![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটি; ওগো পায়ের তলার
মাটি, তুমি খাঁটি। সেই সে
খাঁটি কেমন করে যে বদলে
যাওয়া চোরাবালি ঘোর!
আর আমাকে বালির
করাতকলে ছলেবলে
শুইয়ে পরিপাটি ফালি
ফালি দেহখন্ড কাটা
হচ্ছে রক্তমাংস-হাড়গোড়!
কেন মাটি, খেলিছ এ খেলা?
©somewhere in net ltd.