| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র কন্যা
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
কবিতা বিউটি পার্লার
এখানে সযত্ন চর্চায় রূপ-সৌন্দর্য বর্ধন করা হয়
সাধারণীকেও করা তোলা হয় অসাধারণ, অনন্যা
তোমার দেহের বাঁকে বাঁকে মিত্রাক্ষর ছন্দ খেলা করে। প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যেন এক একটি জাদুময় ছত্র। প্রথম স্তবকের সহস্র গুণিতকে তোমার রাশি রাশি মেঘকাল চুল।
কবিতা, তোমার চুলের দোলায় আষাঢ়ের মেঘ গুমড়ে উঠে!
ঈগলের আকাশজোড়া মেলে দেয়া ডানার মত তোমার ভ্রুযুগল। তোমার সামান্য অসহিষ্ণু ভ্রুকুটি ধারাল ছোরা হানে অন্তরে। তোমার চোখের নিশির আঁধারে ডুবে যাই কোন অতলে! তোমার রহস্যাবৃত বাঙময় দুচোখের ভাষা জানতে কতই না আকুলতা! কবিতা, কত অভাগাকে ছিন্ন-ভিন্ন করবে তুমি ও নয়নের বিদ্যুৎ হেনে!
তোমার অদ্ভুত নেশা ধরানো টুকটুকে ঠোঁটে সমস্ত শরীরে ঝিম ঝিম তুলে তুমি হাসো। কবিতা, এভাবেই বুঝি জুলুম করতে হয় অসহায়ের ওপর!
ঈশ্বরের কত শত পল খরচ করেছো তুমি নিজেকে গড়ে তুলতে। তাঁর সমস্ত মনযোগ ঢেলে দিয়েছিলেন বুঝি তোমাকে নিখুঁত করার চেষ্টায়। তুমি অসাধারণ, অনন্যা। তবে কেন তোমার এইসব ঘষামাজায় সৌন্দর্য বর্ধনের আপ্রাণ চেষ্টা! আর কোথায় সুন্দর হবে তুমি কবিতা!
কবিতা বিউটি পার্লার
এবং জিম
পুরুষদের প্রবেশ নিষেধ
মুগ্ধতার সীমা ছাড়ায় তোমার নদীর মত ঢেউ খেলানো পিঠ, মাটির কলসের মত নিখুঁত গোল নিতম্ব আর মরালের টান টান গ্রীবা। কবিতা, কত পুরুষের কামনার ধন তুমি! কত বয়োঃসন্ধিপ্রাপ্ত বালকের দূষণে জর্জরিত রাতের কারণ।
তোমার শরীরের প্রতিটি বাঁক নিখুঁত, আকর্ষণীয় এবং ধারাল। তুমি তাকে দিনে দিনে করে তোল আরো আরো কামনাদীপ্ত। এবং তারপরে.......পুরুষের প্রবেশ নিষেধ.........এই সীমারেখা টেনে দিয়ে অসহ্য, অশ্লীল যন্ত্রণায় বিদ্ধ করে চল প্রতিনিয়ত। কবিতা, তোমার এবং তোমাকে তৈরিকারী ঈশ্বরের ওপরে অভিসম্পাত বর্ষিত হোক!
কবিতা বিউটি পার্লার
কবিতা, তারপরেও তুমি কি অদ্ভুত মায়াময় অসহ্য সুন্দর! তোমাকে উপেক্ষা করার দুঃসাহস কে পেরেছে অর্জন করতে!
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ হাসান ফেরদৌস।
২|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩২
মাহবু১৫৪ বলেছেন: ভাল হয়েছে
১ম ভাল লাগা
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মাহবু।
৩|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
কবিতায় অন্য আরেকজনের ছায়া খুঁজে পেলাম
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪১
সমুদ্র কন্যা বলেছেন: অন্য আরেকজনের ছায়া!! কেমন?
৪|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৪
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো। শুরুর চটক এবং সম্ভাবনাটা পরবর্তীতে বিলীন হয়ে গেছে।
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: হু
৫|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৫২
~মাইনাচ~ বলেছেন: এসে ভুল করলামনাতো??
দারুন, হামা ভাইকে মাইনাচ দেন
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: ভুল!
