নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

মিজানুর রহমান মিলন

জয় হোক মানবতার ও মুক্তিকামী মানষের যারা নব্য উপনিবেশবাদের বলির পাঠা হতে চায় না ।

মিজানুর রহমান মিলন › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

নচিকেতার গানের একটা লাইন এরকম-



প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়।



বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা ১০০% সত্য । সাংবাদিক নির্যাতন এদেশে এর আগেও হয়েছে কিন্তু এবারের রনি সাহেবের ঘটনাটার মত এত জোরেশোরে মিডিয়ায় হৈ হৈ রৈ রৈ গেল গেল হয়নি ! কেন হয়নি ? কারণ রনি সাহেব সাংবাদিককে পিটাননি বরং তিনি পিটিয়েছেন দরবেশ বাবার সাংঘাতিক কর্মচারীকে যারা কারো বেড রুমের ছবি তুলতেও দ্বিধাবোধ করেণ না !



দরবেশ বাবার হাত যে কত লম্বা অর্থমন্ত্রী ঠিকই ঠাহর করতে পেরেছেন বটে কিন্তু রনি সাহেবের মত বাক পটু, টক-ঝাল মিষ্টি কথনওয়ালা সেটা বুঝে উঠতে পারেননি, বুঝেছেন বটে তবে সেটা অনেক দেরীতে চৌদ্দ শিকায় যাওয়ার পর।



যাইহোক, যারা সাংবাদিক পিটিয়েছেন , কি সাংঘাতিক ! - বলে হৈ হুল্লোড় করতেছেন তাদের বলি, সাগর রুনি দম্পতিও তো সাংবাদিক দম্পতি । তাদের জন্য কি করলেন ? তাদের খুনিরা অ্যরেস্ট হল না কেন ? কামাল মজুমদার যখন সাংবাদিক নাদিয়া কিরনকে পেটাল তখন কই ছিলেন সাংঘাতিক ভাইয়েরা? বিশ্বজিতের মত ছেলেরা প্রকাশ্যে খুন হয়, তার খুনিদের বিচার হয় না , গ্রেফতার তো দূরে থাক ।মানুষ গুম হয়, সেই গুমের যেমন খোঁজ পাওয়া যায় না তেমনি গুমকারীরও হদিস পাওয়া যায় না । প্রকাশ্য দিবালোকে ঘুষের টাকার বস্তা ধরা খাওয়ার পরও এই দেশে দফতরবিহীন মন্ত্রী ! একটু খেয়াল করেন, দফতরবিহীন মন্ত্রী ! দেশ প্রেমিক আবুল হোসেনর কথা নাই বা বললাম । শেয়ার বাজারের হাজার হাজার টাকা লুটপাট করেও তিনি দরবেশ বাবা ! তখন এইসব নীতি কথা কোথায় থাকে ?



নীতি কথা মুখ দিয়ে বের হয় তখনই যখন কেউ সারাদিন ক্যামেরা নিয়ে কারো পিছনে ঘুর ঘুর করে, যখন কেউ কারো বাসার অন্দরমহলের ছবি তুলতে যায় ক্যামেরা নিয়ে, তখন উত্তেজিত হয়ে দু’টা কিল ঘুষি মারলেই হৈ হৈ রৈ রৈ করে তেড়ে আসেন ! কারণ এটা আপনাদের পূর্বপরিকল্পিত । রনি সাহেব উত্তেজনাবশত আপনাদেরই পাতানো ফাঁদে পা দিয়েছেন !



নচিকেতার আর একটা গানের লাইন দিয়েই শেষ করছি-



যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম। ছেড়ে দাও স্রোতের মুখে- আদর্শ বিবেক ও প্রেম।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:১১

আমার মন বলেছেন: সব দরবেশ বাবার দয়া ! জয় বাবা ভোলানাথ, রক্ষা কর জগন্নাথ!!

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৭

মিজানুর রহমান মিলন বলেছেন: হা হা হা হা....যা হচ্ছে এখন সেটা বলা ছাড়া কোনো উপায় নেই !

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

রাতুল রেজা বলেছেন: "তাই কারো ফাইল পাস করে নির্লজ্যের মত হাত খাতা পেতে দিতে, আমি সরকারী কর্মচারীঃ

আহা, নচিকেতা কতই না সঠিক কথা বলেছিল।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

মিজানুর রহমান মিলন বলেছেন: আমি সরকারী কর্মচারী ।

এই জন্যই নচিকেতা আমার প্রিয় একজন শিল্পী । ধন্যবাদ।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

মোমেরমানুষ৭১ বলেছেন: হাতে ক্যামেরা আর কলম থাকলেই নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবা চরম বোকামী, অন্যথায় জনগন তাদের দেখে নিবে, পথে ঘাটে সাংবাদিক নাম শুনলে লাঠি দিয়ে দৌড়াবে, সাগর-রুনির ঘটনা গুলো বেশি ঘটতে থাকবে । তাই বলব আর নয় এবার একটু থামুন!!

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪

মিজানুর রহমান মিলন বলেছেন: তাই বলব আর নয় এবার একটু থামুন!!

ধন্যবাদ ।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

দয়াল সাহেব বলেছেন: রনি সাহেব পাতানো ফাঁদে পা দিয়েছেন ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:০২

মিজানুর রহমান মিলন বলেছেন: হুম, সেটাই হবে । আসলে উনি লুটপাটকারীদের সাথে রাজনীতি করলেও তাদের চিনতে ভুল করেছেন !

৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

ল্যাটিচুড বলেছেন: ভাব চক্কর দেইখ্যা মনে হইতেছিল এই ব্যাটা রনি আমগো যুবরাজ জয়কেও জনপ্রিয়তায় হারাইয়া দিবো।

ওহন দেখ ফকিন্নির পুত তোর জায়গা কোথায়!

বামন হইয়া চাঁদে হাত বাডাইতে চাস, প্রধান মন্ত্রি হইতে চাস, অহস বুঝ মজা ..............

৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

বাংগাল গাজী বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন !!!

৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

বাংলার হাসান বলেছেন: ২য় ভাল লাগা রইল।

৮| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম। ছেড়ে দাও স্রোতের মুখে- আদর্শ বিবেক ও প্রেম।

৯| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

আহলান বলেছেন: দর্বেশ বাবার তেলেসমাতি .... তবে পিটাপিটি কখনোই সমর্থনীয় নয় .... গ্রেফতারের পর রাম ধোলাই হয়েছে কি? হলে সেটা খুউব ভালো .... সবার জন্য এটা নসীহত স্বরুপ ....

১০| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: +

১১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৪৬

যুবায়ের আহাম্মেদ বলেছেন: প্লাস++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.