নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজ আল হেলাল

ছুটে চলেছি শন্তির সন্ধানে দিক দিগন্তে, খুজে চলেছি মানবতা পথ থেকে পথে..................... হেলসিংকি, ফিনল্যান্ড

মিনহাজ আল হেলাল › বিস্তারিত পোস্টঃ

বিত্তশীল সহধর্মী প্রত্যাশী সুন্দরী মেয়েকে মুকেশ আম্বানীর দার্শনিক জবাব: সুন্দরী মেয়েদের কত্ত শখ!!

২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪২

মিস পূজা আই চৌহান নামক এক সুন্দরী যুবতী একটি জনপ্রিয় ফোরামে নিম্নোক্ত কথাগুলো লিখেন।



শিরোনাম: একজন বিত্তশীল ব্যক্তিকে বিয়ে করতে আমাকে কি করতে হবে?



আমি এখানে যা কিছু বলতে যাচ্ছি সত্য সত্যই বলতে যাচ্ছি।



আমি এ বছর পচিঁশে পা দিলাম। আমি খুবই সুন্দরী, কেতাদুরস্ত এবং রুচিশীল। আমি এমন এজন লোককে বিয়ে করতে চাই যার বাৎসরিক আয় ১০০ কোটি বা তার অধিক।



আপনারা আমাকে লোভী বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে দুই কোটি বাৎসরিক আয় সম্পন্ন ব্যক্তিকে মধ্যবিত্ত বিবেচনা করা হয়।



আমার চাহিদা মোটেও উচ্চাভিলাসী নয়। এই ফোরামে এমন কেউ কি আছে যার বাৎসরিক আয় ১০০ কোটির উপরে? আপনাদের সবাই কি বিবাহিত?



আমি জানতে চাই, আপনাদের মত ধনী লোকদের বিয়ে করতে হলে আমাকে কি করতে হবে?



এ পর্যন্ত আমি যাদের সাথে ডেটিং করেছি তাদের মধ্যে সবচেয়ে বিত্তশালী ব্যক্তির বাৎসরিক আয় ৫০ কোটি, আমার মনে হয় এটাই আমার চাহিদার পরিসীমা।



যদি কেউ নিউইয়র্ক সিটি গার্ডেনের পশ্চিমে বসবাস করতে চায়, ৫০ কোটি বাৎসরিক আয় মামুলিই।



আমি বিনয়ীভাবে কয়েকটি প্রশ্ন করতে চাই:

১) সবচেয়ে ধনী ব্যাচেলরদের আনাগোনা কোথায়? (অনুগ্রহপূর্বক বার, রেস্টুরেন্ট অথবা ব্যায়ামাগারের তালিকা দিন)

২) কোন বয়সী লোকদের আমার টার্গেট করা উচিত?

৩) অধিকাংশ ধনী লোকদের স্ত্রীদের চেহারা সাধারন মানের কেন? আমি কয়েকজন মেয়ের সাথে সাক্ষাৎ করেছি যাদের চেহারা বলতে কিছু নেই এবং যারা একেবারেই পছন্দনীয় নয়, অথচ তারা ধনী লোকদের বিয়ে করতে সমর্থ হয়েছে।

৪) কে আপনার বউ হবে আর কে গার্লফ্রেন্ড হবে সেটা আপনি কিভাবে নির্বাচন করেন? (এখন আমার লক্ষ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া)



মিস পূজা আই চৌহান



মুকেশ আম্বানীর দার্শনিক জবাব:



ডিয়ার মিস পূজা,

আমি প্রচন্ড উৎসাহ নিয়ে তোমার লেখাটি পড়েছি। তোমার মত আরও অনেক মেয়ে আছে যাদের মনে একই ধরনের প্রশ্নের উদ্রেক হয়। আমি একজন পেশাদার বিনিয়োগকারী হিসেবে ব্যাপারটা বিশ্লেষন করতে চাই।



আমার বাৎসরিক আয় ১০০ কোটিরও বেশি যা তোমার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং আমি আশা করি সবাই বিশ্বাস করবে আমি সময় নষ্ট করছি না।



একজন ব্যবসায়ীর অবস্থান থেকে তোমাকে বিয়ে করা হবে একটি ভুল সিদ্ধান্ত। উত্তরটা খুবই সাধারন, ব্যাখ্যা করা যাক।



