![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাম হাতের আঙ্গুলগুলো একসাথে করে হাতের উল্টো পিঠ লক্ষ করলে তেমন কিছুই বোঝা যায় না ।তবে একটু গভীরভাবে চিন্তা করলে বিষয়টা এমন দাঁড়ায় -
বাঁ পাশ থেকে শুরু করলে ধরা যাক কনিষ্ঠাঙ্গুলিটি আপনার জন্ম নির্দেশ করে ।পৃথিবীর ভূমিতে আপনার জন্ম ।
এরপর অনামিকা আঙ্গুলটি নির্দেশ করে কৈশোর আপনার বেড়ে উঠা ।
এরপর আসে মধ্যমা ।এটি আপনার জীবনের স্বর্ণ সময়ের নির্দেশক ।সমস্ত বিষয়েই আপনি সফল হতে পারেন এই সময়টায় ।জীবন এখানে পরিপূর্ণ ।
তর্জনী অর্থ হল আপনি বার্ধকের দিকে ধাবিত হচ্ছেন ।
সবশেষে বৃদ্ধাঙ্গুলি হল মৃত্যুর প্রতীক স্বরূপ ।একটু লক্ষ করেলে দেখা যাবে যে ভূমিতে আপনার জন্ম ।মৃত্যুর পর আপনার অবস্থান সেই ভূমিরও নিচে ।মহৎ কিছু করে না গেলে জীবন শেষে বৃদ্ধাঙ্গুলিই অবশিষ্ট থাকে ।
২| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:২৮
ব্রাউন সুগার বলেছেন: Ji dhonnobad.
৩| ০৯ ই মে, ২০১৩ সকাল ৮:২৭
কালোপরী বলেছেন:
৪| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮
ব্রাউন সুগার বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২২
খেয়া ঘাট বলেছেন: যে ভূমিতে আপনার জন্ম ।মৃত্যুর পর আপনার অবস্থান সেই ভূমিরও নিচে ।মহৎ কিছু করে না গেলে জীবন শেষে বৃদ্ধাঙ্গুলিই অবশিষ্ট থাকে ।
দারুন লিখেছেন। এইতো জীবন।