ভুল সবই ভুল
৬|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৪
~মাইনাচ~ বলেছেন: কবিতা, তারপরেও তুমি কি অদ্ভুত মায়াময় অসহ্য সুন্দর! তোমাকে উপেক্ষা করার দুঃসাহস কে পেরেছে অর্জন করতে!
কেউ পারার নয়
আমিও, যদিও কবিতা লিখতে পারিনা
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: দুঃখ কইরেন না মাইনাচ, এইসব হাবিজাবি না লিখতে পারাই ভাল
৭|
১১ ই মার্চ, ২০১২ রাত ১২:০১
সায়েম মুন বলেছেন: ভাবলাম শেষে এসেও একটা খোঁচা মারবেন। কিন্তু উল্টো হয়ে গেল ঘটনা
ফাইন লিখেছেন।
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মুন।
শুভেচ্ছা।
৮|
১১ ই মার্চ, ২০১২ রাত ১:৩৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালোই তো লাগল ![]()
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৯
সমুদ্র কন্যা বলেছেন: আচ্ছা!
থ্যাংকস ইমরান। ![]()
৯|
১১ ই মার্চ, ২০১২ রাত ১:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।
আর হ্যা,
হামা ভাইয়ের মন্তব্যে মাইনাস!
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ দূর্জয়।
শুভকামনা।
১০|
১১ ই মার্চ, ২০১২ রাত ২:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো। শুরুর চটক এবং সম্ভাবনাটা পরবর্তীতে বিলীন হয়ে গেছে।
স হমত!
যদিও কবিতা ভালো বুঝি না!
:> :> :> :> :> :> :>
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৪
সমুদ্র কন্যা বলেছেন: হ :-< :-<
১১|
১১ ই মার্চ, ২০১২ রাত ৯:১৪
Dee Dee বলেছেন:
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৫
সমুদ্র কন্যা বলেছেন:
১২|
১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৩২
নস্টালজিক বলেছেন: ইন্টারেস্টিং হইসে!
কবিতা বিউটি পার্লার- নামটায় মজা পেলাম।
অভিনন্দন, তিথী।
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: ওইদিন রাস্তা দিয়ে যেতে যেতে কবিতা বিউটি পার্লার চোখে পড়ল, আর ভাবনাটা ঢুকে গেল মাথায় ![]()
ধন্যবাদ ভাইয়া।
১৩|
১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৭
মিরাজ is বলেছেন: দারূণ!!! তবে জীবু'দার সাথে একমত। আমিও ঐটাই বলতে চাইছিলাম।
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৭
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস মিরাজ।
তবে জীবুদার সাথে কি বলতে চাইলা একটু যদি বুঝায়া বলতা
১৪|
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:২৭
মাহী ফ্লোরা বলেছেন: শেষ অবধি হতাশা টের পেলাম অযথাই।![]()
১২ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: কত কিই তো আমাদের মনে হয়, অযথাই
১৫|
১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বাহ, ভালো হয়েছে তো!
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১২
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস ডিয়ার!
১৬|
১৩ ই মার্চ, ২০১২ রাত ১০:২৫
মেমনন বলেছেন: ভাল লেগেছে, বিশেষত শুরুটা।
হামা ভায়ের সাথে কিছুটা একমত, আস্তে আস্তে সুর একটু পরিবর্তিত হয়ে গেল কিন্তু ধাক্কা দিতে পারল না।
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মেমনন।
শুভেচ্ছা।
১৭|
১৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩২
মেহবুবা বলেছেন: এমন করেও লেখা যায় ? ভাল লাগল ।
শব্দ নিয়ে খেলা করতে সবাই কি পারে ?
শুভকামনা তোমার জন্য ।
১৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকবেন খুব।
১৮|
১৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৭
ঈষাম বলেছেন: ভালোই তো..![]()
১৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ঈষাম।
১৯|
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫০
ছায়াপাখির অরণ্য বলেছেন: 'তারপরে.......পুরুষের প্রবেশ নিষেধ.........এই সীমারেখা টেনে দিয়ে অসহ্য, অশ্লীল যন্ত্রণায় বিদ্ধ করে চল প্রতিনিয়ত।'
অনেক ভালোলাগা, আপু!!
