![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন সাহেব আয়নার সামনে বসে আছেন। চেয়ারটা বেশ আরামদায়ক। এরকম একটা আধুনিক সেলুনের চেয়ার আরামদায়ক হওয়ারই কথা। সচরাচর এরকম হাইফাই সেলুনে তিনি আসেন না। আজ এলেন। আজ একটা বিশেষ দিন। চুল দাড়ি কাঁটার পর মাথার এখানে ওখানে একটু কলপ লাগিয়ে অপেক্ষা করছেন। চুল কাঁটার পর গোটা কয়েক পাকা চুল উঁকি দিচ্ছিল। আজ তাকে পারফেক্ট দেখাতে হবে। ফেসিয়াল করাবেন কি না ভাবছেন। ভাবনাটা বেশীক্ষণ স্থায়ী হল না। আবার চেয়ারের দিকে মনোযোগ দিলেন। তার অফিসে এমন একটা চেয়ার থাকলে মন্দ হত না। যাওয়ার সময় মনে করে ম্যানেজার কে বলতে হবে, চেয়ারটা বিক্রি হবে কি না। একজন শিল্পপতির অফিসে বিরাট সেক্রেটারিয়েট টেবিলের পেছনে সেলুনের চেয়ার, বিষয়টা ইন্টারেসটিং হওয়া উচিত।
।
।
আজকের দিনটা অনেক প্রাণবন্ত। বাইরে ঝলমলে রোদ। বিশেষ দিন এমনি হওয়া উচিত। ইমন সাহেব গাড়ির ড্রাইভার কে চলে যেতে বললেন। বলে দিলেন যাওয়ার সময় একটা ফুলের দোকান থেকে গাড়িটা সাজিয়ে নিতে । ড্রাইভার একটা উজ্জ্বল হাসি দিয়ে চলে গেলো। তিনি একটা ভ্যান গাড়িতে করে চেয়ার টা নিয়ে যাচ্ছেন অফিসে। যেতে যেতে চিন্তা করলেন, এত দাম দিয়ে নতুন গাড়িটা কেনা ভুলই হয়েছে। এর চেয়ে কম দামে একটা ট্রাক কিনতে পারতেন। তাহলে আর তাকে চেয়ার নিয়ে ভ্যানে চড়তে হত না। ভ্যানওয়ালা আরাম করে চালাচ্ছে। তিনি তাগাদা দিলেন। কিন্তু ভ্যানওয়ালার বিকার নেই । তাকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ।
***************
।
বরের নির্দিষ্ট আসনে সেজেগুজে বসে আছেন ইমন সাহেব । আজ তার বিয়ের দিন। তার আশপাশের সবাই বেশ উৎফুল্ল । সবাই হয়ত কোন না কোন ভাবে তার আত্মীয় হয় । কেউ তার নিজের, কেউবা কনে পক্ষের । ইমন সাহেব পুরপুরি স্বাভাবিক। বেশ হাসি খুশিও বোটে। বরের যেমনটা সংকোচে থাকার কথা, তিনি তার ধারের কাছেও নেই। গত ৮/১০ বছরে যত বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, কথাও দেখেন নি বর মুখে রুমাল চেপে বসে আছে। মনে হয় রুমাল চাপার রেওাজ আর নেই ।
বসে বসে তার সি দিনগুলির কথা মএন পরে গেলো। মাস তিনেক আগে তার এক দুঃসম্পর্কের চাচা সম্বন্ধটা নিয়ে আসেন। তার নিজের বিয়ে করার তেমন কোন ঝোঁক ছিল না, কিন্তু পারিবারিক চাপে রাজি হতে হল। আর বয়স টাও তো কম হল না, এখন চার মাস কম চল্লিশ। মেয়ে ইংরেজিতে অনার্স পাস । মেয়ের পরিবার থেকে তক,বয়স নিয়ে সামান্য আপত্তি জানালেও, পরে রাজি হয়েছে। ইমন সাহেব মেয়ের নাম মনে করার চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্য তিনি মেয়ের নাম ভুলে গেছেন । কাউকে জিজ্ঞেস করাটা ঠিক হবে কি না তাই ভাবছেন।
।
।
ইমন সাহেবের মুখে রুমাল।গাড়ির পেছনের সিটে তিনি আর তার নববিবাহি্তা স্ত্রী। নামটা এখনও মনে পরেনি। বিয়ের কাজ সেরে বাড়ি ফিরছেন। ড্রাইভার গুঙ্গুনিয়ে গাান গাইছে। ড্রাইভার কে থামতে বলা উচিত। এমন সময় মেয়েটা কথা বলে উঠল।
- রুমাল মুখে চেপে বসে আছো কেন ? বিয়ে বাড়ীতে তো এমন লজ্জা পেতে দেখলাম না।
মেয়েটা বেশ ফ্লুএনট। তাকে তুমি করে বলছে। তিনি বললেন, "না সমস্যা অন্য জায়গায়। আচ্ছা তোমাদের বাসায় বাথরুম নাই?? তুমি
কয় মাস ধরে গোসল কর নাই ????
মেয়ে-
©somewhere in net ltd.