পুরো ব্যাপারটাকে এভাবে দেখা যায় যে তুমি যা পেতে চাচ্ছ তা মূলত "সৌন্দর্য" এবং "অর্থের" বিনিময়। ব্যাক্তি 'এ' সৌন্দর্য্যের যোগান দেয় এবং ব্যক্তি 'বি' তার জন্য মূল্য দেয়, ন্যায়সংগত।



অধিকক্তু, এখানে একটা মারাত্মক সমস্যা হচ্ছে তোমার সৌন্দর্স নষ্ট হয়ে যাবে, কিন্তু কোন যুক্তিসংগত কারন ছাড়া কখনই আমার টাকা হাতছাড়া হবে না। বস্তুত ব্যাপার হচ্ছে, বছরে বছরে আমার টাকার পরিমানটা বাড়তে পারে, কিন্তু বছরের পর বছর তোমার সৌন্দর্য মোটেও বৃদ্ধ পাবে না।



সুতরাং অর্থনীতির দৃষ্টিকোন থেকে, আমি হচ্ছি এমন সম্পদ যার মূল্য ক্রমশঃ বৃদ্ধি হয়, আর তুমি হচ্ছ এমন সম্পদ যার মূল্য হ্রাস ক্রমশঃ পায়। এটা কোন স্বাভাবিক মূল্যহ্রাস নয়, গানিতিকহারে মূল্যহ্রাস। যদি এটাই তোমার একমাত্র সম্পদ হয়, তাহলে ১০ বছর পর তোমার মূল্য অনেকটাই কমে যাবে।



ওয়াল স্ট্রিটে (আমেরিকান শেয়ার বাজার) আমরা একটা টার্ম ব্যবহার করি, প্রতিটি ব্যবসারই একটা অবস্থান আছে, তোমার সাথে ডেটিং করারও একটা ব্যবসায়িক অবস্থান আছে। যদি পণ্যের দাম কমে যায় তাহলে আমরা সেটা বিক্রয় করি, দীর্ঘ সময়ের জন্য সেটা রেখে দেওয়া কোনভাবেই ভাল ব্যাপার হতে পারে না- তুমি যেভাবে বিয়ে করতে চাও সে ব্যাপারটাও একই রকম। এটা বলা খুবই নিষ্ঠুর কাজ হবে, তবে বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হল যে কোন সম্পদ যার মূল্য গানিতিকহারে হ্রাস পায়, তা বিক্রয় করা হয় অথবা ধার দেওয়া হয়।



বছরে ১০০ কোটি টাকার বেশি আয় করা কোন ব্যক্তিই বোকা নয়; আমরা তোমার সাথে শুধুমাত্র ডেটিং করতে রাজি আছি, বিয়ে করতে নয়। আমি তোমাকে উপদেশ দেই বিত্তশীল ব্যক্তিকে বিয়ে করার কারন খোজা ছেড়ে দেওয়ার জন্য। এবং সেই সাথে তুমি চেষ্টা করতে পার একজন বিত্তশালী ব্যক্তি বনে যেতে যার বাৎসরিক আয় হবে ১০০ কোটি। একজন বোকা ধনী খোজার চেয়ে এটাই হতে পারে উত্তম সুযোগ।



আশা করি আমার জবাব কাজে লাগবে।

মুকেশ আম্বানি



(ভাষান্তরিত)

মন্তব্য ৪০ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৩

একলা বগ বলেছেন: কঠিন জবাব দিছে

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

মিনহাজ আল হেলাল বলেছেন: ফাটাফাটি

২| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

নাহিয়ান বিন হোসেন বলেছেন: একজন স্বেচ্ছা দেহ পসারিনীর প্রতি অসাধারন এবং উপযুক্ত জবাব! আর ধিক্কার পূজা নামের ওই জঘন্য স্বেচ্ছা দেহ পসারিনীকে ( একে মানুষ বলতে আমি দ্বিধা্ন্বিত!)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩১

মিনহাজ আল হেলাল বলেছেন: মনে হচ্ছে মানুষের নৈতিকতা দিন দিন লোপ পাচ্ছে। সবাই অর্থ নির্ভর হয়ে পড়ছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

সিটিজি৪বিডি বলেছেন: রুপ চলে গেলে আর কেউ ফিরেও থাকাবে না। তাই রুপের বাহাদুরী করতে নেই

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩১

মিনহাজ আল হেলাল বলেছেন: সঠিক বলেছেন

৪| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০১

ব্লুম্যাজিক বলেছেন: সাচ্ছা জবাব,আচ্ছা অই ফোরামের লিঙ্কটা দেওয়া যাবে নাকি ভাই?