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ তানিয়া।
শুভেচ্ছা।
২০|
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:১২
শায়মা বলেছেন: নামটা খুবই পছন্দ হয়েছে কন্যা।![]()
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০২
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকু আপু ![]()
২১|
১৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:৩৭
ভারসাম্য বলেছেন: কবিতা বলেই দ্বিমত পোষণের তীব্র ইচ্ছাকে উপেক্ষা করলাম।
ভাল লাগা থাকলো।
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ভারসাম্য।
শুভেচ্ছা।
২২|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১২:২৬
তিথির অনুভূতি বলেছেন: ভালো লাগলো কবিতা।
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ তিথি।
ভাল থাকবেন।
২৩|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৭
রাতুল_শাহ বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০৮
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল।
২৪|
১৮ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম কথার মালা ভালো লাগল........
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ তুহিন।
২৫|
১৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:০০
রিমঝিম বর্ষা বলেছেন:
তোমার শরীরের প্রতিটি বাঁক নিখুঁত, আকর্ষণীয় এবং ধারাল। তুমি তাকে দিনে দিনে করে তোল আরো আরো কামনাদীপ্ত। এবং তারপরে.......পুরুষের প্রবেশ নিষেধ........
১৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০৯
সমুদ্র কন্যা বলেছেন: হাসো ক্যান হ্যাঁ?
২৬|
২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৯
রিমঝিম বর্ষা বলেছেন:
নিষ্ঠুরতার কথা ভেবে হাসি।
২৭ শে মার্চ, ২০১২ রাত ৯:১৭
সমুদ্র কন্যা বলেছেন:
২৭|
২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২১
লেখোয়াড় বলেছেন:
দারুন এবং ভালো।
আবেগীয়।
২৭ শে মার্চ, ২০১২ রাত ৯:১৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়।
২৮|
২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৩৫
পাপতাড়ুয়া বলেছেন: ভালো লেগেছে আপু।
তবে একটু সময় নিয়ে লিখতা!
২৭ শে মার্চ, ২০১২ রাত ৯:২২
সমুদ্র কন্যা বলেছেন: সময়! সময় দেয়ার মত ধৈর্য নাই যে! লিখতেই আর ভাল লাগে না, ভাবতেও না।
ভাল থেকো।
২৯|
২২ শে মার্চ, ২০১২ রাত ৩:৩৮
মিরাজ is বলেছেন: জীবুদা হামা ভাইয়ের ছায়া পাইছিলো আমারো সেরকম মনে হইছিলো তাই বলছিলাম। কারন বোধহয়, একটা ছোট্ট বাক্য তার পর সম্প্রসারন হামা ভাই বেশি ব্যবহার করেন। আপনার সুন্দর কবিতাটায় সেটা আছে সেজন্য হতে পারে।
৩১ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫২
সমুদ্র কন্যা বলেছেন: আচ্ছা! সেরকম নাকি! কি জানি, আমারতো লাগে নাই।
যা হোক হতেই পারে
৩০|
৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৫৮
সাইফুলহাসানসিপাত বলেছেন: সুন্দর শব্দ খেলা । ভালো লাগল ।
০৫ ই মে, ২০১২ রাত ৯:২৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১|
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৫
মুনসী১৬১২ বলেছেন: শুভ বৈশাখ
০৫ ই মে, ২০১২ রাত ৯:২৯
সমুদ্র কন্যা বলেছেন: শুভ হোক প্রতি দিন।
ধন্যবাদ মুনসী।
৩২|
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৩
মুগ্ধ মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন আপু।
০৫ ই মে, ২০১২ রাত ৯:৩১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মুগ্ধ মানুষ।
শুভেচ্ছা।
৩৩|
০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:৩২
টুকিঝা বলেছেন: কবিতা, তারপরেও তুমি কি অদ্ভুত মায়াময় অসহ্য সুন্দর! তোমাকে উপেক্ষা করার দুঃসাহস কে পেরেছে অর্জন করতে!
এই কবিতাই তো সব খেলো!
সুন্দর!
