![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেমস বন্ড সিরিজের এখন পর্যন্ত মুক্তি পাওয়া শেষ সিনেমা "আসমান পতন" (Skyfall) । বন্ড সিরিজের সিনেমাগুলো সাধারণত আজগুবি মেসিন এবং যৌনতা নির্ভর ।কিন্তু এই সিনেমায় এইসবের পরিমান অত্যন্ত কম ।
সে যাই হোক এখন আমার প্রশ্ন হল এই সিনেমার নাম "আসমান পতন" রাখার অর্থ কি ?
সিনেমায় তো কাউকে বা কোন বস্তুকে আসমান থেকে পড়তে দেখলাম না ।
আর তাছাড়া এই সিনেমাটা দেখছি মোবাইলের ছোট্ট পর্দায় ।যেখানে শব্দ যোগ্যতা (sound quality) বিষেশ ভাল ছিল না ।তাই অনেক সংলাপ বুঝতে পারিনি ।
এখন কেউ কি আমাকে বলবেন এর রহস্যটা কি ??
আমার ধারণা 'M' মারা যাওয়ায় জেমস বন্ড আকাশ থেকে পরছে ,,,,তাই এর নাম আসমান পতন হয়েছে !!! :p :p
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
অথৈ সাগর বলেছেন: আসমান পতন মানে জেমস বন্ড সিরিজের এখন পর্যন্ত মুক্তি পাওয়া সবচেয়ে খারাপ মুভি
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
এক্সপেরিয়া বলেছেন: আসমান পতন......হে হে হে
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
মদন বলেছেন: এই সিনেমা দেইখা তেমন মজা পাই নাই। মনে হইছে বাংলা নাটক দেখতাছি
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
ব্রাউন সুগার বলেছেন: Apnader shokol ke dhonnobad
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
পেন্সিল চোর বলেছেন: ফালতু লাগছে মুভিটা
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
নির্জন০০৭ বলেছেন: মুভি'র রাত্রের সিন গুলো অনেক সুন্দর হয়েছে।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
নির্জন০০৭ বলেছেন: মুভি'র রাত্রের সিন গুলো অনেক সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ক্লান্ত দুচোখ বলেছেন: Skyfall মানে "আসমান পতন"??
দারুন কইছেন!
এটার আসলে কোন মানে নাই! মুভিতে দেখাইছে, বন্ড যে বাড়িতে জন্মাইছে সে বাড়িটার নাম Skyfall
কারো কারো মতে, Skyfall মানে হচ্ছে, Sky is falling মানে গ্রেট ডিজএষ্টার, মুভিতে জাষ্ট একটা মেটাফোর হিসেবে ব্যাবহার করা হইছে। 'M' মারা যাওয়ার পর বন্ড খুশি মনেই "With pleasure" পরের মিশন গ্রহন করে, কাজেই আপনার ধারনা ভুল।