![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে prince of Persia the forgotten sands শেষ করলাম। এবং এরই সাথে দেরীতে হলেও এই সিরিজের সব গেম খেলা শেষ হল। and here how I feel about this series -
এই সিরিজের প্রথম খেলা পিসি গেম sands of time। শুরু হিসেবে অত্যন্ত ভাল। starting of a great journey !! গেমে কোন বস নাই, কিন্তু এমনি শয়তান গুলাকে মারতে অনেক ঝামেলা করতে হয়। একসাথে অনেকগুলা এসে ঘিরে ধরে আর prince এর sward attack অতটা strong না। যদিও ওদের sward attack এর জবাব নাই !!
২য় গেম হল warrior within . this is the most amazing game of the series so far !! তবে সমস্যা হল, গেমে একি জায়গা দিয়া বারবার যাওয়া আসা করা লাগে, আরএকটু ভেরিএসন থাকলে ভাল হত । সিরিজের অন্য গেম গুলোর তুলনায় আপগ্রেড গুলা খুঁজে বের করা একটু কঠিন । কিন্তু মজা আছে !
এর পরের গেম হল Two thrown . গেমটা অন্য গুলার তুলনায় একটু ছোট, কিন্তু exciting !! এটার একটা ভাল দিক হল স্পীড কিলিং। আর গেমটা বদ্ধ প্রাসাদের মধ্যে না হয়ে বাইরের পরিবেশে হওয়াতে ভাল হয়েছে। এটার চ্যারিওট রেস অনেক interesting। এটার বস গুলাও অনেক চমৎকার, কৌশলে মারতে হয়। dark prince এর চরিত্রটাও আকর্ষণীয় ।
এরপর আসে prodigy অথবা ghost of the past (কোন এক অজানা কারনে, আমি যে গেমটা খেলছি, ওইটাতে এই নাম ২ টা লেখে ছিল না। জাস্ট prince of Persia ) এই গেমটা একটু অন্যরকম। অন্যগুলার সাথে মিল নাই। গ্রাফিক্স অত্যন্ত ভাল। এটার নায়িকা, elika অনেক হেল্পফুল। এটার combat action বিশেষ করে acrobatic movement গুলা খুব ভাল লাগে। এটার যখন তখন সেভিং এর ফিচারটাও ভাল । তবে গেমটা অপ্রয়োজনীয়ভাবে অনেক বড়। খেলতে বিরক্ত লাগে। আরও বিরক্তির কারণ একি বসকে চোদ্দ বার করে মারা আর একটু পর পর এটা ওটা rapidly press করা !! বিরক্তির চরম পর্যায়ে গেছে, যখন গেমের শেষে আমার সব কষ্টের ফল কোরবানি দেয়া লাগে। যে জিনিসটার জন্য এত ঝামেলা করতে হল, গেম শেষে সেটাকেই পাওয়া গেল না। কি এমন হত যদি নায়িকা মারা যাইত, অথবা omazad কোন অলৌকিক ক্ষমতাবলে elika বাঁচায় তুলত !! গেমটা খেলে মনে হয়েছে total waste of time .
এই সিরিজের এখন পর্যন্ত শেষ গেম the forgotten sands . গেমের সবকিছুই ভাল।। তবে একটাই সমস্যা গেমটা পুরাতন সেভএ গিয়ে খেলা যায় না। অর্থাৎ একবার কোন জায়গায় সেভ হয়ে গেলে আর ফেরত যাওয়ার বুদ্ধি নাই।
এই হল আমার বাক্তিগত মতামত। আশা করছি খুব দ্রুতই আর একটি pop খেলতে পারব ইনশাল্লাহ ।
©somewhere in net ltd.