নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

হারাকিরি বা স্তব্ধতার ভোর

১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১১

বসে আছি
ভোরের বনে,
মনেমনে মোর
মর্মভেদী ঘোর
য্যানো ঠিক
দিগ্বিদিক
ব্যস্ত দু'হাতে
হারাকিরির
তীব্র ছুরিকাঘাতে

পেট চিরে
নেমে আসছে
মুষল ধারায়
রক্তস্রোত

ধীরে ধীরে,
ভেসে যাচ্ছে
গড়াতে গড়াতে
গড়িয়ে গিয়ে,
একটুমাত্র বাদেই
থেমে যাচ্ছে
রক্তাক্ত, ক্রমে
ক্রমে জমে যাচ্ছে
কালচে, আর আমার
কেবলই অফুরান
অজ্ঞান~ঘোর, হায়!

যারপরনাই, যার
সীমারেখা নাই
নিরবতা ছাড়া

ঘটছে না কোথাও কিছু
স্তব্ধতার ভোরে,
লাশের মতন স্থবির
রয়েছি দিব্যি মরে

প্রহরে প্রহরে,
রোজরোজ বছরভরে
এইযে নির্জনতা,
এতো যে কোলাহলধ্বনি,
ঋতুকাল আগমনী
গ্রীষ্ম-বরষা কিংবা শীতে
দিবস-রাত্রিতে
তা আড়াল করে
ঘরেবাইরে
শুয়ে উঠে বসে
ডুবে থাকা
ব্যথায় কাতর
এক জনম দুঃখী
আমিই গাছপাথর!

মনেমনে মোর,
মর্মভেদী চাকু
বক্ষের ভিতর

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫২

ফায়সাল হাসান বলেছেন: ভাল হয়েছে। তবে নামটা হারাকিরি তে সিমিত রাখলেই ভালো হতো।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

মিলন মাযহার বলেছেন: হুম। কেবলমাত্র চেইঞ্জ আনলাম। গরমাগরম তো! ঠাণ্ডার পরশে বোধহয় ছোট হয়ে আসবে। পাঠপ্রতিক্রিয়ার এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক শুভ কামনা।

২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল এটি।
++++

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৮

মিলন মাযহার বলেছেন: অনেক ধন্যবাদ @বিজন রয়

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

মিলন মাযহার বলেছেন: অনেক ধন্যবাদ @অগ্নি কল্লোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.