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৪

মিনহাজ আল হেলাল বলেছেন: একজন ফেইসবুকে লেখাটা কপিপেস্ট করেছিল। আমি সেখান থেকে ভাষান্তর করে ব্লগে দিয়েছি। ফোরামের লিংকটা না থাকা সত্তেও ভাল লাগায় লেখাটা ব্লগে শেয়ার করেচি। ধন্যবাদ।

৫| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০২

গুগলরকস বলেছেন: আম্বানি সেইরাম জবাব দিছে

বাই দ্যা ওয়ে ওই মাইয়া আমারে ফালাইয়া আম্বানির কাছে গেল ক্যান? আমি কি কম নাকি? B-) B-) B-)

আমার কথা মনে হয় শুনে নাই! ;) ;) ;)

ভাই টাকাপয়সা যাই থাকুক এইরকম *গী মার্কা মাইয়া কেউই চায় না, কিন্তু বাস্তবতা হলো এইরকম মেয়ে দিয়া দেশ ছয়ল্যাব হইয়া গ্যাছে X( X( X(

এই ব্যাপারটা মেয়েটা প্রকাশ করেছে (মেয়েটা বোকা প্লাস ভালো), আমাগো দেশের মাইয়ারা মনে মনে এইগুলাই চায় কিন্তু কয় না, সব এক একটা মা*

টাকা নাই তো কিছু নাই

তার মানে আমার সব আছে B-) B-) B-)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫

মিনহাজ আল হেলাল বলেছেন: না না আপনি কম হবেন কেন। আপনি তো রক। ;) ;) ;) ;)

৬| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০২

শিবলী১২৩ বলেছেন: ওরে, ছেমড়িরে তো ল্যাংটা কইরা ছাইরা দিল

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫

মিনহাজ আল হেলাল বলেছেন: B-) B-) B-)

৭| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:০৩

ফয়সাল_চট্টগ্রাম বলেছেন: দারুন জবাব

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫

মিনহাজ আল হেলাল বলেছেন: সেইরকম

৮| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৩

অসাধারণ মানুষ বলেছেন: সব ছেলেরই যদি এইটুকু বোঝার বুদ্ধি থাকতো তাহলে আমাদের দেশেও অনেক মুকেশ আম্বানী থাকতো। কিন্তু আফসোস সবায় শুধু সুন্দরের পিছনেই ছোটে :(

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৬

মিনহাজ আল হেলাল বলেছেন: সুন্দর এবং সঠিক বলেছেন।

৯| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৮

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: দুর্দান্ত পোস্ট...অধিকাংশ নারী এরকম!!! শুধুমাত্র পূজা প্রকাশ করেছে...বাকিরা শুধু সুযোগ খুজছে...!!!

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৭

মিনহাজ আল হেলাল বলেছেন: শুধুমাত্র পূজা প্রকাশ করেছে...বাকিরা শুধু সুযোগ খুজছে...!!!
তাহলে তো খবর আছে.....