০৫ ই মে, ২০১২ রাত ৯:৩২
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ টুকি।
ভাল থেকো।
৩৪|
০৫ ই মে, ২০১২ রাত ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর ।
০৬ ই মে, ২০১২ রাত ৩:০০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ শহিদুল।
৩৫|
১৭ ই মে, ২০১২ বিকাল ৫:৫৮
নিমা বলেছেন: কবিতা, তারপরেও তুমি কি অদ্ভুত মায়াময় অসহ্য সুন্দর! তোমাকে উপেক্ষা করার দুঃসাহস কে পেরেছে অর্জন করতে!
উপেক্ষা করার দুঃসাহস নেই আমার ও
০৬ ই জুন, ২০১২ রাত ৯:১১
সমুদ্র কন্যা বলেছেন: না থাকাই ভাল। আমি অবশ্য বরাবরই কবিতা এড়িয়ে চলি।
৩৬|
১৮ ই মে, ২০১২ রাত ৯:১৯
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো আছো তো??
০৬ ই জুন, ২০১২ রাত ৯:১২
সমুদ্র কন্যা বলেছেন: ভাল আছি।
৩৭|
০৬ ই জুন, ২০১২ রাত ৯:২৯
চতুষ্কোণ বলেছেন: তোমার শরীরের প্রতিটি বাঁক নিখুঁত, আকর্ষণীয় এবং ধারাল। তুমি তাকে দিনে দিনে করে তোল আরো আরো কামনাদীপ্ত। এবং তারপরে.......পুরুষের প্রবেশ নিষেধ.........এই সীমারেখা টেনে দিয়ে অসহ্য, অশ্লীল যন্ত্রণায় বিদ্ধ করে চল প্রতিনিয়ত। কবিতা, তোমার এবং তোমাকে তৈরিকারী ঈশ্বরের ওপরে অভিসম্পাত বর্ষিত হোক!
থ্যাংকস আমার মনের কথাগুলা এইভাবে গড়গড় করে বলে দেয়ার জন্য :>
লেখাটা জোস হৈসে। ভাল্লাগছে আমার। নামটাও ইন্টারেস্টিং!
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: এ্যাঁ, এই অবস্থা তাইলে!
অনেক অনেক থ্যাংকস চতুষ।
ভাল থেকো।
৩৮|
১১ ই জুন, ২০১২ সকাল ১০:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক ভাল লাগলো লেখাটা ।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৯
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লায়লা।
শুভেচ্ছা।
৩৯|
১৪ ই জুন, ২০১২ রাত ১১:৫১
আরজু পনি বলেছেন:
আমি মনে হয় কন্যার লেখায় এই প্রথম এলাম !
বেশ লাগলো কিন্তু ![]()
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫২
সমুদ্র কন্যা বলেছেন: এমন সময় এলেন আপু.........
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৪০|
১৫ ই জুন, ২০১২ বিকাল ৩:১৭
জামিল আহমেদ জামি বলেছেন: প্রথমবার পড়ে কিছু বুঝি নাই, দ্বিতীয়বার পড়ে বুঝলাম। অসাধারণ লাগলো! ভাল হয়েছে।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ জামি।
শুভেচ্ছা রইল।
৪১|
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:০৯
রিমঝিম বর্ষা বলেছেন:
লিখোনা কেন কিছু? অনুসরনীয় ব্লগে না পাইলে খুঁজি ক্যামনে??
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৪
সমুদ্র কন্যা বলেছেন: তোমার লাল মুখটা দেখতে চাইছিলাম তাই
৪২|
০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৯
ইলুসন বলেছেন: আজিব! আর লেখা দেন না কেন?
হামা ভাই কি যৌতুক হিসেবে আপনার পিসি নিয়ে গেছে নাকি?
