বছর কোথায় থাক??? সারা বছর বেদীকে সামনে নিয়ে পেশাব করতে দেখা যায়, বেদী অঙ্গনে গরু চড়ে আর ২১শে ফেব্রোয়ারী আসলে ধুঁইয়ে মুছে ফুল চড়াও "এই ধোয়া মুছা কার জন্য"? তোমার গয়ে ময়লা লাগবে তাই না??? যাদেরকে শ্রদ্ধা জানাচ্ছ তাদের সমাধি কোথায় খবরই রাখনা, তাদের পরিবার পরিজন কোথায় আছে কি করছে এইসব খবরের বলাই্ নেই আর ২১শে ফেব্রুয়ারী আসলে লাই ধরে ফূল চাড়াও তাহাও পথরে তলে। তোমার বাবা মায়ের জন্য পাথর বানাও নাই্ কেন??? তাদেরকে তুমি ঘৃণা কর??? অথর্ব মূর্খ কোথাকার। "ভাষা" ভাষা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি??? তুমি যদি বেদ্বীন হয়ে থাক তাহলে তো বলার কিছুই নেই কারণ তোমার ঠিকানা সরাসরি অপ্রত্যাশিত জাগায় আর আমি মুসলমান আমার মূল ভাষা এবং মাতৃভাষা সম্পর্কে জ্ঞান রাখি এবং প্রত্যাশিত ঠিকানার জন্যও প্রতিক্ষায় থাকি।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি শুদ্ধ আরবী জানেন তো, না হয়, ফেরেশতাদের জন্য গগুল ট্রান্সলেটর সাথে নিতে হবে আপনাকে!
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো ভাবনা।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের উত্তর দেবার জন্য। ভালো থাকুন।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৪
মোঃ সাকিব বলেছেন: চাঁদগাজীকে একজন দুনিয়াবাদী ছাড়া আর কিছু বলার নেই। তবে চাঁদগাজী ভূলে যাচ্ছেন যে, তিনি দুইটি জগত অতিক্রম করে দুনিয়াতে এসেছেন। অতীত দুই জগতকে একটু গবেষণা করলে দেখবেন সামনে আরও তিন জগত রয়েছে, তিন জগতের শেষ জগতটিতে দুইটি ঠিকানা আছে, ঐ ঠিকানার এক ঠিকানা হবে কিছু লোকের জন্য সরাসরি চিরস্থায়ী আবার কিছু লোকের জন্য ক্ষণস্থায়ী। ক্ষণস্থীরা ক্ষমা পেয়ে তাদের চিরস্থায়ী ঠিকানায় যাবেন। চাঁদগাজী সাহেব, মায়ের পেটের জগতে নিজের ইচ্ছায় কিছুদিন বেশী থাকতে পারলেন না কেন? কিংবা নিজের ইচ্ছায় মায়ের পেটের জগতে যখন মন চায় তখনই আসতে পারলেন না কেন?মায়ের পেটে আসার আগে কোথায় ছিলেন সেই খবর নেয় না কেন? ইত্যাদি আমার বুছে আসছেনা, তাই চাঁদগাজী সাহেবের কাছে অনুরোধ উল্লেখিত বিষয় গুলি নিয়ে কখনও ভেবেছেন কিনা বুঝাইয়া বলিবেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
তা'হলে আল্লাহ আরবী জানেন? উহাই বেহেশতের ভাষা? ভালো।
এবার আরবীকে রাষ্ট্রভাষা করতে গিয়ে আবার মরতে হবে দেখছি!