১০| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২২

নিশি কথক বলেছেন: উত্তম

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৭

মিনহাজ আল হেলাল বলেছেন: শুকরিয়া

১১| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৬

নাজমুল হাসান বাবু বলেছেন: গাণিতিক প্রশ্নের পুরাই জ্যামিতিক ব্যাখ্যা

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৮

মিনহাজ আল হেলাল বলেছেন: দারুন জবাবের পুরাই উরাধুরা মন্তব্য

১২| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

ShusthoChinta বলেছেন: এই না হলে মুকেশ আম্বানি! মানুষ বিলিয়নিয়ার এমনি এমনি হয় না,স্পেশাল কোয়ালিটির স্পেশাল মানুষগুলোই হয়,অন্তত অর্থনৈতিক ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা ধ্রুব সত্য।
কোন অসচ্ছল বা গরীব যুবক কোন সুন্দরী মেয়েকে প্রপোজ করলে মেয়েটা সাধারণত উত্তর দেয় "বামন হয়ে চাঁদের পানে হাত বাড়ান,সাহস তো কম নয়!" তো সাধারণ ঘরের সুন্দরী মেয়েদের এই ধরণের ইচ্ছাপ্রকাশ মানে সৌন্দর্য ব্যবহার করে বিত্তশালী স্বামী বাগানোর চেষ্টাটা বামন হয়ে চাঁদের পানে হাত বাড়ানোই,বরং আরো খারাপ,দেহপসারিনীর মত চিন্তাভাবনা।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৯

মিনহাজ আল হেলাল বলেছেন: বেশিরভাগ মেয়েরা আর্থটাকেই বেশি প্রাধান্য দেয়..এরকম হওয়া উচিত নয়।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫০

হাসান মাহবুব বলেছেন: মুকেশ আম্বানিরে জাঝা।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪০

মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাকেও

১৪| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

নিশাচর নাইম বলেছেন: হুলুস্থুল উত্তর। :P

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪০

মিনহাজ আল হেলাল বলেছেন: পুরা

১৫| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

ভদ্র পোলা বলেছেন: আম্বানি কে লাইক দিলাম :-B :-B

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪০

মিনহাজ আল হেলাল বলেছেন: আপনাকে লাভ দিলাম

১৬| ২৫ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

আবু মোশাররফ রাসেল বলেছেন: ‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌'আমি তোমাকে উপদেশ দেই বিত্তশীল ব্যক্তিকে বিয়ে করার কারন খোজা ছেড়ে দেওয়ার জন্য। এবং সেই সাথে তুমি চেষ্টা করতে পার একজন বিত্তশালী ব্যক্তি বনে যেতে যার বাৎসরিক আয় হবে ১০০ কোটি। একজন বোকা ধনী খোজার চেয়ে এটাই হতে পারে উত্তম সুযোগ।'

অসাধারণ লেগেছে!!

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪১

মিনহাজ আল হেলাল বলেছেন: ধন্যবাদ

১৭| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৮

ম্যাভেরিক বলেছেন: কাল্পনিক কথোপকথনটা সুন্দরই, তবে ভারতীয়দের কাজ হচ্ছে বিদেশি মজার কোনো জিনিস পেলে তাকে ভারতীয়করণ, যেমন, চাক নরিসকে রজনীকান্তকরণ, আর বাঙালির এখন কাজ হচ্ছে ভারতের প্রচারণায় সহায়তা করা। এখানে জে পি মর্গানের সিইও'র গল্প মুকেশ আম্বানিকে দিয়ে চালানো হচ্ছে। বাস্তবে অবশ্য জে পি মর্গানের সিইওও নয়, উর্বর মস্তিষ্কের কেউ কথোপকথনটি বানিয়েছে মেয়েদেরকে একটু খোঁচা দেয়ার জন্য।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪১

মিনহাজ আল হেলাল বলেছেন: হৈতারে....

১৮| ২৬ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:০০

মুনসী১৬১২ বলেছেন: চিন্তা করছিলাম মুখেশরে লাইক দিব........কিন্তু মাভরিক ভাইয়ের কমেন্ট পড়ে............. :|

তবে কথোপকথোন টা জোশ......তবে তার মূল টাগেট মেয়েদের পচানো মনে হয়.......................

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২

মিনহাজ আল হেলাল বলেছেন: কি জানি?

১৯| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৭

আমি অতি সাধারণ বলেছেন: পুরাই বাশ ! মেয়েটা বাশ খাইতে চাইছিল মুখেশ বিনা পয়সায় উত্তম বাশ দিয়া দিল।

উত্তরটা মনে রাখছি! আমার কাজে লাগবে!!

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২

মিনহাজ আল হেলাল বলেছেন: হু, রেখে দেন ভবিষ্যতের জন্য..

২০| ১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৯

মুদ্‌দাকির বলেছেন: উপকারি পোষ্ট!!!!+++++

২১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৩

অবাধ্য সৈনিক বলেছেন: চরম #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.