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: তাতো নিছেই। আমার ল্যাপটপটা তার দখলেই থাকে বেশিরভাগ সময়। বেশি কান্নাকাটি করলে দয়া করে আমাকে একটু বসতে দেয়
৪৩|
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:০৮
নক্ষত্রচারী বলেছেন: আমি তো বলতে চাই কবিতায় বিউটি পার্লার । বাহ্যিক সৌন্দর্যের জন্য তো ঘসা মাঝাখানা আছেই । ভেতরেরটার জন্য না হয় কবিতাটাই থাক ।
ব্লগের ষষ্ঠ কমেন্ট ।।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ নক্ষত্রচারী। কমেন্ট এক্সেস পেয়েছেন দেখে ভাল লাগল।
হ্যাপী ব্লগিং।
৪৪|
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৯
হাসান মাহবুব বলেছেন: ঐ ল্যাপটপ এখন থেকে আমার
তোমারে আমার ডেস্কটপটা দিয়া দিলাম যাও
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: ওই ঠ্যাট্টেরিটা চাই না আমার হুহ
৪৫|
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৭
রিমঝিম বর্ষা বলেছেন:
ওরেরে.........ডেস্কটপের চেহারা দেখছি আমি। ওইটার উপর পুরা চইষা বেড়াইছে হামা। এখন আবার ওই জিনিস দেয়ার বেলায় কান্দে!
ঠ্যাট্রেরি কি জিনিস??
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৮
সমুদ্র কন্যা বলেছেন: ঠ্যাট্রেরি না আপু, ঠ্যাট্টেরি
ওই যেমন চেহারা দেখছো তেমন আর কি
৪৬|
১৫ ই জুলাই, ২০১২ রাত ১২:০১
স্বদেশ হাসনাইন বলেছেন:
কবিতা কি নিজেই রূপ গড়ে দেয়
সত্যিই এমন ব্যবসায়ীর মত বিনিয়োগে রূপবর্ধন করে দেয়া যায় শব্দ কে, ভাষা কে। সাজিয়ে নেয়া শব্দ কি একসময় চোখের জলে ধুয়ে সাজহীন হয়ে যাবে না?
৩১ শে জুলাই, ২০১২ দুপুর ২:১১
সমুদ্র কন্যা বলেছেন: হয়তো যাবে...কে জানে...
ভাল থাকবেন ভাইয়া।
৪৭|
১৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৪
মুকুট বিহীন সম্রাট বলেছেন: চমৎকার
৩১ শে জুলাই, ২০১২ দুপুর ২:১২
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ![]()
৪৮|
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
শুরুটা খুব ভাল লাগতেছিল । মনে হল আরো ভালো একটা ফিনিশিং হতে পারতো ।
হুম, কবিতা খোঁপায় গুজে রাখা ম্যাগনোলিয়া, নয় কোন লিপষ্টিক ।
১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস ফাহাদ। এটা নিয়ে আসলে তেমন কিছুই ভাবি নি। যা মনে এসেছিল একটানে লিখে ফেলেছি।
৪৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
সোমহেপি বলেছেন: নামটা অনেক সুন্দর টানলো।
লেখাটা কেমন যেন একটু কাতুকুতু দিয়ে শেষ হয়ে গেল।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭
সমুদ্র কন্যা বলেছেন: কাতুকুতু দিয়ে!
ধন্যবাদ সোমহেপি।
৫০|
১৪ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: সমুদ্র কন্যা,
বিউটি পার্লারে কবিতার যে রূপখানি ফুঁটিয়ে তুলেছেন তা অনবদ্য । সুন্দরতা বেশীরভাগ কালেই নারীর প্রতীক । তাও এখানে এঁকেছেন আপনার মনের মাধুরী মিশিয়ে ।
আপনার কবিতার সাজানো শরীরের একটি যোগ্য উত্তর দিতে ইচ্ছে করছে ! কিন্তু নারীর উপমায় যোগ্য যা বলা যেতো তা নিজের থেকে দিলে শব্দগুলো খুব পানসে মনে হতো তুলনায়, তাই কালিদাশের থেকে ধার করলাম কিছু -
" তন্বী শ্যামা শিখরি দশনা
পক্ক বিম্বধরোষ্ঠি
স্তোকনর্মা স্তনা ভাং..."
শুভেচ্ছান্তে -
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস।
শুভকামনা।
৫১|
১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৪
আবু সালেহ বলেছেন:
ভালো লাগা রইলো.....
১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আবু সালেহ।
শুভ রাত!
৫২|
১৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১২
আহাদিল বলেছেন: বেশ ভালো লাগল!
১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মিশু।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১২ রাত ১০:৩০
হাসান ফেরদৌস বলেছেন: কবিতা বিউটি পার্লার ভালো লাগল